Schoolএকাদশ শ্রেণি

সাম্যবাদী কবিতা, কাজী নজরুল ইসলাম, একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার কবিতা


Last Updated on : June 10, 2024

সাম্যবাদী কবিতা, কাজী নজরুল ইসলাম : প্রিয় একাদশের শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একাদশ বাংলা কবিতা “সাম্যবাদী”, কবি কাজী নজরুল ইসলাম || ১ নম্বরের প্রশ্ন ও উত্তর | Class 11 XI Bengali Question and Answer  | 11th Bengali Examination – একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমেস্টার। সাম্যবাদী । ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে |

তোমাদের এই পোস্টের মাধ্যমে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার বাংলা কবিতা “সাম্যবাদী” থেকে ১ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা আছে । আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে।

সাম্যবাদী কবিতা, কাজী নজরুল ইসলাম, একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার কবিতা,

Samyabadi by Kaji Nazrul Islam, Class 11 XI Bengali 1st Semester Poem

সাম্যবাদী

কাজী নজরুল ইসলাম

গাহি সাম্যের গান-

আরো পড়ুন :  বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতা, একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার কবিতা

যেখানে আসিয়া এক হ’য়ে গেছে সব বাধা-ব্যবধান।

যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ মুসলিম-ক্রীশ্চান।

গাহি সাম্যের গান!

কে তুমি? পার্সী? জৈন? ইহুদী? সাঁওতাল, ভীল গারো?

কনফুসিয়াস্? চার্বাক-চেলা? ব’লে যাও, বল আরো!

বন্ধু, যা খুশি হও,

পেটে পিঠে কাঁধে মগজে যা-খুশি পুঁথি ও কেতাব বও,

কোরাণ-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক-

জেন্দাবেস্তা-গ্রন্থসাহেব প’ড়ে যাও যত সখ, –

কিন্তু, কেন এ পন্ডশ্রম, মগজে হানিছ শূল?

দোকানে কেন এ দর-কশাকশি?–পথে ফুটে তাজা ফুল।

তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান,

সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে’ দেখ নিজ প্রাণ!

তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার,

আরো পড়ুন :  WBCHSE XI Bengali Question Paper 2023 pdf download | একাদশ শ্রেণির বাংলা প্রশ্নপত্র ২০২৩ pdf

তোমার হৃদয় বিশ্ব-দেউল সকলের দেবতার।

কেন খুঁজে ফের দেবতা ঠাকুর মৃত পুঁথি-কঙ্কালে?

হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে।

বন্ধু, বলিনি ঝুট,

এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট।

এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন,

বুদ্ধ-গয়া এ, জেরুজালেম্ এ, মদিনা, কাবা-ভবন,

মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,

এইখানে ব’সে ঈশা মুসা পেল সত্যের পরিচয়!

এই রণ-ভূমে বাঁশীর কিশোর গাহিলেন মহা-গীতা,

এই মাঠে হ’ল মেষের রাখাল নবীরা খোদার মিতা।

এই হৃদয়ের ধ্যান-গুহা-মাঝে বসিয়া শাক্যমুনি

ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি’।

এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহ্বান,

এইখানে বসি’ গাহিলেন তিনি কোরানের সাম-গান!

মিথ্যা শুনিনি ভাই, 

এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই!


উৎস

  1. সাম্যবাদী” কাব্য (২৫ ডিসেম্বর, ১৯২৫ খ্রি.); এটি পুনরায় প্রকাশিত হয়নি।
  2. সর্বহারা’ কাব্য (২৫ অক্টোবর, ১৯২৬); কিন্তু দ্বিতীয় সংস্করণে ‘সাম্যবাদী’ কবিতাসহ আরো অনেক কবিতা বর্জিত হয়।
  3. সঞ্চিতা‘ কবিতা সঙ্কলন (০২ অক্টোবর, ১৯২৮); এটি বর্মণ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত যা ছিল প্রথম সংস্করণ।
  4. ‘সঞ্চিতা’ কবিতা সংকলন (১৪ অক্টোবর, ১৯২৮); ডি এম লাইব্রেরি থেকে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত। এটি-ই বর্তমানে প্রচলিত।
আরো পড়ুন :  ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার থেকে বড়ো ৮ নম্বরের প্রশ্ন | ক্লাস-১২ | ২য় অধ্যায় | রচনাধর্মী প্রশ্ন | দ্বাদশ শ্রেণি | WB HS Class 12 XII | 2nd Chapter | Long Descriptive Questions & Answers PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!