৭০+ প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ধারা | দ্বাদশ শ্রেণি | Bangla Chalachitrer Dhara | Short Answer Type Question Answer | PDF Download
৭০+ প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ধারা | দ্বাদশ শ্রেণি | Bangla Chalachitrer Dhara | Short Answer Type Question Answer | PDF Download
গুরুত্বপূর্ণ প্রশ্ন
১]
কারা প্রথম সিনেমা তৈরি করেন?
[উ] লুমিয়ের ব্রাদার—অগাস্ট লুমিয়ের
এবং লুই লুমিয়ের।
২]
প্রথম সিনেমা প্রদর্শন করা হয় কোথায়, কীভাবে?
[উ] ফ্রান্সের প্যারিস শহরের গ্র্যান্ড ক্যাফেতে।
১৮৯৫ সালে।
৩]
প্যারিসের গ্র্যান্ড ক্যাফেতে ক’টি সিনেমা দেখানো হয়েছিল?
[উ] ২০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি।
৪]
রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কে তৈরি করেছিল?
[উ] হীরালাল সেন ও মতিলাল সেন।
৫]
কলকাতায় প্রথম মুভি ক্যামেরা কবে আসে?
[উ] ১৯০২ সালে।
৬]
ভারতীয় চলচ্চিত্রের প্রথম তথ্যচিত্রকার কে?
[উ] হীরালাল সেন।
৭]
হীরালাল সেন কোন কোন তথ্যচিত্র তৈরি করেন?
[উ] ২টি তথ্যচিত্র—দিল্লি দরবার এবং
বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলন।
৮]
রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কবে বন্ধ হয়ে যায়?
[উ] ১৯১৩ সালে।
৯]
ম্যাডান থিয়েটার লিমিটেড কে তৈরি করেছিলেন?
[উ] পারসি ব্যবসায়ী J.
F. Madan.
১০]
কার হাত ধরে বাংলায় সিনেমা দেখানোর ব্যাপারটি প্রাতিষ্ঠানিক রূপ পায়?
[উ] জে. এফ. ম্যাডানের হাত ধরে।
১১]
‘রাজা হরিশচন্দ্র’ সিনেমাটি কে কবে তৈরি করেছিলেন?
[উ] দাদা সাহেব ফালকে ১৯১৩ সালে।
১২]
প্রথম ভারতীয় ছবি কোনটি?
[উ] রাজা হরিশচন্দ্র।
১৩]
প্রথম বাংলা কাহিনিচিত্র কোনটি?
[উ] বিল্বমঙ্গল।
১৪]
‘বিল্বমঙ্গল’ ছবি কারা কবে তৈরি করেন?
[উ] ম্যাডান কোম্পানি ১৯১৯ সালে।
১৫]
ম্যাডান কোম্পানির প্রযোজনায় কটি ছবি তৈরি হয়েছিল?
[উ] ৬২ টি ছবি।
১৬]
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ডি.জি. নামে বিখ্যাত কে?
[উ] ধীরেন গঙ্গোপাধ্যায়।
১৭]
‘বিলেত ফেরত’ ছবিটি কারা তৈরি করেছিল?
[উ] ধীরেন গঙ্গোপাধ্যায় ও নীতিশচন্দ্র লাহিড়ি।
১৮]
তাজমহল ফিল্ম কোম্পানি কার উদ্যোগে গড়ে ওঠে?
[উ] শিশির কুমার ভাদুড়ির উদ্যোগে।
১৯]
বাংলা সিনেমায় সাহিত্যধর্মী গল্পের অবতারণা শুরু হয় কার মাধ্যমে?
[উ] তাজমহল ফিল্ম কোম্পানির মাধ্যমে।
২০]
নির্বাক সিনেমার যুগে সিনেমা বিষয়ক ক’টি আইন প্রবর্তিত হয়?
[উ] দু’টি আইন—[ক] সিনেমাটোগ্রাফ
অ্যাক্ট অব ইন্ডিয়া ১৯১৮ [খ] বেঙ্গল অ্যামিউজমেন্ট ট্যাক্স অ্যাক্ট ১৯২২।
২১]
ভারতে প্রদর্শিত প্রথম সবাক বা টকি সিনেমা কোনটি?
[উ] মেলোডি অব লাভ ১৯২৮।
২২]
ভারতের প্রথম টকি বা সবাক সিনেমা কোনটি?
[উ] হিন্দি ছবি—আলম আরা ১৯৩১।
২৩]
প্রথম বাংলা সবাক ছবি বা টকি কোনটি?
[উ] ম্যাডান থিয়েটার প্রযোজিত ‘জামাইষষ্ঠী’
১৯৩১।
২৪]
সবাক সিনেমাকে আরো স্বাভাবিক করে তুলেছিল কোন কোম্পানি?
[উ] নিউ থিয়েটার্স কোম্পানি।
২৫]
নিউ থিয়েটার্সের অন্যতম উদ্যোক্তা কে ছিলেন?
[উ] বি. এন. সরকার বা বীরেন্দ্রনাথ সরকার।
২৬]
রবীন্দ্রনাথ তাঁর কোন নাটকটিকে চলচ্চিত্রায়িত করেন?
[উ] নটীর পূজা
২৭]
কার জন্যে নিউ থিয়েটার্স কোম্পানি ভারতে বিখ্যাত হয়ে ওঠে?
[উ] দেবকীকুমার বসু।
২৮]
‘দেবদাস’ সিনেমাটির মূল কাহিনিকার কে?
[উ] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
২৯]
সবাক যুগের প্রথম পর্বে কোন অভিনেত্রী আইকন হয়ে উঠেছিলেন?
[উ] কানন দেবী।
৩০]
‘দো বিঘা জমিন’ সিনেমাটির পরিচালক এবং সিনেমটির মূল কাহিনিকার কে?
[উ] পরিচালক বিমল রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের
‘দুই বিঘা জমি’ কবিতা অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে।
৩১]
সাহিত্যের গল্পকেন্দ্রিক জনপ্রিয় সিনেমা কোনটি?
[উ] প্রমথেশ বড়ুয়া পরিচালিত ‘দেবদাস’।
৩২]
কোন সময়ে বাংলা সিনেমার পরিবর্তন সূচিত হয়েছিল?
[উ] পাঁচ-এর দশকে।
৩৩]
‘সাড়ে চিয়াত্তর’ সিনেমাটি কবে তৈরি হয়?
[উ] ১৯৫৩ সালে। নির্মল দে’র পরিচালনায়।
৩৪]
কোন সিনেমায় প্রথম উত্তম-সুচিত্রাকে জুটি হিসাবে দেখা যায়?
[উ] ‘সাড়ে চুয়াত্তর’ ১৯৫৩।
৩৫]
কবে ক্যালকাটা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
[উ] ১৯৪৪ সালে।
৩৬]
The River ছবির পরিচালক কে ছিলেন?
[উ] জ্যঁ রেনোয়া।
৩৭]
পথের পাঁচালী সিনেমাটি কোন কাহিনি নিয়ে গড়ে উঠেছে?
[উ] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’
উপন্যাসের কাহিনি নিয়ে।
৩৮]
‘পথের পাঁচালী’ সিনেমাটি কবে মুক্তি পেয়েছিল?
[উ] ১৯৫৫ সালে।
৩৯]
‘দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট’ বা ‘মানবতার শ্রেষ্ঠ দলিল’ শিরোপা কোন সিনেমা পেয়েছিল?
[উ] সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’
সিনেমাটি। কান চলচিত্র উৎসবে।
৪০]
একটি গাড়ি ও তার চালকের সম্পর্ক নিয়ে কোন সিনেমা নির্মিত হয়েছিল?
[উ] অযান্ত্রিক। সুবোধ ঘোষের ‘অযান্ত্রিক’
গল্প অবলম্বনে।
৪১]
অযান্ত্রিক সিনেমাটির পরিচালক কে?
[উ] ঋত্বিক ঘটক।
৪২]
কোন সময় থেকে জনপ্রিয় বাংলা ছবির হিন্দি রিমেক হতে শুরু করে?
[উ] বিশ শতকের ছয় ও সাতের দশক থেকে।
৪৩]
প্রথম বাংলা রঙিন সিনেমা কোনটি?
[উ] ‘পথে হল দেরি’ ১৯৫৭। পরিচালক বিভূতি
লাহা।
৪৪]
সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি বলতে কী বোঝায়?
[উ] নায়ক অপুকে নিয়ে নির্মিত সত্যজিতের তিনটি
সিনেমা—পথের পাঁচালী, অপরাজিত
এবং অপুর সংসার।
৪৫]
বাংলা সিনেমায় উত্তম কুমারের পর কার নাম সর্বাগ্রে আসে?
[উ] সৌমিত্র চট্টপাধ্য্যায়ের নাম।
৪৬]
‘চারুলতা’ সিনেমাটি রবীন্দ্রনাথের কোন গল্প অবলম্বনে তৈরি?
[উ] ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে।
৪৭]
সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা ও তথ্যচিত্রের মোট সংখ্যা কত?
[উ] ৩৬ টি।
৪৮]
সত্যজিৎ রায় পরিচালিত হিন্দি সিনেমার নাম কী?
[উ] শতরঞ্জ কে খিলাড়ি।মুন্সি প্রেমচন্দের
গল্প অবলম্বনে।
৪৯]
সত্যজিৎ রায় পরিচালিত শিশু কিশোর মনের উপযোগী কয়েকটি সিনেমার নাম লেখ।
[উ] সোনার কেল্লা, গুপি গাইন বাঘা বাইন প্রভৃতি।
৫০]
কোন সিনেমার জন্য সুচিত্রা সেন মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার
পান?
[উ] ‘সাত পাকে বাঁধা’ সিনেমার জন্য।
৫১]
সত্যজিৎ উত্তমকুমারকে নিয়ে কোন সিনেমা বানান?
[উ] ‘নায়ক’ সিনেমা।
৫২]
দেশভাগের যন্ত্রণা ও জীবন নিয়ে ঋত্বিক ঘটক কোন কোন সিনেমা বানিয়েছেন?
[উ] মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা।
৫৩]
ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার মূল কাহিনিকার কে?
[উ] অদ্বৈত মল্লবর্মনের ‘তিতাস একটি নদীর
নাম’ উপন্যাস।
৫৪]
পরিচালক ঋত্বিক ঘটক কোথায় অধ্যাপনা করতেন?
[উ] পুনে ফিল্ম ইন্সটিটিউটে।
৫৫]
মৃণাল সেনের কোন সিনেমা তাঁকে খ্যাতি এনে দিয়েছিল?
[উ] ‘ভুবন সোম’ নামক হিন্দি ছবি।
৫৬]
বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করেছেন কোন পরিচালকেরা?
[উ] ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন
প্রমুখ পরিচালকেরা।
৫৭]
সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পান?
[উ] ১৯৯২ সালে।
৫৮]
‘বাঞ্ছারামের বাগান’ সিনেমাটির পরিচালক কে?
[উ] তপন সিংহ।
৫৯]
কে প্রথম ছোটোদের জন্য সিনেমা তৈরি করেন?
[উ] সত্যেন বসু। “পরিবর্তন” নামক সিনেমা।
৬০]
বাংলায় ম্যাটিনি আইডল হয়ে উঠেছিলেন কারা?
[উ] উত্তম-সুচিত্রা জুটি।
৬১]
ভারতীয় তথ্যচিত্রের সূচনা কবে থেকে হয়?
[উ] হীরালাল সেন পরিচালিত ‘দিল্লি দরবার’ থেকে।
৬২]
কোন সময় থেকে ভারতীয় তথা বাংলায় তথ্যচিত্রের ব্যাপক প্রচলন ঘটে?
[উ] পাঁচ-এর দশক থেকে।
৬৩]
ভারতে তথ্যচিত্রের আন্দোলনের সূচনা হয় কার হাত ধরে?
[উ] পল জিলস্। জার্মান পরিচালক।
৬৪]
হরিসাধন দাশগুপ্ত বিখ্যাত কেন?
[উ] ভারতে তথ্যচিত্র নির্মাণে অন্যতম অগ্রণী
ব্যক্তি ছিলেন।
৬৫]
হরিসাধন দাশগুপ্ত পরিচালিত কয়েকটি তথ্যচিত্রের নাম লেখ।
[উ] Konark, Bade
Gulam Ali Khan, Baba, Mizoram প্রভৃতি।
৬৬]
সত্যজিৎ রায় ক’টি তথ্যচিত্র নির্মাণ করেছেন?
[উ] ৫ টি—
Rabindranath |
রবীন্দ্রনাথের |
The |
শিল্পী |
Bala |
শিল্পী |
সুকুমার |
সুকুমার |
Sikkim |
সিকিম |
৬৭]
সত্যজিৎ রায় পরিচালির রঙিন তথ্যচিত্র কোনটি?
[উ] সিকিম’ ছবিটি।
৬৮]
‘পোট্রেট অব সিটি’ তথ্যচিত্রটির নির্মাতা কে?
[উ] ঋত্বিক ঘটক। কোলকাতা শহরকে কেন্দ্র করে।
৬৯]
‘Calcutta My Eldorado’ তথ্যচিত্রটি কে নির্মাণ করেন?
[উ] মৃণাল সেন।
৭০]
Gautam : The Buddha তথ্যচিত্রটি কে নির্মাণ করেন?
[উ] বিমল রায়, এটি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত
হয়েছিল?
৭১]
আধুনিক কালে তথ্যচিত্র নির্মাণ করেছেন এমন একজনের নাম লেখ।
[উ] গৌতম ঘোষ।
৭২] প্রথম প্লে-ব্যাক প্রথার সূচনা হয় কোন সিনেমার মাধ্যমে?
[উ] নীতিন বসুর ‘ভাগ্যচক্র’ (১৯৩৫) সিনেমার মধ্যে দিয়ে।
[ডাউনলোড লিঙ্ক নিচে]
——————————