Join Telegram Join Facebook বাংলা রচনা
সাহিত্যের ইতিহাস সাজেশান Question-Paper
WBCS স্কুল নোটস ইতিহাস

ভারতের সংবিধান [প্রশ্নোত্তর] - ০১ পর্ব



ভারতের সংবিধান [প্রশ্নোত্তর] - ০১ পর্ব


সাম্প্রতিক পশ্চিমবঙ্গের এসএলএসটির সিলেবাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে। পরীক্ষার প্রথম ধাপে নির্ধারিত পরীক্ষার সিলেবাস কম্পিটিটিভ পরীক্ষার সিলেবাসের সমতুল। বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে 'ভারতের সংবিধান' । ভারতের সংবিধান আমাদের ভালোভাবে জেনে নেওয়া জরুরি। আমরা কয়েকটি পর্বে ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে পোস্ট দেব।


১] আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান কোন ধরণের সংবিধানের উদাহরণ ?
-- দুষ্পরিবর্তনীয়।

২] ভারতের সংবিধান কেমন ?

-- সুপরিবর্তনীয়।

৩] ভারতীয়  সংবিধান কবে কার্যকরী হয়েছে ?

-- ২৬ জানুয়ারি, ১৯৫০ খ্রি.

৪] ভারতীয় সংবিধান কী ধরণের বলা যায় ?

-- আধাযুক্তরাষ্ট্রীয়।

৫] ভারতের শাসনব্যবস্থা কবে চালু হয় /

-- ২৬-০১-১৯৫০ সালে

৬] কোন দেশ সামাজিক সংবিধানের উদাহরণ /

-- ব্রিটিশ যুক্তরাজ্য UK

৭] ভারতীয় সংবিধানের চরিত্র কেমন ?

-- প্রধানত নমনীয়।

৮] ভারতীয় সংবিধানের আয়তন কেমন ?

-- পৃথিবীর লিখিত সংবিধানের মধ্যে বৃহত্তম।

৯] সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতের প্রকৃতি কীরূপ ?

-- সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র।

১০] ভারতের সংবিধানের কত অধ্যায়ে নির্দেশাত্মক নীতির (DPSP) উল্লেখ আছে ?

-- চতুর্থ অধ্যায়ে (PART IV)

১১] শ্রেণি চরিত্রে ভারতীয় সংবিধান কেমন ?

-- ধনতান্ত্রিক।

১২] সংসদীয় সরকারের মন্ত্রীসভা কার কাছে দায়িত্বশীল ?

-- পার্লামেন্টের উভয়কক্ষের কাছে।

১৩] ব্রিটেনের শাসনব্যবস্থাকে কী বলা হয় ?

-- নিয়মতান্ত্রিক রাজতন্ত্র।

১৪] ভারতের রাষ্ট্রপতি কী ধরণের  শাসক  ?

-- নিয়মতান্ত্রিক শাসক।

১৫] মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরণের শাসন আছে ?

-- রাষ্ট্রপতি শাসিত।

১৬] ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা কে ?

-- মন্টেস্কু।

১৭] ভারতীয় সংবিধানে কোন ধরণের নাগরিকতা আছে ?

--একনাগরিকতা।

১৮] ভারতের শাসনব্যবস্থা কেমন ?

--সংসদীয়।

১৯] সাধারণতন্ত্রে শাসক কীভাবে ক্ষমতা লাভ করেন ?

--নির্বাচিত হয়ে। 

 













Next Post Previous Post
No Comment
Add Comment
comment url