NET SET বাংলাSLST বাংলাপ্রাক আধুনিক বাংলা

চর্যাপদের কবিদের জন্মস্থান ও সময়কাল


Last Updated on : June 6, 2024

 বহু বিদগ্ধ পণ্ডিত ও সমালোচক চর্যাপদের জন্মকাল ও ঠিকুজি নির্ধারণে সচেষ্ট হয়েছিলেন এবং কেউ কেউ সফলও হয়েছেন। প্রত্ন-বাংলার নিদর্শন হিসেবে বাঙালিদের কাছে এই একটিই মাত্র নিদর্শন রয়েছে, যার দাবিদার শুধু বাংলাই নয়; ওড়িয়া, অসমিয়া এবং মৈথিলির দাবিও রয়েছে। যাইহোক বর্তমানে তিব্বতী প্রামাণ্য গ্রন্থসমূহ থেকে প্রাপ্ত তথ্যসমূহের উপর ভিত্তি করে অনুমিত হয় যে চর্যাগানগুলোর জন্ম ৮ম থেকে ১১শ শতকের মধ্যবর্তী সময়ে।

চর্যাপদের কবিদের জন্মস্থান ও সময়কাল

চর্যাপদের কবিদের জন্মস্থান ও সময়কাল

চর্যাপদের কবিদের জন্মস্থান ও সময়কাল

বহু বিদগ্ধ পণ্ডিত ও সমালোচক চর্যাপদের জন্মকাল ও ঠিকুজি নির্ধারণে সচেষ্ট হয়েছিলেন এবং কেউ কেউ সফলও হয়েছেন। প্রত্ন-বাংলার নিদর্শন হিসেবে বাঙালিদের কাছে এই একটিই মাত্র নিদর্শন রয়েছে, যার দাবিদার শুধু বাংলাই নয়; ওড়িয়া, অসমিয়া এবং মৈথিলির দাবিও রয়েছে। যাইহোক বর্তমানে তিব্বতী প্রামাণ্য গ্রন্থসমূহ থেকে প্রাপ্ত তথ্যসমূহের উপর ভিত্তি করে অনুমিত হয় যে চর্যাগানগুলোর জন্ম ৮ম থেকে ১১শ শতকের মধ্যবর্তী সময়ে।

আরো পড়ুন :  কুল মরিয়াদ কপাট উদঘাঁটলু, গোবিন্দদাস, অভিসার

আজকের এই পোস্টের আলোচ্য হল চর্যা কবিদের নিবাস ও সময়কাল সম্বন্ধে। নিচের সারণিতে চর্যাকারদের নিবাস এবং আবির্ভাবকাল দেখানো হলো।

চর্যাকারদের নিবাস ও আবির্ভাবকাল 

চর্যাকবি নিবাস/বিচরণ সময়
কুক্কুরী পা বাংলা/কপিলাবস্তু ৮ম/৯ম
লুইপা রাঢ় ৮ম
বিরূপা পা ত্রিপুরা ৮ম
গুণ্ডারী পা ভিসুনগর ৯ম
চাটিল পা চট্টগ্রাম ভ্রমন করেন ৯ম
ভুসুকু পা মগধ/বাংলা ৮ম/১১শ
কাহ্ন পা উড়িশ্যা/সোমপুরী বিহার ৭ম/৯ম
কম্বলাম্বর পা ওড়িশা ৯ম
ডোম্বীপা ত্রিপুরা/মগধ/রাঢ় দেশ ৯ম
শান্তি পা বিক্রমশীলা বিহার ১১শ
মহীধর পা মগধ ৯ম
সরহ পা উত্তরবঙ্গ-কামরূপ/মগধ ৮ম/১১শ
শবর পা বঙ্গাল ৮ম
আর্যদেব পা মেবার/নালন্দা ৮ম
ঢেণ্ঢন পা অবন্তীনগর ৯ম
ভদ্রপা শ্রাবস্তী ৮ম
কঙ্কণ পা বিষ্ণুনগর ৯ম
ধর্ম পা বিক্রমশীলা (ভাগলপুর) ৯ম
আরো পড়ুন :  বাংলা ব্যাকরণ বই ও বাংলা ভাষাতত্ত্বর বই pdf download

——————————-




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!