Schoolএকাদশ শ্রেণি

বিশ্বের ভাষা ও ভাষা-পরিবার, Class 11, প্রথম সেমেস্টার


বিশ্বের ভাষা ও ভাষা-পরিবার : একাদশ শ্রেণির ‘ভাষা’ অংশ থেকে যে চারটি অধ্যায় সন্নিবেশিত হয়েছে তার প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও ভাষা-পরিবার।

‘বিশ্বের ভাষা ও ভাষা-পরিবার’ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি অংশ ধরে ধরে আলোচিত হলো।

বিশ্বের ভাষা ও ভাষা-পরিবার, Class 11, একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার



ভূমিকা

[১] ভাষাবিজ্ঞানীদের মনে সারাবিশ্বে ভাষা আছে? [প্রায় তিন হাজার]

[২] বিভিন্ন ভাষার মধ্যে সাদৃশ্যের বিষয় কারা প্রথম লক্ষ করেন? [রোমান ক্যাথলিক মিশনারিরা, ষোড়শ শতকে]

[৩] সংস্কৃতের সঙ্গে কয়েকটি ইউরোপীয় ভাষার সাদৃশ্য আছে–একথা কারা বলেন? [জার্মান পণ্ডিত শুলৎস এবং ফরাসি পণ্ডিত ক্যারদ্যুও]

[৪] ১৭৮৬ সালে উইলিয়াম জোনস কোন কোন ভাষার মধ্যে সাদৃশ্য বিষয়ে বক্তৃতা করেন? [সংস্কৃত, গ্রিক, লাতিন, জার্মানিক গোষ্ঠীর ভাষার মধ্যে]

[৫] পৃথিবীর প্রচলিত ভাষাগুলির বর্গীকরণ কয়টি পদ্ধতিতে করা হয়ে থাকে? [ছয়টি পদ্ধতিতে]

  • রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী
  • গোত্র বা বংশ অনুযায়ী
  • মহাদেশ অনুযায়ী
  • দেশভিত্তিক বিভাগ
  • ধর্মীয় বিভাগ
  • কালগত বিভাগ

[৬] কোন কোন পদ্ধতিতে ভাষার বর্গীকরণ করা বিজ্ঞানসম্মত নয়? [মহাদেশ অনুযায়ী, দেশভিত্তিক, ধর্মীয় ও কালগত—এই চার পদ্ধতি]

রূপতত্ত্ব বা  আকৃতি অনুযায়ী বিভাগ

[৭] বাক্য ও শব্দের বিশ্লেষণের মাধ্যমে কোন ধরণের শ্রেণিবিভাগ নির্ণীত হয়? [রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ]

[৮] রূপতাত্ত্বিক শ্রেণিবিভাগ-এ ভাষার কোন অবয়ব স্পষ্ট হয়? [সাংগাঠনিক অবয়ব]

[৯] চিনা ভাষা, ভোটচিনা ভাষা কোন্‌ শ্রেণিভুক্ত ভাষার নিদর্শন? [অসমবায়ী বা অনন্বয়ী]

-------------------------------------------------------
-------------------------------------------------------


-------------------------------------------------------
-------------------------------------------------------

[১০] তুর্কি ভাষা কোন্‌ শ্রেণীভুক্ত ভাষার নিদর্শন? [মুক্তান্বয়ী শ্রেণিভুক্ত]

[১১] এস্কিমোদের ভাষা কোন্‌ শ্রেণিভুক্ত ভাষার নিদর্শন? [অত্যন্বয়ী শ্রেণিভুক্ত]

[১২] সমন্বয়ী শ্রেণিভুক্ত ভাষার নাম লেখো? [বাংলা, ইংরেজি]

[১৩]

রূপতত্ত্ব অনুযায়ী বিভাগকোন্‌ কোন্‌ ভাষাবৈশিষ্ট্য / বিশেষত্ব
অসমবায়ীচিনা, সুদানী, মালয়ী, বর্মি, ভোটচিনা(১) শব্দের সঙ্গে বিভক্তি, প্রত্যয়, উপসর্গ যুক্ত হয় না; (২) পদের অবস্থান দেখে কর্তা-কর্ম চিনতে হয়।
সমবায়ীভুক্ত : মুক্তান্বয়ীতুর্কি, আফ্রিকার সোয়াহিলি, বান্টু, উরাল, আলতাই, দ্রাবিড় গোষ্ঠীর ভাষা(১) শব্দের উপাদানগুলোকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে।
সমবায়ীভুক্ত : অত্যন্বয়ীএস্কিমোদের ভাষা(১) বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তা নেই; (২) বাক্য হলো বাগ্‌ধারার নিম্নতম অংশ।
সমবায়ীভুক্ত : সমন্বয়ীসংস্কৃত, বাংলা, ইংরেজি, আরবি সহ অধিকাংশ ভাষা(১) শব্দের সঙ্গে যুক্ত উপসর্গ, প্রত্যয়, বিভক্তির আলাদা অস্তিত্ব নেই; (২) এই চিহ্নগুলোর আলাদা ব্যবহার নেই।

গোত্র বা বংশ অনুযায়ী

[১৪] ভাষাবিজ্ঞানীদের বলেছেন, কিছু ভাষা অতীতের কোনো একটি ভাষা থেকে এসেছে; এমন মন্তব্যের কারণ কী? [সেইসব ভাষাগুলির মধ্যে সাদৃশ্য লক্ষ করে]

[১৫] একই বংশজাত ভাষাগুলিকে বলা হয়——————? [সমগোত্রজ ভাষা বা Cognate Language]

[১৬] পৃথিবীর বেশিরভাগ ভাষা কয়টি ভাষাপরিবারে বর্গীভূত হয়েছে? [২৫/২৬ টি পরিবারে]

[১৭] অগোষ্ঠীভূত ভাষা হলো? [যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা সম্ভব হয়নি]

[১৮] বৃহত্তম ভাষাবংশ কোনটি? [ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ]

[১৯] কোন্‌ দুই শাখার পূর্ববর্তী নাম ‘ইন্দো-হিট্টি’? [ইন্দো-ইউরোপীয় ভাষা ও হিট্টাইট ভাষা]

[২০] ইন্দো-ইউরোপীয় জাত ভাষাগোষ্ঠী ক’টি? [৯টি ভাষাগোষ্ঠী]

[২১] ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী প্রধানত কোন্‌ অঞ্চলে প্রচলিত? [ইউরোপ ও ভারতে]

[২২] ইউরোপ ও ভারত ছাড়া আর কোন্‌ অঞ্চলে ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী প্রচলিত? [আফ্রিকা, আমেরিকা ও এশিয়ার অনেক অঞ্চলে প্রচলিত।]

[২৩] হোমারের ইলিয়ড ও ওডিসি কোন ভাষায় রচিত? [গ্রিক ভাষায়]

[২৪] গ্রিক ভাষার প্রাচীনতম নিদর্শন কোথায়, কবে পাওয়া গেছে? [ক্রিট দ্বীপে, ১৪৫০ খ্রি.পূ.]

[২৫] ল্যাটিন কোন শাখার প্রাচীনতম ভাষা? [ইতালীয় শাখার]

[২৬] রোম সাম্রাজ্যের ঐশ্বর্য কোন ভাষায় প্রতিফলিত হয়েছে? [ল্যাটিন ভাষায়]

[২৭] তিউনিশীয় শাখার অপর নাম কী? [জার্মানিক শাখা]

[২৮] জার্মানিক শাখার দুটি বিভাগ লেখ। [উত্তর-জার্মানিক ও পশ্চিম-জার্মানিক শাখা]

[২৯] আয়ারল্যান্ডের ‘আইরিশ’ ভাষা কোন শাখার অন্তর্ভুক্ত? [কেলতিক শাখার]

[৩০] ইন্দো-ইরানীয় কোন্‌ কোন্‌ শাখায় বিভক্ত হয়েছে? [ইরানীয় আর্য ও ভারতীয় আর্য—এই দুটি শাখায়]

[৩১] ইরানীয় শাখা কোন্‌ অঞ্চলে বিস্তারলাভ করেছিল? [পারস্য দেশে]

‘[৩২] জেন্দ আবেস্তা’র ভাষা কোন গোষ্ঠীভুক্ত? [আবেস্তীয় শাখার অন্তর্ভুক্ত]

[৩৩] ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন কোনটি? [জেন্দ্‌-আবেস্তা]  

[৩৪] আধুনিক ফারসি ভাষার জন্ম কোন্‌ ভাষা থেকে? [প্রাচীন পারসিক ভাষা থেকে]

[৩৫] প্রাচীন পারসিক থেকে জন্মলাভ করেছে এমন দুটি ভাষার নাম লেখো। [পহ্লবী ভাষা ও ফারসি ভাষা]

[৩৬] ইন্দো-ইউরোপীয় শাখার কোন উপশাখা ভারতে প্রবেশ করেছে? [ভারতীয় আর্য শাখা]

আরো পড়ুন :  সমাজ ভাষাবিজ্ঞানের বিভিন্ন পরিভাষার পরিচয়, রেজিস্টার, কোডবদল, স্ল্যাং, লোকভাষা, পিজিন, ক্রেওল, খণ্ডিত শব্দ, অপভাষা

[৩৭] বাংলা ভাষা সহ ভারতের উত্তরাঞ্চলের প্রধান প্রধান ভাষা কোথা থেকে জন্মলাভ করেছে? [ভারতীয় আর্যভাষা থেকে]

[৩৮] সেমীয়-হামীয় ভাষাবংশ-এর দুটি উল্লেখযোগ্য ভাষার নাম লেখো। [হিব্রু ও আরবি]

[৩৯] বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত? [হিব্রু ভাষায়]

[৪০] কোন দেশের সরকারি ভাষা আধুনিক হিব্রু? [ইজরায়েল]

[৪১] আরবি ভাষার বিস্তৃতি আরবদেশ ছাড়া কোথায় হয়েছে? [উত্তর আফ্রিকা ও পূর্ব এশিয়া অঞ্চলে]

[৪২] মিশরীয় ভাষা কোন্‌ শাখার অন্তর্গত? [হামীয় শাখার]

[৪৩] উত্তর আফ্রিকায় প্রচলিত কাবিল ভাষা কোন শাখার অন্তর্ভুক্ত? [হামীয় শাখা]

আরো পড়ুন :  আমার বাংলা ভাষা, বাংলা প্রবন্ধ রচনা, Amar Bangla Bhasa, Bangla Rachana, বাংলা রচনা

[৪৪] বান্টু ভাষাগোষ্ঠী কোথাকার? [আফ্রিকার]

[৪৫] হাঙ্গেরীয়, ফিনিস, এস্তোনীয়, সাময়েদ ভাষাগুলি কোন ভাষাবংশের অন্তর্গত? [ফিনো-উগ্রীয়]

[৪৬] মায়া ও আজতেক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? [আমেরিকার]

[৪৭] কিচুয়া ভাষা কো সভ্যতার মানুষেরা ব্যবহার করতো? [ইনকা সভ্যতার মানুষেরা]     

অবর্গীভূত ভাষা

[৪৮] সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক প্রমাণের সূত্রে যে ভাষাবংশগুলিকে শ্রেণিবদ্ধ করা যায়নি, তাদের কী বলে? [অবর্গীভূত ভাষা/ অশ্রেণিবদ্ধ ভাষা/ Unclassified Language]

[৪৯] অবর্গীভূত ভাষার নাম লেখো। [জাপানি, কোরীয়, বাস্ক, আন্দামানি, করেন্‌ ও মন্‌ প্রভৃতি]

[৫০] জাপানি ও কোরীয় ভাষার সঙ্গে কোন ভাষাগোষ্ঠীর মিল লক্ষ করা যায়? [আলতাই গোষ্ঠীর]

[৫১] জাপানি ভাষায় কোন ভাষার প্রভাব রয়েছে? [চিনা ভাষার]

[৫২] ভারতীয় উপমহাদেশ প্রচলিত অবর্গীভূত ভাষার নাম কী? [আন্দামানি, করেন্‌ ও মন্‌]

মিশ্র ভাষা

[৫৩] একাধিক ভাষার সংমিশ্রণে যে ভাষার উদ্ভব হয় তাকে কী বলে? [মিশ্র ভাষা]

[৫৪] মিশ্রভাষার তিনটি বৈশিষ্ট্য লেখো। [নির্দিষ্ট ব্যাকরণ নেই। শব্দভাণ্ডার সীমিত। কথ্যরূপের প্রচলন বেশি।]

[৫৫] মিশ্রভাষার দুটি রূপের নাম লেখো। [পিজিন, ক্রেওল]

[৫৬] ইউরোপীয় জাতিগুলির উপনিবেশ বিস্তারের ফলে কীসের উদ্ভব ঘটেছে? [পিজিন-এর]

আরো পড়ুন :  বাসন্তিকস্বপ্নম এর বাংলা অনুবাদ | দ্বাদশ শ্রেণি | Bengali Meaning of Basantika Swapnam Text Class 12 | PDF Download

[৫৭] পিজিন কথার উৎপত্তি লেখো। [ইংরেজি business শব্দের চিনা উচ্চারণ]

[৫৮] পিজিন দীর্ঘস্থায়ী হয় না। [সত্য]

[৫৯] পিজিন ইংলিশ = স্থানীয় ভাষা + ইংরেজি।

[৬০] ফ্রেঞ্চ পিজিন = স্থানীয় ভাষা + ফরাসি।

[৬১] পিজিন ভাষা স্থায়িত্ব পেলে তাকে কী বলা হয়? [ক্রেওল]

[৬২] ক্রেওল গড়ে ওঠার প্রক্রিয়াকে কী বলা হয়? [Creolization ক্রেওলাইজেশন]

[৬৩]

মিশ্রভাষাকোন কোন ভাষার মিশ্রণকোন অঞ্চলে
বিচ-লা-মার**ইংরেজি + স্পেনীয় + পোর্তুগিজপশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
মরশাস ক্রেওল*মাদাগাসকার + ফরাসিমরিশাস দ্বীপ
চিনুকআমেরিকার আদিম ভাষা + ফরাসি + ইংরেজিউ. আমেরিকার ওরেগন অঞ্চলে

কৃত্রিম ভাষা

[৬৪] বাইবেলের একটি গল্পে মিনার তৈরি ভেস্তে যাওয়ার কারণ কী ছিল? [শ্রমিকদের ভাষার বিভিন্নতা]

‘[৬৫] ভোলাপুক’ কী? [কৃত্রিম ভাষা]

[৬৬] ‘ভোলাপুক’ ভাষা কে তৈরি করেন? [যোহান মার্টিন শ্লেইয়ার]

[৬৭] প্রথম কৃত্রিম ভাষা ‘ভোলাপুক’ কোন সময়ে নির্মিত হয়? [উনিশ শতকে]

[৬৮] Doktoro Esperanto ছদ্মনামটি কে ব্যবহার করেছেন? [এল এল জামেনহফ]

[৬৯] Doktoro Esperanto কথাটির অর্থ কী? [Doctor Hopeful]

[৭০] এসপেরান্তো নামক কৃত্রিম ভাষাটির প্রবর্তক কে? [এল এল জামেনহফ]

[৭১] এসপেরান্তো ভাষাটি কবে গড়ে ওঠে? [১৮৮৭ সালে]

[৭২] এসপেরান্তো ভাষায় বর্তমানে কত লোক কথা বলে? [প্রায় কুড়ি লক্ষ]

[৭৩] এসপেরান্তো ভাষা কত সংখ্যক মানুষের মাতৃভাষা? [প্রায় এক হাজার]

[৭৪] এসপেরান্তো ভাষা বিশেষ কোন ভাষার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে? [ইন্দো-ইউরোপীয় ভাষাগুলির উপর ভিত্তি করে]

[৭৫] এসপেরান্তো ভাষার ব্যাকরণে কটি সূত্র রয়েছে? [১৬টি]

[৭৬]

এসপেরান্তো ভাষাবিশেষ দিক
স্বরধ্বনির সংখ্যা৫ টি
ব্যাঞ্জনধ্বনির সংখ্যা২৩ টি
যৌগিক স্বর৬ টি
অর্ধস্বর২ টি

[৭৭]এসপেরান্তো ভাষার শব্দ সংখ্যা কত? [৬০০০ এর বেশি]

[৭৮]

এসপেরান্তো ভাষাইংরেজি
Saluton
Jes
Ne
Dankon
Bonvolu
Hello
Yes
No
Thank you
Please

[৭৯] মাথা চোখ প্রভৃতি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে ভাষা ব্যবহারের পদ্ধতিকে কী বলে? [প্যারা লাঙ্গুয়েজ]

[৮০] Sign Language কাদের জন্য নির্মিত হয়েছে? [মূক ও বধিরদের জন্য]

[৮১] ফরাসি পণ্ডিত দ্বারা প্রথম Sign Language কবে নির্মিত হয়? [১৭৭৫ সালে]

[৮২] Paget-Gorman পদ্ধতি কোন ভাষার অন্তর্গত? [Sign Language]

[৮৩] ‘আমের-ইন্দ’ কাদের মধ্যে প্রচলিত? [উত্তর আমেরিকার আদিবাসীদের মধ্যে]

[৮৪] Dactylology আসলে কী? [Finger Spelling অর্থাৎ আঙুল দিয়ে শব্দ বোঝানো]

বিশ্বের ভাষা ও ভাষা-পরিবার বিশ্বের ভাষা ও ভাষা-পরিবার বিশ্বের ভাষা ও ভাষা-পরিবার বিশ্বের ভাষা ও ভাষা-পরিবার


একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের বিষয়

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের বিষয়


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!