WB XI 1st Semester Bengali Question Paper 2024
WB XI 1st Semester Bengali Question Paper 2024: “একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের বাংলা প্রশ্ন ২০২৪” কয়েকটি স্কুলের প্রশ্ন এখানে দেওয়া হলো।
প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে।
Table of Contents
WB XI 1st Semester Bengali Question Paper 2024
একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের বাংলা প্রশ্ন ২০২৪
Question No- 01
Full Marks : 40 Time: 1 Hrs. 15 Min
নির্দেশিকা
• প্রত্যেক প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে OMR Sheet-এ উত্তর দাও।
• প্রশ্ন সংখ্যা মোট-৪০টি। সমস্ত প্রশ্নই বাধ্যতামূলক।
• প্রতিটি প্রশ্নের মান-১
(1) “বাড়ীর পিছনে _________ ঝোপের মাথায় তেলাকুচা লতার থোলো থোলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে।” শূন্যস্থানে হবে –
(a) ষাঁড়া গাছের (b) শেওড়া গাছের (c) রাংচিতা গাছের (d) বনচালতা গাছের।
(2) সহায়হরি যে মেটে আলু ঘাড়ে করে বাড়ি এসেছিল তার ওজন –
(a) দশ-পনেরো সের (b) আট-দশ সের (c) দশ-বারো সের (d) পনেরো-ষোল সের
(3) ক্রম অনুসারে সাজাও :
(i) মা, আষাঢ় মাসেই আমাকে এনো
(ii) ক্ষেন্তিকে কি অপরে ঠিক বুঝবে?
(iii) ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও।
(iv) তোমার মেয়ের হয়েছিল কী?
(a) (i), (ii), (iv), (iii) (b) (ii), (i), (iv), (iii) (c) (iv), (iii), (i), (ii) (d) (i), (iii), (iv), (ii)
(4) ক্ষেন্তির বসন্ত হয়েছিল –
(a) কার্তিক মাসে (b) ফাল্গুন মাসে (c) চৈত্র মাসে (d) পৌষ মাসে
(5) সত্য-মিথ্যা নির্বাচন করো –
(i) কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন।
(ii) অনেকদিনের সুদ কিছুটা শোধ করলেও পুরোটা পারেনি তাই নালিশ হবে।
(a) (i) ও (ii) সত্য (b) (i) ও (ii) মিথ্যা (c) (i) সত্য (ii) মিথ্যা (d) (i) মিথ্যা (ii) সত্য
(6) ক্ষেন্তি শুচিবস্ত্রে নারকেল কুরিতে কুরিতে _____ মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। শূন্যস্থানে হবে –
(a) সলজ্জনেত্রে (b) কটাক্ষনেত্রে (c) লুব্ধনেত্রে (d) প্রলুব্ধনেত্রে
(7) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) পুঁইগাছটির কচি কচি সবুজ ডগা (ii) গয়াবুড়ি (iii) ক্ষেন্তি (iv) পাকা পুঁইগাছ | A. চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত B. রায়কাকা C. পুঁইপাতা জড়ানো দ্রব্যটি D. প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর |
(a) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C (b) (i)-D, (ii)-C, (iii)-A, (iv)-B (c) (i)-C, (ii)-D. (iii)-A, (iv)-B (d) (i)-B, (ii)-C. (iii)-D, (iv)-A
(8) সঠিক ব্যাখ্যা ও কারণ নির্বাচন করো:
বিবৃতি: এমন চামার-গহনাগুলো গা থেকে খুলে তবেই টালায় পাঠিয়ে দিয়েছে।
কারণ: (i) ক্ষেন্তির বসন্ত হয়েছিল বলে।
কারণ: (ii) ক্ষেন্তির অসুখ সারাতে গয়না বিক্রির প্রয়োজন হয়েছিল।
(a) (i) ও (ii) সঠিক (b) (i) সঠিক (ii) ভুল (c) (i) ও (ii) ভুল (d) (i) ভুল (ii) সঠিক
(9) ক্রম অনুসারে সাজাও:
(i) অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়।
(ii) দুধ আমার বাপের নয়।
(iii) মার্জারী কমলাকান্তকে চিনিত।
(iv) সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না।
(a) (ii), (i), (iii), (iv) (b) (iii), (ii), (iv), (i) (c) (ii), (iii), (iv), (i) (d) (iii), (iv), (ii), (i)
(10) অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই।’ কার দুধ?
(a) কমলাকান্তের (b) মঙ্গলার (c) প্রসন্নর (d) নসীরামবাবুর
(11) শ্রীকমলাকান্তের পদবি হল –
(a) চট্টোপাধ্যায় (b) মুখোপাধ্যায় (c) চ্যাটার্জী (d) চক্রবর্তী
(12) “থাম। থাম মার্জার পন্ডিতে! তোমার কথাগুলো ভারি__________। শূন্যস্থানে হবে
(a) স্যাটায়ার (b) হিউমারাস (c) সোশিয়ালিস্টিক (d) সাইকোলজিক্যাল
(13) বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা ও কারণ নির্বাচন করো:
বিবৃতি: কমলাকান্তের বড়ো আনন্দ হইল।
কারণ: (i) মার্জার একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছে।
(ii) কমলাকান্ত দিব্যকর্ণ প্রাপ্ত হয়েছিল।
(a) (i) ও (ii) উভয়ই ঠিক (b) (i) ও (ii) উভয়ই ভুল (c) (i) ঠিক (ii) ভুল (d) (i) ভুল (ii) ঠিক
(14) ক্রম অনুসারে সাজাও-
(i) কিন্তু ভাগ্যবলে পেয়ে সে মহাপর্বতে
(ii) যোগায় অমৃতফল পরম আদরে
(iii) দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী
(iv) পরিমলে ফুল-কুল দশদিশ ভরে
(a) (i), (iii), (ii), (iv) (b) (iii), (i), (iv), (ii) (c) (i), (iv), (ii), (iii) (d) (i), (iii), (iv), (ii)
(15) দীর্ঘ-শিরঃ তরু-দল______ধরি।’ শূন্যস্থানে হবে-
(a) দাসরূপ (b) দশদিশ (c) ছায়ারূপ (d) বনেশ্বরী
(16) মুসা কে?
(a) শিখদের ধর্মগুরু (b) জৈনদের ধর্মগুরু (c) বৌদ্ধ ধর্মগুরু (d) ইহুদি ধর্ম উপদেষ্টা
(17) সত্য-মিথ্যা নির্বাচন করো:
(i) তোমার মধ্যেই সকল কেতাব ও সকল কালের জ্ঞান রয়েছে।
(ii) ঠাকুর দেবতা মৃত-পুথি-কঙ্কালে জীবিত আছেন।
(iii) বাঁশির কিশোর মেষ রাখালের মিতা।
(iv) হৃদয়ের চেয়ে কোনো বড়ো মন্দির-কাবা নেই।
(a) (i) সত্য, (ii) মিথ্যা, (ii) মিথ্যা, (iv) সত্য (b) (i) সতা, (ii) মিথ্যা, (ii) সত্য, (iv) সত্য (c) (i) সত্য, (in) সত্য, (iii) সত্য, (iv) সত্য (d) (1) সত্য, (ii) মিথ্যা, (ii) মিথ্যা, (iv) মিথ্যা
(18) ‘এই ____________ আরব-দুলাল শুনিতেন আহবান।’ শূন্যস্থানে হবে –
(a) পর্বতে (b) বন্দরে (c) কন্দরে (d) গহ্বরে
(19) ‘কিঙ্করী’ শব্দের অর্থ হল –
(a) দাসী (b) নর্তকী (c) অপ্সরা (d) নুপুরের ধ্বনি
(20) স্তম্ভ মেলাও ও সঠিক বিকয়টি নির্বাচন করো:
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) শাক্যমুনি (ii) আরব দুলাল (iii) বাঁশির কিশোর (iv) ঈশা মুশা | A. মহা-বেদনার ডাক B. কোরানের সাম-গান C. মহাগীতা D. সত্যের পরিচয় |
(a) (i)-D, (ii)-A, (iii)-B. (iv)-C (b) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A (c) (i)-A. (ii)-B, (iii)-D, (iv)-C (d)(i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
(21) বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা ও কারণ নির্বাচন করো।
বিবৃতি: এলিসেন্দা একটা স্বস্তির নিশ্বাস ফেলল।
কারণ: (i) তারা অনেক অর্থ উপার্জন করেছিল। (ii) সে ক্ষুরওয়ালা জুতো ও রামধনু-রঙা পোশাক পেয়েছিল।
(a) (i) ঠিক, (ii) ভুল (b) (i), (ii) দুটোই ঠিক (c) (i), (ii) দুটোই ভুল (d) (i) ভুল, (ii) ঠিক
(22) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) শিশুটির জ্বর (ii) ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক (iii) একটার পর একটা কাঁকড়া মারছে (iv) মুরগির খাঁচা | A. ন্যাকড়াকুজুনির পোশাকের এক বুড়ো B পচা বদ গন্ধ C. গেলাইও আর এলিসেন্দা D. জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা |
(a) (i)-C, (ii)-D. (iii)-B, (iv)-A (b) (i)-B, (ii)-A, (iii)-C, (iv)-D (C) (i)-A, (ii)-D, (iii)-B, (iv)-C (d) (i)-D, (ii)-A, (iii)-C, (iv)-C
(23) পাদ্রে গোনসাগা যাজক হবার আগে ছিলেন –
(a) নিষ্ঠাবান ভক্ত (b) পুরোহিত (c) মেষ পালক (d) কাঠুরে
(24) ক্রম অনুসারে সাজাও:
(i) স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে
(ii) ফাঁস লাগাচ্ছে গলায়
(iii) তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে
(iv) কবি তাঁর সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে
(a) (ii), (iv), (iii), (i) (b) (iii), (ii), (i), (iv) (c) (ii), (iv), (i), (iii) (d) (iv), (iii), (i), (ii)
(25) ‘গান যখন হয়ে ওঠে যুদ্ধের __________। শূন্যস্থানে হবে –
(a) অস্ত্র (b) শস্ত্র (c) দামামা (d) বাণী
(26) সত্য বা মিথ্যা নির্বাচন করো:
(i) সুকুমার সেনের মতে, পালি নামটা দিয়েছেন বৌদ্ধ পণ্ডিত বুদ্ধ ঘোষ।
(ii) প্রাকৃতের পরবর্তী স্তর অপভ্রংশ।
(iii) ত্রিপিটক প্রাকৃত ভাষায় রচিত।
(iv) অর্ধমাগধী থেকে ছত্রিশগড়ী ভাষার জন্ম।
(a) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা (b) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য (c) (i) মিথ্যা (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা (d) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(27) যোহান মার্টিন শ্লেইয়ার যে কৃত্রিম ভাষা তৈরি করেন তার নাম –
(a) এসপেরান্তো (b) ভোলাপুক (c) বিচ-লা-মার (d) চিনুক
(28) বিবৃতিগুলোর সঠিক ব্যাখ্যা ও কারণ নির্বাচন করো:
বিবৃতি: বিচ-লা-মার, পিজিন ইংরেজি, মরিশাস ক্রেওল প্রভৃতি মিশ্রভাষা।
কারণ: (i) ব্যবসার কারণে দুটো ভাষা কাছাকাছি এসে মিশে যায়।
(ii) কাছাকাছি আসা মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে গেলেও ভাষাটি স্থায়ীরূপ লাভ করে।
(a) (i) ও (ii) দুটোই ঠিক (b) (i) ও (ii) দুটোই ভুল (c) (i) ঠিক, (ii) ভুল (d) (i) ভুল, (ii) ঠিক
(29) বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত?
(a) হিব্রু (b) রোমান (c) ইংরেজি d) আবেস্তীয়
(30) ব্যক্তির ভাষা বৈচিত্র্যকে বলা হয় –
(a) বিভাষা (b) সমাজভাষা (c) মান্যভাষা (d) উপভাষা
(31) মাতৃভাষা বাংলার জন্ম হয়েছে _________ প্রাকৃত থেকে। শূন্যস্থানে হবে –
(a) শৌরসেনী (b) পৈশাচী (c) অর্ধমাগধী (d) মাগধী
(32) ‘অলচিকি’ লিপির উদ্ভাবক হলেন ______। শূন্যস্থানে হবে –
(a) রঘুনাথ সরেন (b) রঘুনাথ মুন্ডা (c) রঘুনাথ মুর্মু (d) রঘুনাথ মুন্ডারি
(33) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) কৃত্রিম ভাষা (ii) মিশ্রভাষা (iii) অঙ্গ সঞ্চালনের ভাষা (iv) মূক ও বধিরদের ভাষা | A. এসপেরান্তো B. Para Language C. পিজিন ইংরেজি D. Sign Language |
(a) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C (b) (i)-D, (ii)-B, (iii)-C, (iv)-A (c) (i)-A, (ii)-C, (iii)-B, (iv)-D (d) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C
(34) ক্রম অনুসারে সাজাও:
(i) মধ্যভারতীয় আর্যভাষা
(ii) ইন্দো-ইউরোপীয় ভাষা
(iii) নব্যভারতীয় আর্যভাষা
(iv) প্রাঁচীন ভারতীয় আর্যভাষা
(a) (ii), (iv), (i), (iii) (b) (iv), (i), (iii), (ii) (c) (iii), (i), (iv), (ii) (d) (ii), (iii), (iv) (i)
(35) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) রাঢ়ী (ii) বঙ্গালী (iii) বরেন্দ্রী (iv) কামরূপী | A. দিনাজপুর, মালদা B. নদীয়া, হাওড়া C. জলপাইগুড়ি, কোচবিহার D. খুলনা, যশোহর |
(a) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C (b) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A (c) (i)-C, (ii)-B, (iii)-D, (iv)-A (d) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
(36) স্তম্ভ মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো।
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) চন্ডীদাস (ii) রাধা বিরহ (iii) কমলাকান্ত (iv) কবীন্দ্র পরমেশ্বর | A. মহাভারত B. শাক্ত পদাবলি C. বৈষ্ণব পদাবলি D. শ্রীকৃষ্ণকীর্তন |
(a) (i)-B. (ii)-A, (iii)-D, (iv)-C (b) (i)-D, (ii)-A, (iii)-C, (iv)-B (c) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A (d) (i)-C, (ii)-D, (iii)-A, (iv)-B
(37) সত্য বা মিথ্যা নির্বাচন করো:
(i) মনসামঙ্গলের আদি কবি হরি দত্ত।
(ii) ‘চৈতন্যভাগবত’ রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ।
(iii) ‘মৈথিল কোকিল’ বলা হত বিদ্যাপতিকে।
(iv) ‘লোর-চন্দ্রানী’ কাব্যটি সমাপ্ত করেন দৌলত কাজী।
(a) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য (b) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা (c) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য (d) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(38) বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা ও কারণ নির্বাচন করো:
বিবৃতি: শ্রীচৈতন্যদেব বাংলার নবজাগরণের পথিকৃৎ।
কারণ: (i) শ্রীচৈতন্যের প্রভাবে নিম্নবর্গের হিন্দুরা আত্মসম্মান ফিরে পান।
(ii) চৈতন্যদেবের সমাজ ও সাহিত্যে নানা শাখায় প্রভাব পড়ে।
(a) (i) ও (ii) ঠিক (b) (i) ঠিক, (ii) ভুল (c) (i) ভুল, (ii) ঠিক (d) (i) ও (ii) ভুল
(39) চর্যাপদের মোট সংখ্যা হল –
(a) ৫০টি (b) ৫১টি (c) ৪৬টি (d) কোনোটিই নয়
(40) শ্রীকৃষ্ণবিজয় কাব্যটি রচনা করেন _________। শূন্যস্থানে হবে –
(a) বড়ু চণ্ডীদাস (b) বিজয়গুপ্ত (c) মালাধর বসু (d) গোবিন্দ আচার্য
Question No-01 এর উত্তরপত্র :
1 – a | 2 – d | 3 – b | 4 – b | 5 – c | 6 – c | 7 – b | 8 – b | 9 – a | 10 – b |
11 – d | 12 – c | 13 – c | 14 – a | 15 – a | 16 – d | 17 – a | 18 – c | 19 – a | 20 – d |
21 – c | 22 – b | 23 – d | 24 – c | 25 – b | 26 – b | 27 – b | 28 – c | 29 – a | 30 – a |
31 – d | 32 – c | 33 – c | 34 – a | 35 – d | 36 – c | 37 – b | 38 – a | 39 – b | 40 – c |
একাদশ শ্রেণির বাংলার অন্যান্য পোস্ট দেখুন