Join Telegram Join Facebook বাংলা রচনা
সাহিত্যের ইতিহাস সাজেশান Question-Paper
WBCS স্কুল নোটস ইতিহাস

বিভিন্ন আইনে নিষিদ্ধ বাংলা নাটক

 





নিষিদ্ধ বাংলা নাটক:

বাংলা নাটক ও তার সাহিত্যের আলোচনায় থিয়েটার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলা থিয়েটারের ইতিহাস যদি পাঠ করা যায় তবে উনিশ শতকের 'নাট্যাভিনয় নিয়ন্ত্রণ' আইন একটি গুরুত্ত্বপুর্ণ কালাকানুন তা আর বলার অপেক্ষা রাখে না। ঔপনিবেশিক শাসনকালে ‘অভিনয় নিয়ন্ত্রণ আইন’ (১৮৭৬ খ্রি.) এবং লর্ড নর্থব্রুক কর্তৃক জারি করা অর্ডিন্যান্সে যেসব নাটক নিষিদ্ধ হয় তার তালিকা উদ্ধৃত হল—

ক। বড়োলাট নর্থব্রুকের জারি অর্ডিন্যান্সে (১৮৭৬) নিষিদ্ধ নাটক—

উপেন্দ্রনাথ দাস

গজদানন্দ ও যুবরাজ

হনুমান চরিত

পুলিশ অফ পীগ অ্যান্ড শীপ

সুরেন্দ্র বিনোদিনী

খ। অভিনয় নিয়ন্ত্রণ আইন (১৮৭৬) দ্বারা নিষিদ্ধ নাটক—

১. গিরিশচন্দ্র ঘোষ

সিরাজদৌল্লা

মীরকাশিম

ছত্রপতি শিবাজী

২. ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ

পলাশীর প্রায়শ্চিত্ত

বাঙ্গলার মসনদ

নন্দকুমার

পদ্মিনী

প্রতাপাদিত্য

দাদা ও দিদি

৩. হারাধন রায়

সুরথ উদ্ধার গীতাভিনয়

মীরা উদ্ধার

৪. মনোমোহন গোস্বামী

কর্মফল

সমাজ

সংসার

শিবাজী

৫. হরিপদ চট্টরাজ

রণজিতের জীবনযজ্ঞ

দুর্গাসুর

৬. কুঞ্জবিহারী গঙ্গোপাধ্যায়

মাতৃপূজা

৭. অমরেন্দ্রনাথ দত্ত

আশা কুহকিনী

আহামরি

৮. সুরেশচন্দ্র বসু

হোল কি ?

৯. মনোমোহন বসু

হরিশ্চন্দ্র নাটক

১০. হরিসাধন মুখোপাধ্যায়

বঙ্গবিক্রম

১১. অমৃতলাল বসু

চন্দ্রশেখর [নাট্যরূপ]

১২. ভূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

প্যালারামের স্বাদেশিকতা

১৩. মন্মথ রায়

কারাগার

১৪. শচীন সেনগুপ্ত

নরদেবতা

[wptb id=1704]

গ। বাজেয়াপ্ত বা নিষিদ্ধ না হলেও মঞ্চায়নে আপত্তিকর কিছু নাটক

১. দ্বিজেন্দ্রলাল রায়

দুর্গাদাস

মেবারপতন

রাণাপ্রতাপ

২. মনোমোহন গোস্বামী

পৃথ্বীরাজ

রোশেনারা

শিবাজী

৩. ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ

প্রতাপাদিত্য

দাদা ও দিদি

৪. দীনবন্ধু মিত্র

নীলদর্পণ

৫. হরিপদ চট্টো:

পদ্মিনী

৬. হরিনাথ বসু

রাজারাম

বীরপূজা

৭. মন্মথ রায়

মীরকাশিম

৮. মহেন্দ্র গুপ্ত

শতবর্ষ আগে

ঘ। স্বাধীন ভারতে নিষিদ্ধ কিছু নাটক

১. দিগিন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়

অন্তরাল

তরঙ্গ

মোকাবিলা

২. সুনীল দত্ত

হরিপদ মাস্টার

৩. সলিল চৌধুরী

সংকেত

৪. তুলসী লাহিড়ী

বাংলা মাটি

৫. জোছন দস্তিদার

অমর ভিয়েতনাম

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url