অসুখী একজন কবিতার MCQ SAQ, Class 10
Last Updated on : June 9, 2024
অসুখী একজন কবিতার MCQ SAQ : প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাধ্যমিক বাংলা অসুখী একজন কবিতা পাবলো নেরুদা-র || মাধ্যমিক অসুখী একজন কবিতা থেকে ১ নম্বরের বিকল্প উত্তরধর্মী (MCQ) এবং সংক্ষিপ্ত প্রশ্নের ১ নম্বরের প্রশ্ন ও উত্তর | Ten Bengali Examination – মাধ্যমিক বাংলা থেকে ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
এগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
অসুখী একজন [পাবলো নেরুদা] কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, দশম শ্রেণি, Asukhi by Pablo Neruda, MCQ SAQ, Class 10 Madhyamik
অসুখী একজন
পাবলো নেরুদা
অসুখী একজন কবিতার MCQ SAQ, Class 10
অসুখী একজন কবিতার M.C.Q
১. ‘সেই মেয়েটির মৃত্যু হলো না’ — কারন — মেয়েটি ছিলো প্রেমের প্রতীক।
২.’তারপর যুদ্ধ এল’ – এখানে কোন যুদ্ধের কথা ইঙ্গিত করেছেন কবি? — স্পেনের গৃহযুদ্ধ ।
৩.কবিতায় প্রাচীন জলতরঙ্গ বলতে বুঝিয়েছে—পুরানো একধরণের বাদ্যযন্ত্র ।
৪. সে জানতো না আমি আর কখনো — ফিরে আসবো না।
৫.’আমি তাকে ছেড়ে দিলাম’ – কবি ছেড়ে দিয়েছেন —তার প্রিয়তমাকে।
৬. সমস্ত সমতলে ধরে গেল আগুন — আগুন ধরার কারণ? — যুদ্ধ।
৭. আর একটার পর একটা — মত? – পাথরের ।
৮. পাবলো নেরুদা সাহিত্য নোবেল পুরস্কার পান কবে? — ১৯৭৫ খ্রিষ্টাব্দে।
৯. শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে — ধ্যানে ডুবে স্বপ্ন দেখছিলেন।
১০. যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল— কী ছড়িয়ে রইল? — কাঠ কয়লা।
১১. নেরুদা কত খ্রিস্টাব্দে জন্মেছিলেন? — ১৯০৪ খ্রিস্টাব্দে ।
১২. দেবতারা কত বছর ধরে ধ্যানে ডুবে ছিলেন? — হাজার বছর।
১৩. আমি তাকে ছেড়ে দিলাম — আমি টি কে? — জনৈক সৈনিক।
১৪. তারা আর স্বপ্ন দেখতে পারল না — কারা স্বপ্ন দেখতে পারলো না? — শান্ত হলুদ দেবতারা ।
১৫. অসুখী একজন কবিতাই সেই মেয়েটির উল্লেখ কতবার আছে ? — দুবার।
১৬. আর সেই মেয়েটি আমার অপেক্ষায় — এখানে আমার বলতে — কবি পাবলো নেরুদার কথা বলা হয়েছে ।
১৭. সে মেয়েটির মৃত্যু হলো না — সে মেয়েটি হল — কবির জন্য অপেক্ষারতা প্রেমিক।
১৮. সেখানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা — সেখানে বলতে কোথায় ? – যেখানে ছিল শহর ।
১৯.অসুখী একজন কবিতাটি কোবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? — বিদেশি ফুলে রক্তের ছিটে।
২০. অসুখী একজন — কবিতার কবি কে? – পাবলো নেরুদা ।
২১. অসুখী একজন কবিতায় অসুখী একজন কে? — একটি মেয়ে।
২২.পাবলো নেরুদা জন্মগ্রহণ করেন — চিলির পারলেতে।
২৩.সে জানতো না, সে বলতে বোঝানো হয়েছে — কবির প্রিয়তমা নারীটিকে।
২৪.যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে — যারা বলতে কাদের বোঝানো হয়েছে ? – শান্ত হলুদ দেবতাদের।
২৫. সমস্ত সমতলে ধরে গেল আগুন —কোথা থেকে ? — গৃহযুদ্ধ।
২৬.আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে ছিলাম — আমি বলতে বোঝানো হয়েছে? — পাবলো নেরুদা কে ।
২৭.অসুখী একজন কবিতাটি তরজমা করেছেন — নবারুণ ভট্টাচার্য।
২৮. নেরুদা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? — ১৯৭১ খ্রিস্টাব্দে।
২৯. তারপর —এলো। — যুদ্ধ।
৩০. যেখানে আমি—বিছানায় ঘুমিয়ে ছিলাম। — ঝুলন্ত।
৩১. দোমড়ানো লোহা মৃত — মূর্তির বীভৎস মাথা – পাথরের।
৩২. বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ — কখন? — বক্তার গৃহত্যাগের এক বছর পর।
৩৩. হেঁটে গেল গির্জার এক — নান।
৩৪. নেমে এল তার তার মাথার উপর — কী নেমে এলো? — বছরগুলি।
৩৫. লোহা মৃত পাথরের মূর্তির বীভৎস /মাথা । — দোমরানো ।
৩৬.পাবলো নেরুদা মূলত যে ভাষার কবি — স্প্যানিশ।
৩৭. উল্টে পড়লো টুকরো টুকরো হয়ে —- কোথা থেকে ? — মন্দির থেকে ।
৩৮. কবি পাবলো নেরুদার প্রকৃত নাম — নেকতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো।
অসুখী একজন কবিতার S.A.Q
১. আর সেই মেয়েটি আমার অপেক্ষায় — সেই মেয়েটি কে ?
[উ] এখানে সেই মেয়েটি হলো প্রেমিকা।
২. নেরুদার পুরো নামটি লেখো?
[উ] নেরুদার পুরো নামটি হলো নেকতালি রিকাদো রেইস বাসেয়ালতো নেরুদা।
৩. ডুবে ছিল ধ্যানে — কারা ধ্যানে ডুবেছিল?
[উ] এখানে যারা ধ্যানে ডুবেছিল তারা হলো অসুখী একজন কবিতায় গৃহীত শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে ।
৪.প্রাচীন জলতরঙ্গ —জলতরঙ্গ কী?
[উ] এখানে প্রাচীন জলতরঙ্গ হলো সুর বা বাদ্যযন্ত্রবিশেষ । এই যন্ত্রের সাতটা বাটিতে এমনভাবে জল ভরে রাখা হয় যে শলাকা দিয়ে পরপর ছুয়ে গেলে সরগমের সা-রে-গা- মা-পা-ধা-নি একসঙ্গে বেজে ওঠে।
৫.সমস্ত সমতল ধরে গেলো আগুন — আগুন ধরে গেল কেন ?
[উ] রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত বীভৎস ধ্বংসাত্মক রূপ নিয়ে যুদ্ধ শুরু হলো। এর ফলে সমস্ত সমতলে আগুন ধরে গেল ।
৬.অসুখী একজন কবিতায় যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
[উ] ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহারের সঙ্গে তুলনা করা হয়েছে।
৭. ‘অসুখী একজন’ কবিতায় বর্ণিত সেই মিষ্টি বাড়িতে কি কি ছিল ?
[উ] সেই মিষ্টি বাড়িতে ছিল একটি বারান্দ, ঝুলন্ত বিছানা, গোলাপী গা, চিমনি ও প্রাচীন জলতরঙ্গ।
৮.বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ — এর অর্থ কি ?
[উ] এর অর্থ টি হলো প্রাকৃতিক নিয়মে প্রকৃতির বুক থেকে মানুষের স্মৃতিচিহ্ন মুছে যায় ।
৯.সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না । সে কে?
[উ] এখানে সে হলো পাবলো নেরুদার রচিত ‘অসুখী একজন’ কবিতায় – সে বলতে প্রিয়োতমাকে বোঝানো হয়েছে।
১০.মেয়েটির মৃত্যু হলো না — মৃত্যু না হওয়ার তাৎপর্য কি ?
[উ] মৃত্যু না হওয়ার কারণ হলো শাশ্বত প্রেমের প্রতীক। যুদ্ধ সবকিছুকে ধ্বংস করতে পারলেও প্রেমকে ধ্বংস করতে পারবে না ।
১১. কবি পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান ?
[উ] চিলিয়ার কবি পাবলো নেরুদা ১৯৭১ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান।
১২. রক্তের একটা কালো দাগ — কথাটির মধ্য কোন ইঙ্গিত ফুটে উঠেছে ?
[উ] কথাটির মধ্য রক্ত লাল হলেও শুকিয়ে গেলে কালচে বর্ণ লাভ করে । নিতে যুদ্ধের রক্ত ঝরে শুকিয়ে কালচে বর্ণ লাভ করে হিংস্রতার চিহ্ন হিসাবে দাগ রেখে যায় মানুষের ভূমিতে।
১৩. যেখানে ছিল শহর—– শহরটির অবস্থা কেমন ছিল ?
[উ] শহরটির অবস্থা ছিল যুদ্ধে ধ্বংস হয়ে গেলে সেখানে ছড়িয়ে থাকলো কাঠ, কয়লা, পাথরের মূর্তি, বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ ইত্যাদি ।
১৪. আমি চলে গেলাম দূর– দূরে। —– দূরে কেনো ?
[উ] দূরে চলে যাওয়ার কারণ যুদ্ধ ছিল বিশ্বব্যাপী । এবং স্বদেশ ছেড়ে সেজন্য দূরে চলে যেতে হয়েছে।
১৫. সে জানতো না —-সে কি জানতো না ?
[উ] সে জানতো না যে যুদ্ধে যাওয়া মানুষটি কখনো ফিরে আসবে না আর ।
১৬. বছরগুলো পর পর পাথরের মতো নেমে এলো কেন ?
[উ] গুলো পর পর পাথরের মত নেমে এলো তার কারণ পাথর হলো নিষ্প্রাণ শক্ত কঠিন বস্তুু। যার জন্য অপেক্ষা সে এলোনা । তার না আসাটা নিশ্চিততর পাথর কঠিন হলো ।
১৭. অসুখী একজন কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
[উ] কবিতাটি অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য, এবং ‘বিদেশি ফুলে রক্তের ছিটে’ শীর্ষক কাব্যগ্রন্থ থেকে ‘অসুখী একজন’ কবিতাটি নেওয়া হয়েছে।
১৮. তারপর যুদ্ধ এল — যুদ্ধ কিরূপে এলো ?
[উ] ‘অসুখী একজন’ কবিতার বর্ণনায় যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।
১৯. নেমে এলো তার মাথার উপর— কি নেমে এলো ?
[উ] এখানে নেমে আসা বলতে কবি বুঝিয়েছেন মেয়েটিকে প্রতীক্ষায় রেখে চলে গিয়েছিলেন চিরতরে তার মাথার উপর থেকে নেমে এলো একটা পাথরের মতো দুঃসহ বছর গুলি।
২০. রক্তের একটা কালো দাগ —কোন কালো দাগ?
[উ] এখানে রক্তের কালো দাগ বলতে বুঝিয়েছেন যুদ্ধে বহু মানুষই রক্তাক্ত হতাহত হয়েছে। এবং অতিবাহিত হয়েছে। তাই এমন মন্তব্য করা হয়েছে।
২১.অসুখী একজন কবিতার সেই অসুখী একজন কে?
[উ] ‘অসুখী একজন’ কবিতার সেই অসুখে একজন হলেন যুদ্ধের কারণে দেশান্তরে যাওয়া দেশপ্রেমিক এক সৈনিকের আড়ালে । যে মেয়েটিকে ছেড়ে আসা হয়েছে সে।
২২. দার করিয়ে রেখে দরজায় — দরজায়ই কেন ?
[উ] এই কবিতায় বিদায় দেওয়ার সময় দরজায় দাঁড়ানোর রীতি আছে। এবং যে বিদায় দিতে বাধ্য হচ্ছে তার সহসাথী হওয়ার উপায় নেই ।
২৩. অসুখী একজন কবিতার কবি কে ?
[উ] ‘অসুখী একজন’ কবিতার কবি চিলির পাবলো নেরুদা ।
২৪. নেরুদার জন্মস্থান টি উল্লেখ করো?
[উ] এই কবিতাটিতে পাবলো নেরুদার জন্মস্থানটি হল দক্ষিণ আমেরিকার চিলির সীমান্ত শহর পারলে।
২৫.সে জানতো না—- সে কে?
[উ] এখানে সে বলতে যুদ্ধগামী সৈনিক কবির প্রেমিকাকে বোঝানো হয়েছে। কবির যাত্রাকালে যে দরজায় দাঁড়িয়েছিল ।
২৬.একটা কুকুর চলে গেল এবং হেঁটে গেল গির্জার এক নান— এই অংশটিতে কবি কি বলতে চেয়েছেন?
[উ] ‘অসুখী একজন’ কবিতায় কবি পাবলো নেরুদার সংগৃহীত এই অংশে যেকোনো অবস্থাতেই জীবনধারার নিরন্তর প্রবাহমানতা বোঝাতে চাওয়া হয়েছে ।
২৭. সব চূর্ণ হয়ে গেল—- কি কি জন্য হয়ে গিয়েছিল ?
[উ] যেগুলি চূর্ণ হয়ে গিয়েছে সেগুলি হল এই যুদ্ধে কবির মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতালের মত পাতা, চিমনি, প্রদীপ জলোতরঙ্গ ইত্যাদি । এই সবকিছুই আগলে চূর্ণ হয়ে গিয়েছে।
২৮. তারা আর স্বপ্ন দেখতে পারলো না —- কাদের কথা বলা হয়েছে ?
[উ] এই কবিতাটিতে পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় থেকে গৃহীত এই অংশে দেবতাদের কথা বলা হয়েছে।
২৯.অসুখী একজন কবিতায় দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন ?
[উ] ‘অসুখী একজন’ কবিতায় দেবতাদের শান্ত হলুদ তো বলা হয়েছে তার কারণ হলো যুদ্ধ মন্বন্তর মহাপ্রলয় ইত্যাদি যে কোনো পরিস্থিতিতে দেবতারা নির্বিকার। তাই তারা শান্ত ।
৩০.তারা আর স্বপ্ন দেখতে পারলো না — কেনো স্বপ্ন দেখতে পারলো না ?
[উ] স্বপ্ন দেখতে না পাওয়ার কারণ হল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত বীভৎস রূপের যুদ্ধ এলো ধ্বংসযজ্ঞ চলল দেবতারা মন্দির থেকে উল্টে পড়ল টুকরো টুকরো হয়ে তাই তারা আর স্বপ্ন দেখতে পারলো না।
৩১.ঘাস জন্মালো রাস্তায় — বলতে কি বোঝানো হয়েছে ?
[উ] রাস্তায় ঘাস জন্মানো উদ্বেগের মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন এই পথে যে মানুষটির চলাচলে তিনি আর নেই অর্থাৎ পথিকটি চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে ।
৩২.তারপর যুদ্ধ এল — এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে ?
[উ] এখানে স্পেনের গৃহযুদ্ধের কথা বলা হয়েছে।
৩৩.অসুখী একজন মূলত কী ধরনের কবিতা ?
[উ] ‘অসুখী একজন’ এই কবিতাটি মূলত যুদ্ধের পটভূমি কার লেখা একটি বিষাদঘন প্রেমের কবিতা।
৩৪. একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল —- বক্তা এখানে কোন সময়ের কথা বলেছেন?
[উ] এই ‘অসুখী একজন’ কবিতাটিতে বক্তা এখানে তার যুদ্ধে গৃহ ত্যাগের পরবর্তী সময়কালের কথা বলেছেন ।
৩৫.অসুখী একজন কবিতাটি কবি কোন কাব্যের অন্তর্গত ?
[উ] অসুখে প্রেম কবিতাটি কবি পাবলো নেরুদার ‘Extravagaria ‘ অন্তের অন্তর্গত। কাব্যটি প্রকাশিত হয় ১৯৯৮ খ্রিস্টাব্দে ।
৩৬.উল্টে পড়ল মন্দির থেকে — কেন উল্টে পড়ল ?
[উ] উল্টে পড়ার কারণ হলো ভয়ংকর যুদ্ধের অন্তরে ধ্বংস হয়ে গেল মন্দির এবং টুকরো টুকরো হয়ে উল্টে পড়লো দেবতারা।
৩৭. আর সেই মেয়েটি আমার অপেক্ষায় — বলতে কবি কী বোঝাতে চেয়েছেন ?
[উ] কবি বোঝাতে চেয়েছেন যুদ্ধের সবকিছু ধ্বংস হয়ে গেলে কবির প্রিয়তমা বেঁচে থাকলেন তার অপেক্ষায়। অর্থাৎ যে কোন অবস্থাতেই প্রেম চীর অমর।
৩৮. শিশু আর বাড়িরা খুন হলো। —- বলতে কবি কী বোঝাতে চেয়েছেন ?
[উ] শিশু আর বাড়িরা খুন হল কথাটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে যুদ্ধে ভবিষ্যতের ধারক সরল নিষ্পাপ শিশুদের মৃত্যু হল। ধ্বংস হয়ে গেল মানুষের আশ্রয়টুকু।
৩৯.নেরুদার জন্ম তারিখটি লেখো?
[উ] নেরুদার জন্ম তারিখটি হলো ১৯০৪ খ্রিস্টাব্দের ১২ জুলাই।
৪০. আমি তাকে ছেড়ে দিলাম —– আমি কে ?. তাকে বলতে কাকে বলা হয়েছে ?
[উ] এখানে আমি হলেন যুদ্ধের কারণে দেশান্তরে যাওয়া দেশ প্রেমিক এক সৈনিক তথা স্বয়ং কবি । এবং তাকে বলতে সেই মেয়েটির কথা বলা হয়েছে নিয়ে তথা দেশমাতৃকাকে ।
৪১. অসুখী একজন কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন ?
[উ] অসুখী একজন কবিতাটি বাংলায় তরজমা করেছেন নবারুন ভট্টাচার্য।
৪২. বৃষ্টিতে ধুয়ে দিলো — বৃষ্টি কি ধুয়ে দিলো ?
[উ] কবে পাবলো নেরুদার হল তার চলাচলের পথে যে পায়ের দাগ টুকু ছিল বৃষ্টি এসেছে দাগ ধুয়ে দিয়ে গেল অর্থাৎ চলমান জীবন তারা কবিকে নিশ্চিহ্ন করে দিল।
৪৩.কবি নেরুদা কোন পেশায় যুক্ত ছিলেন ?
[উ] কবি নেরুদা অসুখী একজন কবিতায় কূটনীতি ও রাজনীতির পেশায় যুক্ত ছিলেন ।
৪৪.আর কখনো ফিরে আসবো না —- বক্তা কেন ফিরে আসবে না ?
[উ] বক্তা যুদ্ধে যাচ্ছে এবং যুদ্ধে যাওয়ার ব্যক্তি যুদ্ধ ক্ষেত্র থেকে প্রায়ই ফিরে আসে না।
৪৫.নেমে এলো মাথার উপর —- কার কথা বলা হয়েছে ?
[উ] অসুখী একজন কবিতায় পাবলো নেরুদা যে মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে এসেছিলেন এখানে তার কথা বলা হয়েছে।
৪৬.উল্টে পড়লো মন্দির থেকে —– উক্তিটিতে কবি কিসের প্রতি ইঙ্গিত করেছেন ?
[উ] উক্তিটিতে কবি ভাবল নেরুদা অসুখী একজন কবিতায় দেবতাদের অর্থন অস্তিত্ব ও আসার দেব লয়ের প্রতি ইঙ্গিত করেছেন ।
৪৭. হেঁটে গেল গির্জার এক নান — নান বলতে কী বোঝানো হয়েছে ?
[উ] এখানে নান বলতে গির্জার এক সন্ন্যাসী কে বোঝানো হয়েছে।
৪৮.তার মাথার ওপর —- কার মাথার ওপর কী নেমে এলো ?
[উ] মেয়েটির মাথার ওপর একটার পর একটা পাথরের মতো পরপর বছর গুলি নেমে এলো।
দশম শ্রেণির বাংলা অন্যান্য লেখা
- জ্ঞানচক্ষু [প্রশ্ন উত্তর]
- অসুখী একজন [প্রশ্ন উত্তর]
- আয় আরো বেঁধে বেঁধে থাকি [প্রশ্ন উত্তর]
- আফ্রিকা [প্রশ্ন উত্তর]
- হারিয়ে যাওয়া কালি কলম [প্রশ্ন উত্তর]
- বহুরূপী [প্রশ্ন উত্তর]
- অভিষেক [প্রশ্ন উত্তর]
- সিরাজদৌল্লা [প্রশ্ন উত্তর]
- প্রলয়োল্লাস [প্রশ্ন উত্তর]
- পথের দাবী [প্রশ্ন উত্তর]
- সিন্ধুতীরে [প্রশ্ন উত্তর]
- অদল বদল [প্রশ্ন উত্তর]
- অস্ত্রের বিরুদ্ধে গান [প্রশ্ন উত্তর]
- বাংলা ভাষায় বিজ্ঞান [প্রশ্ন উত্তর]
- নদীর বিদ্রোহ [প্রশ্ন উত্তর]
- কোনি [প্রশ্ন উত্তর]