অভিষেক কবিতার MCQ SAQ 120+ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, দশম শ্রেণি
Last Updated on : June 8, 2024
অভিষেক কবিতার MCQ SAQ : প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো অভিষেক কবিতা-র MCQ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর || বিদ্যালয়ের পরীক্ষায় অভিষেক কবিতা-র MCQ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হয়, প্রশ্নমান ১ || | Madhyamik Bengali Abhisek By Madhusudan Dutta | 10th Standard | এগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে।
মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতার উৎস হলো “মেঘনাদ বধ” কাব্য। এই কাব্যের প্রথম সর্গ থেকে এই পাঠ্যাংশটি গৃহীত হয়েছে।
আলোচ্য কাব্যাংশে ইন্দ্রজিৎ, প্রমীলা, রাবণ, দেবী লক্ষ্মী প্রভৃতি চরিত্ররে প্রসঙ্গ রয়েছে। তবে ইন্দ্রজিতের চরিত্রই মূলত এখানে প্রধান।
অভিষেক (মধুসূদন দত্ত) কবিতার MCQ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, দশম শ্রেণি, Abhisek by Madhusudan Dutta, Class 10 X Bengali
অভিষেক কবিতার উৎস হলো “মেঘনাদ বধ” কাব্য। এই কাব্যের প্রথম সর্গ থেকে এই পাঠ্যাংশটি গৃহীত হয়েছে।
অভিষেক কবিতার MCQ এম.সি.কিউ.
১. অভিষেক কবিতাটি কোন ছন্দে লেখা? [অমিত্রাক্ষর]
২. ইন্দ্রজিতের কাছে ধাত্রীর ছদ্মবেশে আগমন করেছিলেন [লক্ষ্মী]
৩.রাঘব কে? [রামচন্দ্র]
৪. বীর ইন্দ্রজিৎ শ্রীরামচন্দ্র কে হারিয়েছিলে [দু-বার]
৫. কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি, — কেঁপে ওঠার কারণ কি? [ইন্দ্রজিতের ধনুকের টংকারে]
৬. অভিষেক করিলা কুমারে—কিভাবে অভিষেক করা হয়েছিল? [গঙ্গাজল দিয়ে]
৭. উড়িছে—ধ্বজ:। [কৌশিক]
৮. “মারিয়া নাকি বাঁচিয়াছে পুন:” —কার কথা বলা হয়েছে? [রাঘব]
৯. “ঘুচাবো এ অপবাদ” —কিভাবে বক্তা অপবাদ ঘুচাতে চেয়েছেন? [রিপুকুলকে বধ করে]
১০. “দাঁড়াও আপনি রাজেন্দ্র?” —এখানে রাজেন্দ্র হলেন [রাবণ]
১১.কার অভিষেকের বিষয় বর্ণিত হয়েছে? [ইন্দ্রজিতের]
১২. টঙ্কার মানে কি? [ধনুকের ছিলার শব্দ]
১৩. কিরীটি ছদ্মবেশ নিয়ে ছিলেন [বৃহন্নলার]
১৪. “কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী” —বীরেন্দ্র কিশোরী হলেন [ইন্দ্রজিৎ]
১৫. “সাজিলা রথীন্দ্রর্ষভ বীর আভরণে” — এখানে রথীন্দ্রর্ষভ হলেন [বীর ইন্দ্রজিৎ]
১৬. ইন্দ্রজিতের স্ত্রীর নাম [প্রমীলা]
১৭. “আগে পূজা ইষ্ট দেবে” —এই ইষ্ট দেব হলেন [অগ্নি]
১৮. “থাকিতে দাস” —দাস কে? [বীর ইন্দ্রজিৎ]
১৯. “বিধি বাম মম প্রতি” — বলেছেন [লঙ্কেশ্বর রাবণ]
২০. “বায়ু অস্ত্রে উড়াইব তারে” —কাকে উড়ানোর কথা বলা হয়েছে? [রাঘবকে]
২১. “যাও তুমি ত্বরা করি” — কোথায় যেতে বলা হয়েছে? [কাল সমরে]
২২. “তব শরে মারিয়া বাঁচিল” —কে মরে বেঁচে উঠছেন? [রামচন্দ্র]
২৩. “গোধন উদ্ধারের সময় কিরীটির সঙ্গে কে ছিলেন? [বিরাট পুত্র]
২৪. প্রমীলা কে? [ইন্দ্রজিতের স্ত্রী]
২৫. ‘অভিষেক’ কবিতাটির কবি কে? [মাইকেল মধুসূদন দত্ত]
২৬. ‘তুরঙ্গ’ কথার অর্থ কি? [ঘোড়া]
২৭. ‘অভিষেক’ কবিতাটি ‘মেঘনাদ বধ’ কাব্য-এর [প্রথম সর্গের অন্তর্গত]
২৮. “কী হেতু মাত : গতি তব আজি / এ ভবনে —ইন্দ্রজিৎ এ কথা কাকে জিজ্ঞেস করেছেন? [প্রভাষাবেশী দেবী লক্ষ্মীকে]
২৯. “যথাবিধি লয়ে গঙ্গোদক” — ‘গঙ্গোদক’ শব্দের অর্থ [গঙ্গাজল]
৩০. “উদ্ধারিতে গোধন, সাজিলা শূর” — [শমীবৃক্ষ মূলে]
৩১. “তাই আমি জাগানু অকালে /ভয়” — কাকে জাগানোর কথা বলা হয়েছে? [কুম্ভকর্ণ কে]
৩২. “বেঁধেছে যে দৃধ বাঁধে” — কে বেঁধেছে? [প্রমীলা সুন্দরী]
৩৩. “উড়িছে কৌশিক ধ্বজ” — কৌশিক ধ্বজ কথাটির অর্থ হল [রেশমি কাপড়ের পতাকা]
৩৪. “অভিষেক করিলা কুমারে” — কুমার কে? [ইন্দ্রজিৎ]
৩৫. “শিঞ্জিনী আকর্ষী রোষে” — শিঞ্জিনী কথার অর্থ হল [ধনুকের ছিলা]
৩৬. “বিদায় এবে দেহ বিধুমুখী” — এখানে বিধুমুখী হলেন [প্রমীলা]
৩৭. “সমূলে নির্মূল করিব পামরে আজি” — পামর শব্দের অর্থ [পাপী]
৩৮. “বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা” — বক্তা বৈরী দল বলেছেন [রামচন্দ্রের সেনাদল কে]
৩৯. “হায়, দেহ তার, দেখ সিন্ধু তীরে / ভূপতিত” — কার কথা বলা হয়েছে? [কুম্ভকর্ণ]
৪০. “হৈমবতীসুত যথা নাশিতে তারকে / মহাসূর” —হৈমবতীসুত কথার অর্থ [দুর্গা-পুত্র কার্তিক]
৪১. রঘুবর কে? [রামচন্দ্র]
৪২. অম্বুরাশি-সুতা কে? [লক্ষ্মী]
৪৩. ‘সৈসন্যে সাজেন আজি বুঝিতে আপনি” — কে সসৈন্য সাজেন? [রাক্ষসরাজ রাবণ]
৪৪. “তব শরে মরিয়া বাঁচিল” — কে? [সীতাপতি]
৪৫. অমিত্রাক্ষর ছন্দ বিদেশী কোন ছন্দ অনুসরণে লেখা মনে করা হয়? [Blank Verse]
৪৬. “নাদিলা কর্বূর দল হেরি বীরবরে মহাগর্বে” — বীরবর হলেন [ইন্দ্রজিৎ]
৪৭. “তবে কেন তুমি গুণনিধি” — এখানে গুণনিধি হলেন [ইন্দ্রজিৎ]
৪৮. “শোকে মহাশোকি রাক্ষসাধিপতি” — রাক্ষসাধিপতি হলেন [বীর লঙ্কেশ্বর রাবণ]
৪৯. মাতঙ্গ মানে কি? [হাতি]
৫০. বীরবাহু কে? [রাবণের পুত্র, মাতা চিত্রাঙ্গদা]
৫১. শিঞ্জিনী কথার অর্থ কি? [রথের রজ্জু, ধনুকের ছিলা]
৫২. “হত প্রিয় ভাই তব” — প্রিয় ভাই হলেন [বীরবাহু]
৫৩. ব্রততী কথার অর্থ কি? [লতা]
৫৪. অভিষেক কবিতাটি কোন কাব্য থেকে গৃহীত? [মেঘনাদবধ কাব্য]
৫৫. “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া” — মহাবাহু হলেন [ইন্দ্রজিৎ]
৫৬. যুদ্ধযাত্রা করার আগে রাবণ ইন্দ্রজিৎ কে কী করতে বলেছিলেন? [ইষ্টদেবতাকে পুজো করতে]
৫৭. মহাবলী হলেন? [ইন্দ্রজিৎ]
৫৮. “ঘোরতর রণে হত প্রিয় ভাই তব” — প্রিয় ভাই হলেন [বীরবাহু]
৫৯. “কেন তুমি, গুণনিধি / ত্যজ কিঙ্কিরীরে আজি?” — এখানে কিঙ্কিরী হলেন [প্রমীলা সুন্দরী]
৬০. “ত্বরায় আমি আসিব ফিরিয়া /কল্যাণী” — কল্যাণী কে? [প্রমীলা]
অভিষেক কবিতার SAQ এস.এ.কিউ.
দশম শ্রেণির বাংলা অন্যান্য লেখা
- জ্ঞানচক্ষু [প্রশ্ন উত্তর]
- অসুখী একজন [প্রশ্ন উত্তর]
- আয় আরো বেঁধে বেঁধে থাকি [প্রশ্ন উত্তর]
- আফ্রিকা [প্রশ্ন উত্তর]
- হারিয়ে যাওয়া কালি কলম [প্রশ্ন উত্তর]
- বহুরূপী [প্রশ্ন উত্তর]
- অভিষেক [প্রশ্ন উত্তর]
- সিরাজদৌল্লা [প্রশ্ন উত্তর]
- প্রলয়োল্লাস [প্রশ্ন উত্তর]
- পথের দাবী [প্রশ্ন উত্তর]
- সিন্ধুতীরে [প্রশ্ন উত্তর]
- অদল বদল [প্রশ্ন উত্তর]
- অস্ত্রের বিরুদ্ধে গান [প্রশ্ন উত্তর]
- বাংলা ভাষায় বিজ্ঞান [প্রশ্ন উত্তর]
- নদীর বিদ্রোহ [প্রশ্ন উত্তর]
- কোনি [প্রশ্ন উত্তর]
- দশম শ্রেণির বাংলার অন্যান্য লেখা
- একাদশ শ্রেণির বাংলার অন্যান্য লেখা
- দ্বাদশ শ্রেণির বাংলার অন্যান্য লেখা