ছোটগল্পপিডিএফ (PAID)

রবীন্দ্রনাথের ছোটগল্প আলোচনা [part-1] – Net Set Bengali


রবীন্দ্রনাথের ছোটগল্প আলোচনা [part-1]

রবীন্দ্রনাথের ৫টি ছোটোগল্প নেট/সেট সিলেবাসের অন্তর্ভুক্ত। এই পরীক্ষার উপযোগী তথ্য সমৃদ্ধ একত্র সন্নিবেশ এই প্রচেষ্টায় উঠে আসবে। বিভিন্ন দিক দিয়ে সংক্ষেপে অথচ তথ্যবহুল ভাবে সাজানো হয়েছে। নিচে কিছু উল্লিখিত হলো। পিডিএফের সূচিপত্রের ছবি নিচে দেওয়া হয়েছে।

  • রবীন্দ্রনাথ তাঁর ১৬ বছর বয়সে ১২৮৪ বঙ্গাব্দে (১৮৭৭ আগস্ট) ‘ভিখারিনী’ গল্পটি রচনার মধ্যে দিয়ে
  • প্রথম ছোটগল্প রচনার সূত্রপাত।
  • এরপর ৭ বছরের ব্যবধানে কোন গল্প রচনা করেননি।
  • ১৮৮৪ খ্রিস্টাব্দে ২৩ বছর বয়সে লিখলেন ‘ঘাটের কথা’ ও ‘রাজপথের কথা’।
  • ১৮৮৫ খ্রিস্টাব্দে রচনা করেছিলেন ‘মুকুট’।
আরো পড়ুন :  একেই কি বলে সভ্যতা [NET-SET] – প্রশ্ন ও উত্তর (২)

** ১৩০০ সালে প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ হলো – ‘ছোটগল্প’ (১৬টি গল্প নিয়ে) **

[ইন্দিরা দেবীকে লিখিত পত্র/১৩ জুলাই ১৮৯৩]

“আমি বাস্তবিক ভেবে পাইনে কোনটা আমার আসল কাজ। এক এক সময় মনে হয় আমি ছোট ছোট গল্প অনেক লিখতে পারি এবং মন্দ লিখতে পারিনে–লেখবার সময় সুখও পাওয়া যায়।”

 

— এইভাবে সমস্ত পিডিএফ জুড়ে সুন্দরভাবে সাজিয়ে আলোচনা করা হয়েছে । ১ম পর্বে রবীন্দ্র-গল্পের সুচনাপর্ব নিয়ে আলোচনা করা হলো। অথেনটিক বইয়ের সাহায্য নেওয়া হয়েছে এই তথ্যগুলি সংগ্রহে।

আরো পড়ুন :  বিভিন্ন বিষয়ের বাংলা ছোটগল্প


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!