উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশান ২০২২ | WB HS Class 12 History Suggestion 2022 PDF


দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশান ২০২২ বিষয়ে এই পোস্ট। এখানে WB HS History Suggestion সম্পর্কে যথাযথ তথ্য উপস্থাপন করা হবে। ২০২২ সালের পরীক্ষায় ইতিহাস বিষয়ে মোট ৫টি অধ্যায় (১ম + ৩য় + ৪র্থ + ৫ম + ৬ষ্ঠ) থেকে প্রশ্ন আসবে। সেজন্য নির্বাচিত ৫টি অধ্যায়ের মধ্যে থেকেই নিম্নলিখিত সাজেশান নির্মিত হয়েছে। লক্ষ রাখা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা সর্বোচ্চ কমন পেতে পারে এগুলি অনুশীলন করলে।

দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশান ২০২২

[১] প্রথম অধ্যায় = অতীত স্মরণ

  • ১ নম্বরের প্রশ্ন (MCQ & SAQ)
  • ৮ নম্বরের প্রশ্ন  বিভিন্ন ধরণের জাদুঘরের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • ৮ নম্বরের প্রশ্ন  জাদুঘর বলতে কী বোঝ? জাদুঘরের উদ্দেশ্য, কার্যাবলি ও গুরুত্ব লেখ।
  • ৮ নম্বরের প্রশ্ন  কিংবদন্তি কী? কিংবদন্তির বৈশিষ্ট্য উলেখ করে ইতিহাসের ক্ষেত্রে এর গুরুত্ব লেখ।
  • ৮ নম্বরের প্রশ্ন  মিথ (পৌরাণিক কাহিনি/উপকথা) ও লিজেন্ড (কিংবদন্তী) বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে?
  • ৮ নম্বরের প্রশ্ন  অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো।
  • ৮ নম্বরের প্রশ্ন  পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী?

[২] তৃতীয় অধ্যায় = ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য

  • ১ নম্বরের প্রশ্ন (MCQ & SAQ)
  • ৮ নম্বরের প্রশ্ন  ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্টের শর্তসমূহ উল্লেখ করো। এই আইনের মূল্যায়ন করো।
  • ৮ নম্বরের প্রশ্ন  লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলের ভূমিরাজস্ব ব্যবস্থার পরিচয় দাও।
  • ৮ নম্বরের প্রশ্ন  কর্ণওয়ালিশের আমলের ভূমিরাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। [অথবা] ১৭৯৩-এর চিরস্থায়ী বন্দোবস্তের উপর সংক্ষিপ্ত নিবন্ধ লেখ।
  • ৮ নম্বরের প্রশ্ন  অবশিল্পায়ন বলতে কী বোঝো? অবশিল্পায়নের কারণ উল্লেখ করে ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব লেখ।
  • ৮ নম্বরের প্রশ্ন  দেশীয় শিল্প-বাণিজ্য ধ্বংসের কারণ ও ফলাফল লেখ।
  • ৮ নম্বরের প্রশ্ন  ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্য কী ছিল? রেলপথ নির্মাণে ব্রিটিশ সরকারের বিভিন্ন উদ্যোগের পরিচয় দাও। ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের প্রভাব আলোচনা করো।
  • ৮ নম্বরের প্রশ্ন  ভারতীয় সভ্যতা সম্পর্কে জেমস মিলের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। 
  • ৮ নম্বরের প্রশ্ন  ভারতীয় সভ্যতা সম্পর্কে টমাস মেকলের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।
  • ৮ নম্বরের প্রশ্ন  সিরাজদৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ উল্লেখ করো। বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো।
  • ৮ নম্বরের প্রশ্ন  পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।
  • ৮ নম্বরের প্রশ্ন  কোম্পানি দেওয়ানি লাভ করে কীভাবে? দেওয়ানি লাভের গুরুত্ব লেখো।
  • ৮ নম্বরের প্রশ্ন  দ্বৈত শাসনব্যবস্থা কী? এই শাসনব্যবস্থার ফলাফল কী ছিল?
  • ৮ নম্বরের প্রশ্ন  ভারতে প্রবর্তিত বিভিন্ন সনদ আইনগুলির পরিচয় দাও।
  • ৮ নম্বরের প্রশ্ন  চিনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও।
  • ৮ নম্বরের প্রশ্ন  ক্যান্টন বাণিজ্য প্রথা কী? এই প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করে এর সংক্ষিপ্ত বিবরণ দাও। 

[৩] চতুর্থ অধ্যায় = সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া

  • ১ নম্বরের প্রশ্ন (MCQ & SAQ)
  • ৮ নম্বরের প্রশ্ন  মধ্যবিত্ত শ্রেণির উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। ব্রিটিশ ভারতে মধ্যবিত্ত শ্রেণির বৈশিষ্ট্য আলোচনা করো।
  • ৮ নম্বরের প্রশ্ন  ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা ও প্রসার আলোচনা করো।
  • ৮ নম্বরের প্রশ্ন  ডিরোজিওর নব্যবঙ্গ আন্দোলনের পরিচয় দাও। এই আন্দোলনের সীমাবদ্ধতা/ব্যর্থতা আলোচনা করো।
  • ৮ নম্বরের প্রশ্ন  বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। [অথবা] বাংলার নবজাগরণ বিষয়ে যে বিতর্ক রয়েছে তার পরিচয় দাও।
  • ৮ নম্বরের প্রশ্ন  শিক্ষা বিস্তারে ও সমাজসংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 
  • ৮ নম্বরের প্রশ্ন  শিক্ষা বিস্তারে ও সমাজসংস্কারে রামমোহন রায়ের অবদান আলোচনা করো।
  • ৮ নম্বরের প্রশ্ন  বাংলার বাইরে সমাজসংস্কার আন্দোলনে প্রার্থনাসমাজ ও আর্যসমাজের ভূমিকা লেখ।
  • ৮ নম্বরের প্রশ্ন  স্যার সৈয়দ আহমদ খান এবং আলোগড় আন্দোলনের উপর নিবন্ধ লেখ।
  • ৮ নম্বরের প্রশ্ন  চিনে ৪-মে আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা কর।
  • ৮ নম্বরের প্রশ্ন  ধর্মসংস্কার ও জাতীয়তাবাদের প্রসারে বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো।
  • ৮ নম্বরের প্রশ্ন  ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের পরিচয় দাও
আরো পড়ুন :  দ্বাদশ শ্রেণির বাংলা প্রকল্প প্রজেক্ট ২০২৪ | পিডিএফ | Class 12 Bengali Project 2024 | PDF Download

[৪] পঞ্চম অধ্যায় = ঔপনিবেশিক ভারতের শাসন

  • ১ নম্বরের প্রশ্ন (MCQ & SAQ)
  • ৮ নম্বরের প্রশ্ন  ১৯১৯ সালের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্যসমূহ (শর্তসমূহ) উল্লেখ করো। এই আইনের ত্রুটি-বিচ্যুতি উল্লেখ করো।
  • ৮ নম্বরের প্রশ্ন  ১৯০৯ সালের মর্লে-মিন্টো সংস্কার আইনের বিভিন্ন শর্ত আলোচনা করো। এই আইনের ত্রুটি কী ছিল?
  • ৮ নম্বরের প্রশ্ন  ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল?
  • ৮ নম্বরের প্রশ্ন  রাওলাট আইনের শর্তাবলী আলোচনা করো। এই আইনের প্রতিবাদে গান্ধিজিসহ অন্যান্যদের প্রতিক্রিয়া কীরূপ ছিল?
  • ৮ নম্বরের প্রশ্ন  মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট ও পরিণতি উল্লেখ কর।
  • ৮ নম্বরের প্রশ্ন  বিভাজন ও শাসন নীতি কী? এই নীতি বাস্তবায়নে ব্রিটিশ সরকারের বিভিন্ন উদ্যোগের পরিচয় দাও।
  • ৮ নম্বরের প্রশ্ন  সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির প্রেক্ষাপট ও তৎসংক্রান্ত প্রতিক্রিয়া কিরূপ ছিল তা লেখো।
  • ৮ নম্বরের প্রশ্ন  বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ভয়াবহতার পরিচয় দাও।  এর ফলাফল আলোচনা কর।
  • ৮ নম্বরের প্রশ্ন  প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে শিল্পায়ণের কারণ আলোচনা করো। এই সময় ভারতে শিল্পের বিকাশ সম্পর্কে ধারণা দাও।    
আরো পড়ুন :  ৭টি বড়ো প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন ভারতবর্ষ গল্প সৈয়দ মুস্তাফা সিরাজ | দ্বাদশ শ্রেণি | Bharatbarsa | Long Question Answer | PDF Download

[৫] ষষ্ঠ অধ্যায় = দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ

  • ১ নম্বরের প্রশ্ন (MCQ & SAQ)
  • ৮ নম্বরের প্রশ্ন  স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনির অবদান লেখো।
  • ৮ নম্বরের প্রশ্ন  ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধের পরিচয় দাও। অথবা, হো-চি-মিনের নেতৃত্বে ইন্দোচিনের মুক্তির সংগ্রামের পরিচয় দাও।
  • ৮ নম্বরের প্রশ্ন  ইন্দোনেশিয়ার স্বাধীনতা যুদ্ধের পরিচয় দাও।
  • ৮ নম্বরের প্রশ্ন  নৌবদ্রোহের কারণ ও তাৎপর্য লেখ।
  • ৮ নম্বরের প্রশ্ন  ক্রিপস মিশনের আগমনের প্রেক্ষাপট উল্লেখ করে এর প্রস্তাবসমূহের বিবরণ দাও। এর ব্যর্থতার কারণ উল্লেখ করো।
  • ৮ নম্বরের প্রশ্ন  ভারতছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য লেখ। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহন আলোচনা করো।
  • ৮ নম্বরের প্রশ্ন  ১৯৪২ এর ভারতছাড়ো আন্দোলনের পরিচয় দাও।
  • ৮ নম্বরের প্রশ্ন  এশিয়াবাসীদের জন্য এশিয়া নীতি কী? এর উদ্দেশ্য কী ছিল?
  • ৮ নম্বরের প্রশ্ন  মাউন্টব্যাটেন পরিকল্পনা কী? এ বিষয়ে ভারতীয়দের মনোভাব কেমন ছিল লেখ।
আরো পড়ুন :  শ্রীগঙ্গাস্তোত্রম এর বাংলা অনুবাদ | দ্বাদশ শ্রেণি | Bengali Meaning of Shree Ganga Stotram Text Class 12 | PDF Download



আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে যুক্ত হোন

👇👇👇👇

Join Telegram (demo)

Join Facebook (open)

————————

————————


error: সংরক্ষিত !!
Scroll to Top