কারক অকারক পদ Mock TestBy বাংলা গাইড / September 26, 2025 কারক অকারক পদ Mock Test : দশম শ্রেণির কারক, অকারক পদ ও বিভক্তি নির্ণয় সংক্রান্ত মক টেস্ট। বাংলা ব্যাকরণ থেকে মক টেস্ট। কারক অকারক পদ Mock Test কারক-অকারক ও বিভক্তি MCQ 1 / 16 1. দারোগার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। — নিম্নরেখ অংশটি হল প্রযোজক কর্তা সহযোগী কর্তা একই ক্রিয়ার বহু কর্তা ব্যতিহার কর্তা 2 / 16 2. আমার বইটা আমায় ফেরত দাও । বাক্যে অ-কারকটি হল আমায় বইটা দাও আমার 3 / 16 3. বাক্যের প্রাণীবাচক কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম গৌণ কর্ম উদ্দেশ্য কর্ম মুখ্য কর্ম 4 / 16 আরো পড়ুন : বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কার, বাংলা প্রবন্ধ রচনা, Bigyan o Kusanskar, Bangla Rachana, বাংলা রচনা 4. বিভক্তি শব্দের পূর্বে আলাদাভাবে বসে শব্দের পরে আলাদাভাবে বসে সর্বদা শব্দের পূর্বে বসে সর্বদা শব্দের শেষে যুক্ত হয় 5 / 16 5. ওরে, আগুন লেগেছে বনে বনে। লাইনটিতে অ-কারক হল লেগেছে আগুন ওরে বনে বনে লেখার সময় কমা দাঁড়ি দেওয়ার দরকার নেই 6 / 16 6. কি হে গিরিশ, আমাকে চিনতে পারো ? - কারক ও বিভক্তি Check 7 / 16 7. একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদ নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম গৌণ কর্ম সমধাতুজ কর্ম বিধেয় কর্ম 8 / 16 আরো পড়ুন : 400+ বাংলা শব্দের উৎস ও বিবর্তন pdf download 8. খানি, খানা এগুলি হল — নির্দেশক উপসর্গ অনুসর্গ বিভক্তি 9 / 16 9. তির্যক বিভক্তির উদাহরণ এ থেকে দ্বারা তে 10 / 16 10. তির্যক বিভক্তি হল শূন্য বিভক্তির অপর নাম একসঙ্গে বিভক্তি ও অনুসর্গ একসঙ্গে সব রকমের বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি 11 / 16 11. দিয়া, দ্বারা, কর্তৃক অব্যয়গুলি হল শব্দজাত অনুসর্গ ক্রিয়াজাত অনুসর্গ উপসর্গ বিভক্তি 12 / 16 12. হে পিতৃব্য, তব ইচ্ছি মরিবারে । — নিম্নরেখ পদটি হল সম্বোধন পদ কর্তৃপদ ক্রিয়া পদ সম্বন্ধ পদ 13 / 16 আরো পড়ুন : বহুরূপী গল্প | সুবোধ ঘোষ | 15টি ব্যাখ্যাধর্মী প্রশ্ন উত্তর [মান ৩] pdf 13. শুধালেম জনে-জনে । — নিম্নরেখ পদটি হল কর্মের বীপ্সা করণের বিপ্সা কর্তার বীপ্সা উপবাক্যীয় কর্ম 14 / 16 14. অনুসর্গের অপর নাম হল বিভক্তি অব্যয় উপসর্গ পরসর্গ 15 / 16 15. কর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে বলা হয় অনুক্ত কর্তা উহ্য কর্তা প্রযোজ্য কর্তা প্রযোজক কর্তা 16 / 16 16. কী বাঁধনে বাঁধলে আমায় । উদাহরণটি হল যন্ত্রাত্মক করণ হেতুময় করণ কালাত্মক করণ নিমিত্ত কারক Your score isThe average score is 43% 0% Restart quiz