Join Telegram Join Facebook বাংলা রচনা
সাহিত্যের ইতিহাস সাজেশান Question-Paper
WBCS স্কুল নোটস ইতিহাস

একটি ঝড়ের রাত , বাংলা প্রবন্ধ রচনা, Ekti Jharer Raat, Bangla Rachana, বাংলা রচনা

প্রিয় শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাংলা প্রবন্ধ রচনা ||  বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির বাংলা পরীক্ষায় প্রবন্ধ রচনার নমুনা উত্তর পেয়ে যাবে এখানে। এগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।




একটি ঝড়ের রাত , বাংলা প্রবন্ধ রচনা, Ekti Jharer Raat, Bangla Rachana, বাংলা রচনা





একটি ঝড়ের রাত 




ঝড়ের পূর্বাভাস :-- দিনটি ছিল এপ্রিল মাস। গ্রীস্মের আমেজ তখন। এবং বাতাসে বাতাসে গরমের হাওয়া। ঠিক তখনই বিকালবেলা আবহাওয়া দপ্তরে বিশেষজ্ঞ জানালেন বঙ্গোপসাগরের বিদ্রোহী মেঘ কুঞ্জের সম্মেলন বার্তা। সমুদ্রের বুকের উপর দিয়ে ধেয়ে আসছে সাইক্লোন। রাতের খাওয়া শেষ করে যখন বিছানায় ঘুমাতে গেলাম তখনই নিকশ কালো কষ্টিপাথরের মতো আকাশের দক্ষিণ পশ্চিম কোণে দেখতে পেলাম কিঞ্চিত বিদ্যুৎ। ধেয়ে আসছে আস্তে আস্তে সাইক্লোন।


ভৈরবের বজ্রনির্ঘোষ  :-- চারিদিকে দরজা জানালা পড়ছে। বাইরে গাছেদের মাথা নিয়ে ছুটে চলেছে যেন এক পাগলা হাতি। অন্ধকারে সবকিছু ভালো দেখা যাচ্ছে না। মাঝে মাঝে আকাশে বিদ্যুতের শব্দ আর বিদ্যুতের ঝলকানি। আকাশে বাতাসে চারিদিকে এক বড্ড পাতালের দাপাদাপি। ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি ঢুকে পড়ছে । এবং বৃষ্টির সার্টি ভিজে যাচ্ছে বিছানা। শিখলে আটকানো জানালাগুলো তখনই বাইরে চড়ের আগমন বার্তার সংকেত করে চলেছে খটখট শব্দ করে। হঠাৎই জানালার ভিতর দিয়ে বিদ্যুতের বিধ্বস্ত তান্ডব বার্তা। সেই ধ্বনিতে আতঙ্কিত হয়েই মনে হয় নিভে গেল ঘরের নৈশদীপ।


রাতের রুদ্র রূপ :-- প্রবাল বেগে বয়ে চলেছে ঝড়। অন্ধকারের বুক থেকে ঘুমড়ে উঠছে ঝড়ের গর্জন। যেন আদিম অপেক্ষা কোন দানবের দাপাদাপি। মাঝে মাঝে বিদ্যুতের কালোই ঝলসে উঠেছে পথ বিক্ষেপ জগতের জন্ম ও মৃত্যু প্রতিফলিত হয়ে উঠেছে।


ভোরের অপেক্ষা :-- আমি অধীর আগ্রহে নিদ্রাহীন চোখে অপেক্ষা করতে থাকলাম ভোরের জন্য, শান্ত, সূর্য-কিরণোজ্জ্বল, সুন্দর ভোরের জন্য ।


ঝড়ের রাতের বাণী :-- সকালে উঠে লণ্ডভণ্ড বিধ্বস্ত প্রকৃতির সঙ্গে আমরা আবিষ্কার করলাম এই প্রলয় লীলা ধ্বংস হয়ে গেছে উড়িশার বিস্তীর্ণ অঞ্চল। সেই দুর্বিপাক আজ ইতিহাস হয়ে গেছে। কিন্তুু আজও সেই অন্ধকারের মধ্যে ঝড়ে স্মৃতি আমি কখনো ভুলতে পারিনি। সে যেন আজ বহু যুগের ওপারে হাতে অপরূপ এক ভয়ংকর বেশে দেখা দিল।










সমস্ত প্রবন্ধ রচনা, বাংলা রচনা দেখ





আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে যুক্ত হোন








-------------------------------------------------------------
File Name : একটি ঝড়ের রাত 

File Format : পিডিএফ

File Language : বাংলা

File Location : গুগল ড্রাইভ

Download Link :  
একটি ঝড়ের রাত 

-------------------------------------------------------------
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url