Join Telegram Join Facebook বাংলা রচনা
সাহিত্যের ইতিহাস সাজেশান Question-Paper
WBCS স্কুল নোটস ইতিহাস

সাবধানে চালাও জীবন বাঁচাও, বাংলা প্রবন্ধ রচনা, Safe Drive Save life, Bangla Rachana, বাংলা রচনা

প্রিয় শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাংলা প্রবন্ধ রচনা ||  বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির বাংলা পরীক্ষায় প্রবন্ধ রচনার নমুনা উত্তর পেয়ে যাবে এখানে। এগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।





সাবধানে চালাও জীবন বাঁচাও, বাংলা প্রবন্ধ রচনা, Safe Drive Save life, Bangla Rachana, বাংলা রচনা




সাবধানে চালাও জীবন বাঁচাও 


ভূমিকা :--  পুলিশ প্রশাসনের শত কর্তব্য তা হল সেভ ড্রাইভ সেভ লাইফ। অর্থাৎ সাবধানে চালাও জীবন বাঁচাও।  মোটরসাইকেলের চালক ও আরোহীর যুদ্ধ হলেও সাইকেলে ও মটরগাড়ি সহ সব রকম যাত্রী ও মালগাড়ি বহনকারী গাড়ির চালক প্রযোজ্য। 


সতর্কবার্তা ও প্রচারের কারণে ও পটভূমি :-- দেশের বিভিন্ন প্রান্তে ও  অঞ্চলের সঙ্গে যোগাযোগের স্থাপন।  যোগাযোগের সুবিধা থাকাই যাত্রী ও মাল পরিবহনের জন্য গাড়ি সংখ্যা বেড়েছে হু হু করে।  অলিতে গলিতে রাস্তায় ছড়িয়ে পড়েছে জলের মতো। রাস্তায় চার চাকার গাড়ির সংখ্যা কম হলেও মোটরসাইকেল ছুটছে পথঘাট কাঁপিয়ে ঝাকে ঝাকে। গাড়ির সংখ্যা বেড়ে যাওয়া ও চালক ট্রাফিক আইন না মেনে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর দুর্ঘটনার সংখ্যা অস্বাভাবিক হার বৃদ্ধি পেয়েছে। জীবনবাহিনী খবর প্রতিদিন দেখা যায় সংবাদপত্রের পৃষ্ঠায়। সেভ ড্রাইভ সেভ লাইফ সতর্কবার্তা প্রচারের উদ্দেশ্য সম্প্রীতি এক বিশেষ অনুষ্ঠান ব্যবস্থা করেন তেমনটাই জানা যায়। 

বেপরোয়া গাড়ি চালানো ও তার পরিণাম :--- কোন না কোন ফ্লাইওভারের মতো রাত্রে পুলিশের চোখ এড়িয়ে মটর বাইকের রেসিং প্রতিযোগিতার খেলায় মেতে ওঠে।  চালক আরোহর মাথায় হেলমেট থাকে না।  মাএাতিরিক্ত গাড়িতে গাড়ির ছুটতে থাকে।  সঙ্গে চলে অশালীন অঙ্গভঙ্গির অভাব্য আচারণ। 

পুলিশ প্রশাসনের প্রচারিত কিছু নির্দেশ :-- সেভ ড্রাইভ সেভ লাইফ এর সতর্কবার্তা বিস্তারিত করার উদ্দেশ্যে গাড়ির চালক সচেতন ও সতর্ক করার মানুষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুসরণীয় বেশ কিছু নির্দেশের প্রতি দৃষ্টি নিরপেক্ষের অনুরোধ জানানো হয়েছে । 

  • ১. একটি মোটর বাইকের দুজনের বেশি চড়বেন না।
  • ২. বাইকের চালক আরোহী দুজনেই হেলমেট ব্যবহার করবেন। 
  • ৩. অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। 
  • ৪. সময়  হাতে নিয়ে আসতে গাড়ি চালিয়ে নিরাপদে মন্তব্যে পৌঁছাবে।
  • ৫. লাইসেন্স ছাড়া গাড়ি চালানো দন্ডনীয় অপরাধ। 
  • ৬. গাড়ি চালক ও আরোহী অবশ্যই সিট বেল্ট ব্যবহার করবেন। 

উপসংহার :-- গাড়ির চালক আরোহী সচেতন ও সতর্ক করার মানসে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুস্মরণীয় বেশ কিছু নির্দেশের প্রতি দৃষ্টি নিরপেক্ষ অনুরোধ জানানো হয়েছে।

  • ১.  একটি মোটর বাইক দুজনের বেশি চড়বেন না।
  • ২.  গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না ইত্যাদি। 








আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে যুক্ত হোন








-------------------------------------------------------------
File Name : সাবধানে চালাও জীবন বাঁচাও

File Format : পিডিএফ

File Language : বাংলা

File Location : গুগল ড্রাইভ

Download Link :  সাবধানে চালাও জীবন বাঁচাও
-------------------------------------------------------------
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url