Join Telegram Join Facebook বাংলা রচনা
সাহিত্যের ইতিহাস সাজেশান Question-Paper
WBCS স্কুল নোটস ইতিহাস

ইতিহাসের ধারণা : গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর [দশম শ্রেণি]


ইতিহাসের ধারণা : গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর [দশম শ্রেণি]


দশম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায়ের নাম- 'ইতিহাসের ধারনা'। সূচনাতেই ইতিহাসের ধারণা গড়ে তুলবার লক্ষ্যেই এই অধ্যায়টির সংযোজন করা হয়েছে। বিভিন্ন দৃষ্টিকোন থেকে বিচার করে ইতিহাসের ধারণাটি স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই অংশ থেকে মাধ্যামিক পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আসে। এখান থেকে গুরুত্বপূর্ন ২৫টি প্রশ্ন সংকলন করে দেওয়া হলো উত্তরসহ।


১. প্রাচীন ভারতের নাটক,সংগীত বিষয়ে কে প্রথম অসাধারণ গ্রন্থ রচনা করেছেন ?


উ- ভরতমুনি।


২. ভরতমুনির লেখা গ্রন্থটির নাম কী ?


উ- নাট্যশাস্ত্র


৩. উত্তর ভারতের কয়েকটি নৃত্যশৈলীর নাম লেখ।


উ- ভরতনাট্যম্‌,কত্থক ইত্যাদি।


৪. দক্ষিণ ভারতের কয়েকটি নৃত্যশৈলীর নাম লেখ।


উ- মোহিনীয়াট্টম্‌,কথাকলি,কুচিপুড়ি।


৫. ভারতে কে প্রথম চলচ্চিত্র নির্মান করেন ?


উ- দাদাসাহেব ফালকে ১৯১৩ খ্রি. ‘হরিশ্চন্দ্র’ নামে।


৬. নবান্ন নাটকটি কার লেখা ?


উ- বিজন ভট্টাচার্যের লেখা।


৭. রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটকটি মঞ্চস্থ কে করেন ?


উ- শম্ভু মিত্র।


৮. উৎপল দত্তের লেখা নাটকটির নাম কী ?


উ- টিনের তলোয়ার।


৯. পথের পাঁচালী সিনেমার পরিচালক কে ছিলেন ?


উ- সত্যজিৎ রায়।


১০. মেঘে ঢাকা তারা সিনেমাটি কে পরিচালনা করেছেন ?


উ- ঋত্বিক ঘটক।


১১. ভারতে কার উদ্যোগে রেলপথ স্থাপিত হয় ?


উ- লর্ড ডালহৌসির উদ্যোগে ১৮৫৩ খ্রি.।


১২. ইউরোপীয় চিত্রশৈলীর একজন ভারতীয় প্রতিনিধির নাম লেখ ?


উ- রবি ভার্মা।


১৩. বেঙ্গল স্কুল অব আর্ট’ কে প্রতিষ্ঠা করেন ?


উ- অবনীন্দ্রনাথ ঠাকুর।


১৪. কত খ্রিস্টাব্দে ইউরোপে ফটোগ্রাফির সূচনা হয় ?


উ- ১৮৩০ সালে।


১৫. স্বাধীন ভারতের একজন খ্যাতনামা স্থপতির নাম লেখ।


উ- লরি বেকার।


১৬. কত খ্রি.বাংলা মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় ?


উ- ১৯৩১ সালে।


১৭. জীবনের ঝরাপাতা’ কার লেখা ?


উ- সরলা দেবী চৌধুরানীর।


১৮. অগ্নিযুগের অগ্নিকন্যা নামে কে পরিচিত ?


উ- সরলা দেবী চৌধুরানী।


১৯. ‘মেয়ের কাছে বাবার চিঠি’ [Letters from a father to his daughter] কার লেখা ?


উ- জহরলাল নেহরুর লেখা।


২০. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ?


উ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


২১. দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত পত্রিকার নাম লেখ।


উ- সোমপ্রকাশ পত্রিকা।


২২. হিন্দুমেলা’র সভাপতি কে ছিলেন ?


উ- রাজনারায়ণ বসু।


২৩. সোমপ্রকাশ পত্রিকার নামকরণ কিভাবে হয়েছে ?


উ- প্রতি সোমবারে পত্রিকাটি প্রকাশিত হত বলে পত্রিকাটির এমন নাম।


২৪. প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কী ?


উ- বিল্বমঙ্গল


২৫. বীরাষ্টমী ব্রতের কথা কোন বই থেকে জানা যায় ?


উ- জীবনের ঝরাপাতা’ বই থেকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url