নাটক-থিয়েটারপিডিএফ (PAID)প্রশ্ন উত্তর

একেই কি বলে সভ্যতা [NET-SET] – প্রশ্ন ও উত্তর (১)


মধুসূদন দত্ত রচিত প্রহসন ‘একেই কি বলে সভ্যতা‘ একটি ইউজিসির নেট (বাংলা) সিলেবাসের ‘নাটক’ অংশের অন্তর্গত। আলোচ্য নাটকের চারটি গর্ভাঙ্কের আলোচনা ৪টি পর্বে সম্পন্ন হবে। এই পোস্টে প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের আলোচনা দেওয়া হলো।
একেই কি বলে সভ্যতা
প্রথম অঙ্ক
প্রথম গর্ভাঙ্ক
প্রশ্ন ও উত্তর ঃ

একেই কি বলে সভ্যতা
[NET-SET] –
প্রশ্ন উত্তর (
)

১] নাটকের প্রথম অংকের প্রথম গর্ভাঙ্কের স্থান উল্লেখ করুন

= নবকুমারের গৃহ

২] কি সর্ব্বনাশ’ – কালীনাথ কোন ব্যাপারকে সর্বনাশ বলেছিল ?

আরো পড়ুন :  কাবাডির ইতিহাস লেখ

= নবকুমারের পিতা দীর্ঘদিন পর বৃন্দাবন থেকে বাড়ি ফিরেছেন ফলত নবকুমারের বাড়ি থেকে বেরনো সহজ নয়

৩] নবকুমারকে ছাড়লে কালীনাথদের সর্বনাশ হবে কেন ?

= কারণ
নবকুমার ধনীর পুত্র, তাদের সভার লিডার এবং টাকা পয়সার সাহায্য করে ।

৪] বোতল
ইত্যাদি লইয়া বোদের প্রবেশ – কিসের বোতল ?

= মদের
(ব্রান্ডি) বোত

৫] এমন
ভক্ত দুটি নাই – কে ?

= নবকুমারের
পিতা, ভক্ত বৈষ্ণব।

৬] মদ্যপানের
পর বোদে কী এনেছিল ?

-------------------------------------------------------
-------------------------------------------------------


-------------------------------------------------------
-------------------------------------------------------

= গোটাকতক পান।

আরো পড়ুন :  বিভিন্ন আইনে নিষিদ্ধ বাংলা নাটক

৭] কোন
স্থানে কালীনাথের শত শাশুড়ির আলয় ?

=
সোনাগাছিতে।

৮] কালীনাথ
কার আখড়ায় মহাপ্রসাদ পায় ?

= উইলসনের  আখড়ায় অর্থাৎ ঐ নামের কোনো পানশালায়।

৯] জ্ঞানতরঙ্গিনী
সভায় কী হয় ?

= সংস্কৃত
চর্চা হয়।

১০] কালীনাথের
ঘোষণা অনুযায়ী তাদের সভা সংস্থাপনের কারণ কী ?

= কলেজের
ইংরাজি চর্চা মাঝে দেশের জাতীয় ভাষা সংস্কৃত চর্চার জন্য উক্ত সভা তারা প্রতিষ্ঠা
করেছে।

** প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের সমস্ত প্রশ্নের উত্তর পিডিএফ হিসেবে পান নিচের লিংকে ক্লিক করে—-

আরো পড়ুন :  রবীন্দ্রনাথের ছোটগল্প আলোচনা [part-1] - Net Set Bengali



——————————————————————–

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!