৭০+ প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ধারা | দ্বাদশ শ্রেণি | Bangla Chalachitrer Dhara | Short Answer Type Question Answer | PDF Download


৭০+ প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ধারা | দ্বাদশ শ্রেণি | Bangla Chalachitrer Dhara | Short Answer Type Question Answer | PDF Download

দ্বাদশ শ্রেণির ‘বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি’ বইটির অন্যতম একটি অধ্যায় হল ‘বাংলা চলচ্চিত্রের ধারা’। আলোচ্য অধ্যায় থেকে কিছু প্রশ্নের নমুনা উত্তর উল্লেখ করা হল।
এই পোস্টে ৭১টি প্রশ্নের নমুনা উত্তর দেওয়া হলো। সঙ্গে পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেওয়া হলো।

গুরুত্বপূর্ণ প্রশ্ন

১]
কারা প্রথম সিনেমা তৈরি করেন?

[উ] লুমিয়ের ব্রাদারঅগাস্ট লুমিয়ের
এবং লুই লুমিয়ের।

২]
প্রথম সিনেমা প্রদর্শন করা হয় কোথায়, কীভাবে?

[উ] ফ্রান্সের প্যারিস শহরের গ্র্যান্ড ক্যাফেতে।
১৮৯৫ সালে।

৩]
প্যারিসের গ্র্যান্ড ক্যাফেতে ক’টি সিনেমা দেখানো হয়েছিল?

[উ] ২০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি।

৪]
রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কে তৈরি করেছিল?

[উ] হীরালাল সেন ও মতিলাল সেন।

৫]
কলকাতায় প্রথম মুভি ক্যামেরা কবে আসে?

[উ] ১৯০২ সালে।

৬]
ভারতীয় চলচ্চিত্রের প্রথম তথ্যচিত্রকার কে?

[উ] হীরালাল সেন।

৭]
হীরালাল সেন কোন কোন তথ্যচিত্র তৈরি করেন?

[উ] ২টি তথ্যচিত্রদিল্লি দরবার এবং
বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলন।

৮]
রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কবে বন্ধ হয়ে যায়?

[উ] ১৯১৩ সালে।

৯]
ম্যাডান থিয়েটার লিমিটেড কে তৈরি করেছিলেন?

[উ] পারসি ব্যবসায়ী J.
F. Madan.

১০]
কার হাত ধরে বাংলায় সিনেমা দেখানোর ব্যাপারটি প্রাতিষ্ঠানিক রূপ পায়?

[উ] জে. এফ. ম্যাডানের হাত ধরে।

১১]
‘রাজা হরিশচন্দ্র’ সিনেমাটি কে কবে তৈরি করেছিলেন?

[উ] দাদা সাহেব ফালকে ১৯১৩ সালে।

১২]
প্রথম ভারতীয় ছবি কোনটি?

[উ] রাজা হরিশচন্দ্র।

১৩]
প্রথম বাংলা কাহিনিচিত্র কোনটি?

[উ] বিল্বমঙ্গল।

১৪]
‘বিল্বমঙ্গল’ ছবি কারা কবে তৈরি করেন?

[উ] ম্যাডান কোম্পানি ১৯১৯ সালে।

১৫]
ম্যাডান কোম্পানির প্রযোজনায় কটি ছবি তৈরি হয়েছিল?

[উ] ৬২ টি ছবি।

১৬]
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ডি.জি. নামে বিখ্যাত কে?

[উ] ধীরেন গঙ্গোপাধ্যায়।

১৭]
‘বিলেত ফেরত’ ছবিটি কারা তৈরি করেছিল?

[উ] ধীরেন গঙ্গোপাধ্যায় ও নীতিশচন্দ্র লাহিড়ি।

১৮]
তাজমহল ফিল্ম কোম্পানি কার উদ্যোগে গড়ে ওঠে?

[উ] শিশির কুমার ভাদুড়ির উদ্যোগে।

১৯]
বাংলা সিনেমায় সাহিত্যধর্মী গল্পের অবতারণা শুরু হয় কার মাধ্যমে?

[উ] তাজমহল ফিল্ম কোম্পানির মাধ্যমে।

আরো পড়ুন :  ৮টি রচনাধর্মী প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ধারা | দ্বাদশ শ্রেণি | Bangla Chalachitrer Dhara | Long Answer Type Question Answer | PDF Download

২০]
নির্বাক সিনেমার যুগে সিনেমা বিষয়ক ক’টি আইন প্রবর্তিত হয়?

[উ] দু’টি আইন[ক] সিনেমাটোগ্রাফ
অ্যাক্ট অব ইন্ডিয়া ১৯১৮ [খ] বেঙ্গল অ্যামিউজমেন্ট ট্যাক্স অ্যাক্ট ১৯২২।

২১]
ভারতে প্রদর্শিত প্রথম সবাক বা টকি সিনেমা কোনটি?

[উ] মেলোডি অব লাভ ১৯২৮।

২২]
ভারতের প্রথম টকি বা সবাক সিনেমা কোনটি?

[উ] হিন্দি ছবিআলম  আরা ১৯৩১।

২৩]
প্রথম বাংলা সবাক ছবি বা টকি কোনটি?

[উ] ম্যাডান থিয়েটার প্রযোজিত ‘জামাইষষ্ঠী’
১৯৩১।

২৪]
সবাক সিনেমাকে আরো স্বাভাবিক করে তুলেছিল কোন কোম্পানি?

[উ] নিউ থিয়েটার্স কোম্পানি।

২৫]
নিউ থিয়েটার্সের অন্যতম উদ্যোক্তা কে ছিলেন?

[উ] বি. এন. সরকার বা বীরেন্দ্রনাথ সরকার।

২৬]
রবীন্দ্রনাথ তাঁর কোন নাটকটিকে চলচ্চিত্রায়িত করেন?

[উ] নটীর পূজা

২৭]
কার জন্যে নিউ থিয়েটার্স কোম্পানি ভারতে বিখ্যাত হয়ে ওঠে?

[উ] দেবকীকুমার বসু।

২৮]
‘দেবদাস’ সিনেমাটির মূল কাহিনিকার কে?

[উ] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

২৯]
সবাক যুগের প্রথম পর্বে কোন অভিনেত্রী আইকন হয়ে উঠেছিলেন?

[উ] কানন দেবী।

৩০]
‘দো বিঘা জমিন’ সিনেমাটির পরিচালক এবং সিনেমটির মূল কাহিনিকার কে?

[উ] পরিচালক বিমল রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের
‘দুই বিঘা জমি’ কবিতা অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে।

৩১]
সাহিত্যের গল্পকেন্দ্রিক জনপ্রিয় সিনেমা কোনটি?

[উ] প্রমথেশ বড়ুয়া পরিচালিত ‘দেবদাস’।

 ৩২]
কোন সময়ে বাংলা সিনেমার পরিবর্তন সূচিত হয়েছিল?

[উ] পাঁচ-এর দশকে।

৩৩]
‘সাড়ে চিয়াত্তর’ সিনেমাটি কবে তৈরি হয়?

[উ] ১৯৫৩ সালে। নির্মল দে’র পরিচালনায়।

৩৪]
কোন সিনেমায় প্রথম উত্তম-সুচিত্রাকে জুটি হিসাবে দেখা যায়?

[উ] ‘সাড়ে চুয়াত্তর’ ১৯৫৩।

৩৫]
কবে ক্যালকাটা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠিত হয়?

[উ] ১৯৪৪ সালে।

৩৬]
The River ছবির পরিচালক কে ছিলেন?

[উ] জ্যঁ রেনোয়া।

৩৭]
পথের পাঁচালী সিনেমাটি কোন কাহিনি নিয়ে গড়ে উঠেছে?

[উ] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’
উপন্যাসের কাহিনি নিয়ে।

৩৮]
‘পথের পাঁচালী’ সিনেমাটি কবে মুক্তি পেয়েছিল?

[উ] ১৯৫৫ সালে।

৩৯]
‘দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট’ বা ‘মানবতার শ্রেষ্ঠ দলিল’ শিরোপা কোন সিনেমা পেয়েছিল?

[উ] সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’
সিনেমাটি। কান চলচিত্র উৎসবে।

৪০]
একটি গাড়ি ও তার চালকের সম্পর্ক নিয়ে কোন সিনেমা নির্মিত হয়েছিল?

আরো পড়ুন :  তেলেনাপোতা আবিষ্কার গল্পের রচনাধর্মী বড়ো প্রশ্ন উত্তর, প্রেমেন্দ্র মিত্র, Telenapota Abiskar Descriptive Question Answer, Class XI

[উ] অযান্ত্রিক। সুবোধ ঘোষের ‘অযান্ত্রিক’
গল্প অবলম্বনে।

৪১]
অযান্ত্রিক সিনেমাটির পরিচালক কে?

[উ] ঋত্বিক ঘটক।

৪২]
কোন সময় থেকে জনপ্রিয় বাংলা ছবির হিন্দি রিমেক হতে শুরু করে?

[উ] বিশ শতকের ছয় ও সাতের দশক থেকে।

৪৩]
প্রথম বাংলা রঙিন সিনেমা কোনটি?

[উ] ‘পথে হল দেরি’ ১৯৫৭। পরিচালক বিভূতি
লাহা।

৪৪]
সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি বলতে কী বোঝায়?

[উ] নায়ক অপুকে নিয়ে নির্মিত সত্যজিতের তিনটি
সিনেমা
পথের পাঁচালী, অপরাজিত
এবং অপুর সংসার।

৪৫]
বাংলা সিনেমায় উত্তম কুমারের পর কার নাম সর্বাগ্রে আসে?

[উ] সৌমিত্র চট্টপাধ্য্যায়ের নাম।

৪৬]
‘চারুলতা’ সিনেমাটি রবীন্দ্রনাথের কোন গল্প অবলম্বনে তৈরি?

[উ] ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে।

৪৭]
সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা ও তথ্যচিত্রের মোট সংখ্যা কত?

[উ] ৩৬ টি।

৪৮]
সত্যজিৎ রায় পরিচালিত হিন্দি সিনেমার নাম কী?

[উ] শতরঞ্জ কে খিলাড়ি।মুন্সি প্রেমচন্দের
গল্প অবলম্বনে।

৪৯]
সত্যজিৎ রায় পরিচালিত শিশু কিশোর মনের উপযোগী কয়েকটি সিনেমার নাম লেখ।

[উ] সোনার কেল্লা, গুপি গাইন বাঘা বাইন প্রভৃতি।

৫০]
কোন সিনেমার জন্য সুচিত্রা সেন মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার
পান?

[উ] ‘সাত পাকে বাঁধা’ সিনেমার জন্য।

৫১]
সত্যজিৎ উত্তমকুমারকে নিয়ে কোন সিনেমা বানান?

[উ] ‘নায়ক’ সিনেমা।

৫২]
দেশভাগের যন্ত্রণা ও জীবন নিয়ে ঋত্বিক ঘটক কোন কোন সিনেমা বানিয়েছেন?

[উ] মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা।

৫৩]
ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার মূল কাহিনিকার কে?

[উ] অদ্বৈত মল্লবর্মনের ‘তিতাস একটি নদীর
নাম’ উপন্যাস।

৫৪]
পরিচালক ঋত্বিক ঘটক কোথায় অধ্যাপনা করতেন?

[উ] পুনে ফিল্ম ইন্সটিটিউটে।

৫৫]
মৃণাল সেনের কোন সিনেমা তাঁকে খ্যাতি এনে দিয়েছিল?

[উ] ‘ভুবন সোম’ নামক হিন্দি ছবি।

৫৬]
বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করেছেন কোন পরিচালকেরা?

[উ] ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন
প্রমুখ পরিচালকেরা।

৫৭]
সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পান?

[উ] ১৯৯২ সালে।

৫৮]
‘বাঞ্ছারামের বাগান’ সিনেমাটির পরিচালক কে?

[উ] তপন সিংহ।

৫৯]
কে প্রথম ছোটোদের জন্য সিনেমা তৈরি করেন?

[উ] সত্যেন বসু। “পরিবর্তন” নামক সিনেমা।

আরো পড়ুন :  বাক্যতত্ত্ব থেকে বড়ো প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন ২০২২ | দ্বাদশ শ্রেণি | Bakkotatto Syntax Class 12 Samuho 2022 | Long Question Answer | PDF Download

৬০]
বাংলায় ম্যাটিনি আইডল হয়ে উঠেছিলেন কারা?

[উ] উত্তম-সুচিত্রা জুটি।

৬১]
ভারতীয় তথ্যচিত্রের সূচনা কবে থেকে হয়?

[উ] হীরালাল সেন পরিচালিত ‘দিল্লি  দরবার’ থেকে।

৬২]
কোন সময় থেকে ভারতীয় তথা বাংলায় তথ্যচিত্রের ব্যাপক প্রচলন ঘটে?

[উ] পাঁচ-এর দশক থেকে।

৬৩]
ভারতে তথ্যচিত্রের আন্দোলনের সূচনা হয় কার হাত ধরে?

[উ] পল জিলস্‌। জার্মান পরিচালক।

৬৪]
হরিসাধন দাশগুপ্ত বিখ্যাত কেন?

[উ] ভারতে তথ্যচিত্র নির্মাণে অন্যতম অগ্রণী
ব্যক্তি ছিলেন।

৬৫]
হরিসাধন দাশগুপ্ত পরিচালিত কয়েকটি তথ্যচিত্রের নাম লেখ।

[উ] Konark, Bade
Gulam Ali Khan, Baba, Mizoram
প্রভৃতি।

৬৬]
সত্যজিৎ রায় ক’টি তথ্যচিত্র নির্মাণ করেছেন?

[উ] ৫ টি

Rabindranath
Tagore

রবীন্দ্রনাথের
জীবন

The
Inner Eye

শিল্পী
বিনোদবিহারী মুখোপাধায়্যের জীবনী

Bala

শিল্পী
বালা সরস্বতীকে নিয়ে

সুকুমার
রায়

সুকুমার
রায়ের জীবনী

Sikkim

সিকিম
রাজ্য নিয়ে

 

৬৭]
সত্যজিৎ রায় পরিচালির রঙিন তথ্যচিত্র কোনটি?

[উ] সিকিম’ ছবিটি।

৬৮]
‘পোট্রেট অব সিটি’ তথ্যচিত্রটির নির্মাতা কে?

[উ] ঋত্বিক ঘটক। কোলকাতা শহরকে কেন্দ্র করে।

৬৯]
Calcutta My Eldorado’ তথ্যচিত্রটি কে নির্মাণ করেন?

[উ] মৃণাল সেন।

৭০]
Gautam : The Buddha তথ্যচিত্রটি কে নির্মাণ করেন?

[উ] বিমল রায়, এটি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত
হয়েছিল?

৭১]
আধুনিক কালে তথ্যচিত্র নির্মাণ করেছেন এমন একজনের নাম লেখ।

[উ] গৌতম ঘোষ।

৭২] প্রথম প্লে-ব্যাক প্রথার সূচনা হয় কোন সিনেমার মাধ্যমে?

[উ] নীতিন বসুর ‘ভাগ্যচক্র’ (১৯৩৫) সিনেমার মধ্যে দিয়ে।

 

 

 [ডাউনলোড লিঙ্ক নিচে]

 

 

 

——————————

Download PDF

——————————


error: সংরক্ষিত !!
Scroll to Top