Join Telegram Join Facebook বাংলা রচনা
সাহিত্যের ইতিহাস সাজেশান Question-Paper
WBCS স্কুল নোটস ইতিহাস

দশম শ্রেণির ইতিহাস বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে ২ নম্বরের প্রশ্ন উত্তর ২০২২ | History Class 10 5th Chapter Question Answer PDF 2022






দশম শ্রেণির ইতিহাস বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে ২ নম্বরের প্রশ্ন উত্তর ২০২২ | History Class 10 5th Chapter Question Answer PDF 2022





২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের যেকটি অধ্যায় (৫টি) পরীক্ষা হবে, তার মধ্যে পঞ্চম অধ্যায়টি শেষ অধ্যায়। 'বিকল্প চিন্তা ও উদ্যোগ' অধ্যায় থেকে ২৫টির বেশি ২ নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া হলো।







প্রশ্নমান = ২



[১] কে কবে বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন?

() বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপন করেন জেমস অগাস্টাস হিকি।

() ১৭৭৮ সালে এই ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।



[২] বাংলার প্রথম সংবাদপত্র কোনটি?

() বাংলার প্রথম সংবাদপত্র হলো—বেঙ্গল গেজেট (১৭৭৮), সম্পাদক জেমস অগাস্টাস হিকি।

() বাংলায় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো—দিগদর্শন।



[৩] কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? অথবা, চার্লস উলকিন্স কে ছিলেন?

() চার্লস উইলিকিন্সকে বাংলার গুটেনবার্গ বলা হয়।

() বাংলা মুদ্রাক্ষর সৃষ্টি করেছিলেন বলে তাকে এমন বলা হয়।



[৪] কে কবে ‘ইউ রায় এন্ড সন্স’ প্রতিষ্ঠা করেন?

() উপেন্দ্রকিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন।

() ১৮৯৫ সালে।



[৫] মহেন্দ্রলাল সরকার কে ছিলেন?

() ‘ভারতীয় বিজ্ঞানচর্চা’র জনক মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন অন্যতম চিকিৎসক। তিনি IACS প্রতিষ্ঠা করেছিলেন।



[৬] কে কবে IACS প্রতিষ্ঠা করেন?

() মহেন্দ্রলাল সরকার ১৮৭৬ সালে এটি প্রতিষ্ঠা করেন।



[৭] বসু বিজ্ঞান মন্দির’ কে কবে প্রতিষ্ঠা করেন? অথবা, ‘বোস ইনস্টিটিউট’ কে কবে প্রতিষ্ঠা করেন?

() বিখ্যাত বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ‘বসু বজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন।

() ১৯১৭ সালে।



[৮] ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ।

() বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো।

() বিজ্ঞানের অগ্রগতি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া।



[৯] IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ অথবা, বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS এর ভূমিকা লেখ।

()১৮৭৬ সালে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে। এর উদ্দেশ্য ছিল ভারতীয়দের জন্য বিজ্ঞানচর্চার একটি জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা। এখানে বিজ্ঞানের নানা শাখার বিদ্যাচর্চা সম্পন্ন হতো।

() বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলা।

() পাশ্চাত্য দেশের বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলা।



[১০] জগদীশচন্দ্র বসু বিখ্যাত কেন?

() বাংলার একজন অন্যতম বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন। তিনি ১৯১৭ সালে প্রতিষ্ঠা করেন ‘বসু বিজ্ঞান মন্দির’। উদ্ভিদের যে প্রাণ আছে—তা তিনি যন্ত্রের সাহায্যে প্রমাণ করে দেখান।



[১১] মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন?

() ভারতে শব ব্যবচ্ছেদ-এর পথিকৃৎ কৃতি বাঙালি হলে মধুসূদন গুপ্ত।



[১২] বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট কবে কারা প্রতিষ্ঠা করেন?

() ১৯০৬ সালে এটি গড়ে ওঠে।

() প্রতিষ্ঠাতারা হলেন—নীলরতন সরকার, তারকনাথ পালিত, রাজেন্দ্রনাথ মুখার্জী, ভূপেন্দ্রনাথ বসু প্রমুখ।



[১৩] বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ।

() গঠনমূলকভাবে বাংলায় কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে BTI প্রতিষ্ঠিত হয়।



[১৪] ‘কার্লাইল সার্কুলার’ এবং ‘অ্যান্টি কার্লাইল সোসাইটি’ কী?

() বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে ছাত্রদের যোগদান আটকাতে কার্লাইল যে নির্দেশনামা জারি করেছিলেন তা ‘কার্লাইল সার্কুলার’ (১৯০৫) নামে পরিচিত।

() সরকারি স্কুল থেকে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের উদ্দেশ্যে শচীন্দ্রপ্রসাদ বসু ১৯০৫ সালে ‘অ্যান্টি সার্কুলার সোসাইটি’ গড়ে তোলেন।



[১৫] জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়? অথবা, জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী ছিল?

() ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার ত্রুটি দূর করে জাতীয় আদর্শে শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।

() বেসরকারি কলেজেগুলি দেখভালের জন্যে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।



[১৬] ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার ত্রুটি লেখ।

() এইধরনের শিক্ষার সুবিধা পেত উচ্চশ্রেণির মানুষেরা।

() এই শিক্ষাব্যবস্থা ছিল যান্ত্রিক, শিক্ষার্থীর মানসিক বিকাশে জোর দেওয়া হতো না।



[১৭] ভারতের বাইরে প্রথম কোথায় ও কী কী বাংলা বই প্রকাশিত হয়?

() ভারতের বাইরে পোর্তুগালের লিসবন থেকে তিনটি বই প্রকাশিত হয়েছিল—(ক) কৃপার শাস্ত্রের অর্থভেদ—মনোএল দ্য আস্‌-সুম-সাও (খ) বাংলা ব্যাকরণ ও পোর্তুগীজ-বাংলা শব্দকোষ—মনোএল দ্য আস্‌-সুম-সাও (গ) ব্রাহ্মণ-রোমান ক্যাথলিক সংবাদ—দোম আন্তনিয়।



[১৮] শিবপুর বোটানিক্যাল গার্ডেন কোথায় কেন নির্মিত হলো?

() কোলকাতার শিবপুরে এটি নির্মিত হয় ১৭৮৭ সালে। প্রয়োজনীয় গাছ ও মশলাপাতির জন্য একতি নার্সারি তৈরির ভাবনা থেকে এটি নির্মিত হয়।



[১৯] বাংলায় বিজ্ঞান চর্চায় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন গুরুত্বপূর্ণ কেন?

() ১৮০০ সালে প্রতিষ্ঠিত শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন বিজ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এখান থেকে ফেলিক্স কেরির ‘বিদ্যাহারাবলী’ প্রকাশিত হয়, যা বাংলা ভাষায় প্রথম শারীরবিদ্যার গ্রন্থ। এই মিশন থেকেই ‘দিগদর্শন’ প্রকাশিত হত, তাতে ছাত্রদের উপযোগী বিজ্ঞানের তথ্য প্রকাশ পেত।



[২০] কে কবে কোথায় শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন?

() ১৮৬৩ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনডাঙা গ্রামে শান্তিনিকেতন আশ্রম গড়ে তোলেন।



[২১] রবীন্দ্রনাথ কেন ভারতে প্রচলিত শিক্ষাকে প্রাণহীন বলেছেন?

() ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে রবীন্দ্রনাথের ‘প্রাণহীন’ বলে মনে হয়েছিল। এই শিক্ষার লক্ষ্য ছিল কেরানি তৈরির শিক্ষা, যার সঙ্গে প্রাণের যোগ ছিল না। মানবশিক্ষার সম্পূর্ণতা খুঁজে পাওয়া যাবে না এই শিক্ষাব্যবস্থায়।



[২২] রবীন্দ্রনাথ কবে কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? অথবা, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ।

() প্রাচ্য ও পাশ্চাত্যের আদর্শের ভিত্তিতে সর্ববিদ্যার প্রসার এবং বিশ্বমানব তৈরিতে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করলেন।



[২৩] বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা লেখ।

() পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রণের ক্ষেত্রে একটি স্মরণীয় নাম। বাংলা হরফ তৈরিতে তিনি চার্লস উইলকিন্সকে সাহায্য করেন। হালেদের ব্যাকরণ বইটির কাজ সম্পন্ন করতে পঞ্চানন কর্মকারের ভূমিকা চিরস্মরণীয়।



[২৪] বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব লেখ। দুটি বটতলা প্রকাশনার নাম লেখ।

() ১৮৪০ থেকে ১৮৭০ সাল পর্যন্ত বটতলা প্রকাশনা চলেছিল। এখান থেকে প্রকাশিত বিভিন্ন বিদ্যার বই সমকালীন নব্যশিক্ষিতদের জ্ঞানপিপাসা মেটাতে সমর্থ হয়েছিল। ‘নববাবুবিলাস’, ভারতচন্দের ‘অন্নদামঙ্গল’ এখান থেকে প্রকাশিত হয়।



[২৫] বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানা বিকাশের প্রভাব লেখ। অথবা, ছাপাবই শিক্ষাবিস্তারে কী ভূমিকা নিয়েছিল?

() ছাপাখানা বিকাশের সঙ্গে সঙ্গে ছাপাবইয়ের সুবাদে পাশ্চাত্য শিক্ষা, নারী শিক্ষাসহ নানা বিদ্যার বই প্রকাশিত হয়। ফলত প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধনে জ্ঞানের পূর্ণতা প্রাপ্তি ঘটে। বাংলার সাংস্কৃতিক জীবনে শিক্ষিত মধ্যবিত্তের উদ্ভব হয় ।



[২৬] বিদ্যাসাগরকে ‘বিদ্যাবণিক’ বলা হয় কেন?

() আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক ছিলেন বিদ্যাসাগর। তিনি বই ছাপানোর জন্য ‘সংস্কৃত যন্ত্র’ প্রেস এবং বই বিক্রির জন্য ‘সংস্কৃত প্রেস ডিপজিটারি’ প্রতিষ্ঠা করেন। এককথায় ছাপাখানায় এই ব্যবসায়িক উদ্যোগের জন্য বিদ্যাসাগর ‘বিদ্যাবণিক’ রূপে পরিচিত।




[২৭] উপেন্দ্রকিশোরের লেখা দুটি গ্রন্থের নাম লেখ।

() ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘টুনটুনির বই’, ‘ছেলেদের রামায়ণ’, ‘ছেলেদের মহাভারত’।



[২৮] রবীন্দ্রনাথের শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

() শিক্ষার ব্যবহারিক প্রয়োগের দিক প্রসারের উদ্দেশ্যে এবং বিদ্যালয় জীবনকে সমজাজীবনের সঙ্গে যুক্ত করতে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন গড়ে তুলেছিলেন।

[২৯] হিকির বেঙ্গল গেজেট গুরুত্বপূর্ণ কেন?

() জেমস অগাস্টাস হিকি ১৭৮০ সালে 'বেঙ্গল গেজেট' নামে একটি পত্রিকা প্রকাশ করেন। পত্রিকাটি নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল, যথা--
  1. বেঙ্গল গেজেট পত্রিকা বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রথম ইংরেজি ভাষায় প্রকাশিত সংবাদপত্র। ভারতের প্রথম সংবাদপত্রও বলা চলে।
  2. ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারি, লাটসাহেব সবার কাজকর্মের আলোচনা-সমালোচনা প্রকাশ করা হত এই পত্রিকায়।
  3. বাণিজ্যের সংবাদ ও বিজ্ঞাপনও ছাপা হতো।
১৭৮২ সালে এই পত্রিকা বন্ধ হয়ে গেলেও হিকির প্রচেষ্টা সফল ছিল। তাঁর হাত ধরেই ভারতে সংবাদপত্রের যুগের সূচনা হয়। এসব কারণে অগাস্টাস হিকি 'ভারতীয় সংবাদপত্রের জনক' রূপে অভিহিত হন।

 

 

   

 



আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে যুক্ত হোন

👇👇👇👇


Join Telegram (demo)

Join Facebook (open)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url