Join Telegram Join Facebook বাংলা রচনা
সাহিত্যের ইতিহাস সাজেশান Question-Paper
WBCS স্কুল নোটস ইতিহাস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা প্রবন্ধ রচনা, Antarjatik Matribhasa Dibas, Bangla Rachana, বাংলা রচনা

প্রিয় শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাংলা প্রবন্ধ রচনা ||  বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির বাংলা পরীক্ষায় প্রবন্ধ রচনার নমুনা উত্তর পেয়ে যাবে এখানে। এগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।




আন্তর্জাতিক মাতৃভাষা দিবস , বাংলা প্রবন্ধ রচনা, Antarjatik Matribhasa Dibas, Bangla Rachana, বাংলা রচনা




আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 


ভূমিকা :--  আমাদের বিশ্ব ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।  প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওই দিনটি পালিত হয়।  ২০০০ খ্রিস্টাব্দে থেকে ২১ ফেব্রুয়ারি দিনটি বিশ্বের প্রতিটি রাষ্ট্র প্রতিটি ভাষায় মর্যাদা পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 


বাংলাভাষী  মানুষের আন্দোলন :-- বাংলাদেশী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের দেখা যায় ২১ ফেব্রুয়ারি  বাংলাভাষী মানুষের বিশেষভাবে স্মরণীয় হওয়ার কারণ হলো এর পিছনে আছে রক্তাক্ত ও শকবাহ ইতিহাস।  ১৯৫২ খ্রিস্টাব্দে বাংলা ভাষার অস্তিত্ব ও মর্যাদা রক্ষার জন্য পাকিস্তান সরকারের বিরুদ্ধে সুদ তীব্র ভাসা আন্দোলন হয়েছিল।  


ভাষা আন্দোলনের কারণ :-- ১৯৪৮ খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানে বাংলা বার্ষিক মানুষের পক্ষ থেকে দাবি উঠেছিল বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হোক। আবার ১৯৪৮ খ্রিস্টাব্দে ২১ মার্চ মোহাম্মদ আলী জিন্না ঢাকার এক জনসভায় ঘোষণা করেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ১৯৫২ খ্রিষ্টাব্দের ২৭ জানুয়ারি  পাকিস্তানের প্রধানমন্ত্রী  ঘোষণার প্রতিধ্বনী করেন ঢাকায় দাঁড়িয়ে।  ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ভাষা কমিটি প্রতীক ধর্মঘট করে। 


২১ ফেব্রুয়ারি :-- ২১ ফেব্রুয়ারি ইতিহাসখ্যাত  বাংলা ভাষা আন্দোলন হয়।  ১৪৪ ধারা জারি হল ২০ ফেব্রুয়ারি ।  আইন অমান্য করার অঙ্গীকারে দৃঢ় পদক্ষেপে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ থেকে বাঁচান এগিয়ে চলল।  মিছিলে শুধু ছাত্ররাই ছিলনা।  ছিলেন সমাজের সব শ্রেণীর মানুষ।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাএ আব্দুল বরকত। দেবেন্দ্র কলেজের ছাত্র রফিক উদ্দিন আহমেদ ইত্যাদি। 


আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনের ঘোষণা :-- দেখা যায় পূর্ব পাকিস্তানের মুক্তিবদ্ধ স্বাধীন বাংলাদেশ গঠন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ভাষা বাংলা বহমান ইতিহাসের নব নব অধ্যায়।  উনবিংশ শতাব্দীর একেবারে শেষ লগ্নে ১৭ নভেম্বর ১৯৯৯ প্যারিসে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বাংলাদেশের তরফে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস করার প্রস্তাব দেওয়া হলো।  এবং দেখা যায় ২১ ফেব্রুয়ারি ঘোষিত হল আন্তর্জাতিক ভাষা দিবসের রূপে। 


উপসংহার :-- পরিশেষে বলা যায় ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ দেখতে বিশ্ব স্বীকৃতি পেয়েছে।  ওই স্মরণে দেশে আন্তর্জাতিক ভাষা দিবস পালন বাঙালীর ভাষা আন্দোলনের মস্ত সাফল্য ইত্যাদি। 








সমস্ত প্রবন্ধ রচনা, বাংলা রচনা দেখ





আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে যুক্ত হোন








-------------------------------------------------------------
File Name : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

File Format : পিডিএফ

File Language : বাংলা

File Location : গুগল ড্রাইভ

Download Link :  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
-------------------------------------------------------------
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url