দশম শ্রেণি

হারিয়ে যাওয়া কালিকলম [শ্রীপান্থ] প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, দশম শ্রেণি, Hariye Jaoya Kali kolom, Class 10 Madhyamik, MCQ SAQ


প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাধ্যমিক বাংলা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ শ্রীপান্থ-র || মাধ্যমিক হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে ১ নম্বরের বিকল্প উত্তরধর্মী (MCQ) এবং সংক্ষিপ্ত প্রশ্নের ১ নম্বরের প্রশ্ন ও উত্তর | Ten Bengali Examination – মাধ্যমিক বাংলা থেকে ১ নম্বরের প্রশ্ন ও উত্তর | এগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

হারিয়ে যাওয়া কালিকলম [শ্রীপান্থ] প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, দশম শ্রেণি, Hariye Jaoya Kali kolom, Class 10 Madhyamik, MCQ SAQ 

হারিয়ে যাওয়া কালি কলম

শ্রীপান্থ

পয়েন্ট গুলি

M.C.Q

১. ছোটবেলার লেখক শ্রীপান্থ কালি বানাতেন কি দিয়ে ? — বড়ি-গুলে দিয়ে।

২. আদিতে কি নাম ছিল ফাউন্টেন পেনের? — রিজার্ভার পেন।

৩. লেখক শ্রীপান্থ বহুদিন যে কলমটির কথা মনে রেখেছিলেন সেটি হল — জাপানি পাইলট।

৪.ফাউন্টেন পেনের আবিষ্কারক কে ? — লুইস ওয়াটারম্যান 

৫. কেরি সাহেবের মুন্সি কে ছিলেন? — রামরাম বসু ।

৬.নীলনদ কোন দেশে আছে? — মিশরে।

৭.শ্রীপান্থ কার ছদ্মনাম? — নিখিল সরকারের।

৮.কাসকাসে কলম দিয়ে কে আঘাত করেছিল? — সিজার।

-------------------------------------------------------
-------------------------------------------------------


-------------------------------------------------------
-------------------------------------------------------

৯. বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভারস বলে অভিহিত করতেন কে? — লর্ড কার্জন।

১০. সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে – সেগুলি কী? — হোম টাস্ক করা কলাপাতা।

১১. রবীন্দ্রনাথের চিত্র শিল্পের সূচনা হয়েছিল — পান্ডুলিপির খাতায়।

১২. বাংলায় একটা কথা চালু ছিল – কথাটি হলো — কালি নেই, কলম নেই, বলে আমি মুনসি।

১৩.তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি — কী নিয়ে ? — ঘরে তৈরি কালি আর কলাপাতা।

১৪. ফাউন্টেন পেনকে এককালে বলা হত — ঝরনা কলম ।

১৫. শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন — নিখিল সরকার ।

১৬. নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম — এৈলোক্যনাথ মুখোপাধ্যায়।

১৭. আদিতে ফাউন্টেনের পেনের নাম ছিল — রিজার্ভার পেন ।

১৮. ফাউন্টেন পেনের এক বিপদ — বিপদটা কী? — তা লেখককে নেশাগ্রস্ত করে।

১৯. উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত — বারো আনায়।

২০.গরুকে কি খাওয়ানো পাপ? — অক্ষর ।

২১. আমরা কলম তৈরি করতাম —- বক্তা কী দিয়ে কলম তৈরি করতে? — বাঁশের কঞ্চি দিয়ে ।

২২. কলম তাদের কাজে অস্পৃশ্য — কাদের কথা বলা হয়েছে? — পকেটমার।

২৩. কলমে কায়স্থ চিনি গোঁফেতে —? রাজপুত।

২৪. অথচ আমাদের আপিস, সবাই বলেন — কী বলেন? — লেখালেখির অফিস।

২৫. গ্রাম অঞ্চলে কোন সময় খাগের কলম দেখা যায়? — সরস্বতী পুজোর সময় ।

২৬. শৈলজানন্দ তার ফাউন্টেন পেনের নেশা পেয়েছিলেন — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে।

২৭. আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা – বক্তা কখন ফাউন্টেন পেন কিনেছিলেন ? — দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরে।

২৮. সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা শ্রীপান্থ জেনেছিলেন — শুভো ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে।

২৯. সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম হল — স্টাইলাস।

৩০. বাঙ্গালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে লর্ড কার্জন বলতেন — বাবু কুইল ড্রাইভারস।

৩১. আবার তিনি ছুটলেন কালির সন্ধানে —- কে ছুটলেন? — ওয়াটারম্যান।

৩২. লেখক শ্রীপান্থ নিজেকে বলেছেন — গ্রামের ছেলে ।

৩৩. পালকের কলম এর ইংরেজি নাম কী? — কুইল ।

৩৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কিছু বছর পর লেখক কলেজ স্ট্রিটে কি কিনতে গিয়েছিলেন? — ফাউন্টেন পেন।

৩৫. প্রাবন্ধিক শ্রীপান্থ যখন কলেজে পড়তেন তখন পড়ুয়াদের পকেটে কি পেন থাকতো ? — বল-পেন।

৩৬. আমি যেখানে কাজ করি সেটা — আপিস । — লেখালেখির ।

৩৭.সিজার তার কলমটি দিয়ে আঘাত করেছিলেন — কাসকাকে।

৩৮. জুলিয়াস সিজার ছিলেন —- রোমের সম্রাট।

৩৯. বাঁশের বা কঞ্চির কলম ব্যবহার প্রাবন্ধিক শ্রীপান্থ কবে বন্ধ করেছিলেন — শহরের হাই স্কুলে ভর্তি হওয়ার পর।

৪০. তাদের ভরণপোষণের ব্যবস্থা করতেন —- কাদের ভরণ পোষণের কথা বলা হয়েছে? — লিপিকুশলীদের ।

৪১. চার খন্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকের একজন লেখক পেয়েছিলেন নগদ — সাত টাকা।

৪২. বাঁশের কঞ্চির কলমকে শ্রীপান্থ ছুটি দেন শহরে — হাই স্কুলে ভর্তির পর।

৪৩. স্টাইলাস কার পোশাকি নাম? — ব্রোঞ্জের শলাকার।

৪৪. ফাউন্টেন পেনের বাংলা নাম কি?—- ঝরনা কলম ।

৪৫. কথাশিল্পী শরৎচন্দ্রের কিসের নেশা ছিল? — ফাউন্টেন পেনের।

৪৬. শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম কোথায় গোজা ছিল? — পায়ের মোজায়।

৪৭. মুঘল দরবার তাদের কত না খাতির —- তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? — লিপি কুশলীদের।

৪৮. ঝরনা কলম নামটি দিয়েছিলেন — রবীন্দ্রনাথ।

৪৯. আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম — কোন অধিশ্বর? — জুলিয়াস সিজার।

৪৯. আমারা তাতে হোম টাক্স করতাম —- বক্তা কিসে হোম টাস্ক করতেন? — কলা পাতায় ।

৫০. ছেলেবেলায় লেখক শ্রীপান্থের বাড়িতে কিসে রান্না হতো? — কাঠের উনুনে।

৫১. কোথায় আছে কালি কলম মন লেখে — জন। — তিন।

৫২. চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে — তুলি।

৫৩. হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে উল্লিখিত সবচেয়ে দামি কলমটির মূল ছিল — আড়াই হাজার পাউন্ড।

৫৪. লেখার পাত বলতে বলা হয়েছে — কলাপাতা।

৫৫. ফাউন্টেন পেনের আবিষ্কারক কে? — লুইস অ্যাডসন ওয়াটারম্যান।

৫৬.শ্রীপান্থ ফিনিসিয় হলে বন প্রাপ্ত থেকে কুড়িয়ে নিতেন — একটি হাড়।

৫৭. তারও ছিল ফাউন্টেন পেনের নেশা —- তারও বলতে কার কথা বলা হয়েছে ? — শরৎচন্দ্র।

৫৮. মনে মনে প্রতিজ্ঞা করলেন —- কে প্রতিজ্ঞা করলেন? — ওয়াটারম্যান ।

৫৯. ছিড়ে না পত্র না ছাড়ে মসি —-মসি কথাটির অর্থ হল — কালি।

৬০. কলমের দুনিয়ার যা সত্যি কারের বিপ্লব ঘটায় তা হলো — ফাউন্টেন পেন ।

৬১. শ্রীপান্থ তার ফাউন্টেন পেনের সংগ্রহ দেখেছিলেন — লেখক শৈলজানন্দ।

৬২. শ্রীপান্থ একটি ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন কলকাতায় — কলেজ স্ট্রিটে ।

৬৩. কালির অক্ষর নাই কো পেটে চণ্ডী পড়েন — কালীঘাটে ।

আরো পড়ুন :  আয় আরো বেঁধে বেঁধে থাকি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

৬৪. তখন মনে কষ্ট হয় বৈকি — কেনো কষ্ট হয়? — কলম হাত ছাড়া হয়ে গেলে।

৬৫. পন্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে কে ? — ফাউন্টেন পেন।

৬৬. ছেলেবেলায় লেখক শ্রীপান্থ কি দিয়ে কলম তৈরি করতেন? — কঞ্চি কেটে।

৬৭. এক সময় বলা হতো —- কি বলা হতো?— কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত।

৬৮. হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি গৃহীত হয়েছে যে গ্রন্থ থেকে তাহলো — হারিয়ে যাওয়া কালি কলম মন।

৬৯. সত্যজিৎ রায়ের অনেক সুন্দর নেশার মধ্য একটি ছিল — লিপি শিল্প।

৭০. উইলিয়াম জোন্স কে ছিলেন? — ভাষাবিজ্ঞানী ।

৭১. আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন—-কি বুঝতে পারলেন? —- পকেটের অবস্থা ।

৭২. প্রাবন্ধিক শ্রীপান্থের মতে শেষ পর্যন্ত নিজের কলমের মর্যাদা কে বাঁচিয়ে রেখেছিলেন? — সত্যজিৎ রায়।

৭৩. সিজার তার কলম দিয়ে আঘাত করেছিলেন — কাসকাকে।

৭৪.পন্ডিত মশাইরা কোথায় কলম গুজে রাখতেন — কানে।

৭৫. তোমার সোনার দোয়া কলম হোক — এই আশীর্বাদ কে করতেন? —- বুড়ো -বুড়িরা ।

৭৬. কলকাতার চৌরঙ্গী পথে গিজগিজ করছে ফেরিওয়ালা —- লিখেছিলেন — একজন বিদেশী সাংবাদিক।

৭৭.বল পেন এর অন্য নাম কি? — ডটপেন।

৭৮. কোন বিখ্যাত লেখক প্রাবান্ধিক শ্রীপান্থকে ফাউন্টেন পেনের সংগ্রহ দেখিয়েছিলেন? — শৈলজানন্দ।

৭৯. কথায় বলে —-কথায় কি বলে? — কালি কলম মন রেখে তিনজন।

৮০. বর্তমানে খাগের কলম দেখা যায় একমাত্র — সরস্বতী পুজোর সময়।

৮১. অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখেছেন মাত্র একজন — তিনি হলেন — অন্নদাশঙ্কর রায়।

৮২. কেরি সাহেব হলেন — উইলিয়াম কেরি ।

৮৩.কার দোয়াত সংগ্রহ প্রাবন্ধিক শ্রীপান্থ দেখেছিলেন? — শুভো ঠাকুর।

—————————————————-

S.A.Q

১. স্টাইলাস কী?
[উ] প্রাচীন রোমের লেখক কলম হিসাবে ব্রঞ্জের ধারালো যে শালাকার ব্যবহার প্রচলিত ছিল তার নাম স্টাইলাস । সিজার কে এই স্টাইলাস দিয়ে কাসকাকে আঘাত করেছিলে ।

২. কিছুদিন আগে এক বিদেশি সাংবাদিক লিখেছিলেন —বিদেশি সাংবাদিক কি লিখেছিলেন ?
[উ] হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে শ্রীপান্থ জানিয়েছেন যে, কিছু কাল আগে একজন বিদেশী সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গীর পথে ভিড় করা ফেরিওয়ালাদের প্রতি তিনজনের মধ্য একজনের পেশা ছিল কলম বিক্রি করা ।

৩. ক্রমে তাও বুঝিবা যায় — এরূপ সংশয়ের কারণ কী?
[উ] এরূপ সঞ্চয়ের কারণ ধারায় বাসের কলম, পালকের কলম বিদায় নিলে ফাউন্টেন পেন বাজারে দখল করে। তাকে হারিয়ে দিয়ে আসি ডটপেন। বর্তমানে কম্পিউটারের কাছে ডট পেনের অস্তিত্ব বিপন্ন হয়েছে। তাই এমন মন্তব্য করা হয়েছে ।

৪. দোকানদার কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন?
[উ] দোকানদার লেখক কে কলম বিক্রি করার আগে একটি জাপানি কলম দেখিয়ে আচমকা খাপ সরিয়ে সেটি ছুড়িয়ে দিয়েছিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটু বোর্ডের ওপর। কলমটি বোর্ড থেকে খুলে নেওয়া জাদু দেখিয়েছিলেন।

৫. আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি । —-পদ্ধতিটি লেখো?
[উ] কড়াইয়ের তলায় জমে থাকা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে নিয়ে পাথরের মাটিতে রাখা জলে তৈরি করতেন। এবং তাদের মধ্য ওস্তাদেরা জলে হরতকী ঘষত, ভাজা আতব চালপোড়া বেটে মেশাতে গরম লোহার ছ্যাকা দিত।

৬. শ্রীপান্থের প্রকৃত নাম কী? তার উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লেখো?
[উ] শ্রীপান্থের প্রকৃত নাম নিখিল সরকার। তার উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম হলো — ১. মেটিয়াবুরুজের নবাব । ২. আজব নগরী।

৭.লেখক শ্রীপান্থ কবে থেকে বাঁশের কঞ্চির কলম ব্যবহার বন্ধ করেন?
[উ] লেখক যখন শহরের হাই স্কুলে ভর্তি হন তখন বাঁশের বা কঞ্চির কলমের ছুটি দেন ।

৮. ট্রামযাত্রী মহিলাদের খোপায় কেন কলম থাকে?
[উ] ট্রাম থেকে নামার সময় অন্যের বুক পকেটে টাকা পেন মহিলাযাত্রীর মাথার খোপায় গোজা হয়ে যায়।

৯. এখন অধুনা লুপ্ত পালকের কলম কোথায় দেখা যেতে পারে?
[উ] আধুনিক যুগে বিলুপ্ত পালকের কলম দেখতে হলে পুরানো দিনের তৈলচিত্র বা ফটোগ্রাফ দেখতে হবে ।

১০. সবাই এখানে লেখক। —- কোনখানে ?
[উ] লেখালেখির অফিসে সবাই কাজ করেন বলে সবাই সেখানে লেখক।

১১. লেখক শ্রীপান্থ প্রাচীন মিশরে জন্মালে কি করবেন ভেবেছিলেন?
[উ] লেখক প্রাচীন মিশরে জন্মালে নীলনদের তীরে থেকে নল খাগড়া ভেঙে তাকে ভোতা করে কলম বানিয়ে লিখতেন।

১২. তারও ছিল ফাউন্টেন পেনের নেশা – তারও বলতে কার কথা বলা হয়েছে?
[উ] হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে উদ্ধৃত এই অংশে তারও বলতে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। তার ও ফাউন্টেন পেনের নেশা ছিল।

১৩. আমারা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম —- বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন?
[উ] লেখক শৈশবে কলাপাতায় হোম টাস্ক করতে হতো। সেগুলি মাস্টার মশাইদের দেখিয়ে ফেরার পথে তারা পুকুরে ফেলে দিতেন। তার কারণ সেগুলোর গরু খেলে অমঙ্গল হতো।

১৪.মনে মনে আমি সেই ফরাসি কবির মতো বলেছি —- প্রাবন্ধিক কি বলেছিলেন?
[উ] লেখক মনে মনে ফরাশি কবির মতো বলেছেন তুমি সবল, আমি দুর্বল। তুমি সাহসী, আমি ভীরু। তবু যদি আমাকে হত্যা করতে চাও। আচ্ছা তবে তাই হোক।

১৫. উইলিয়াম জোন্স কে ছিলেন?
[উ] উইলিয়াম জোন্স ছিলেন ভাষাতত্ত্ববিক, প্রাচ্যবিদ্যা এবং আইনঞ্জ। ইনি তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন। লাতিন, গ্রিক, সংস্কৃত প্রভৃতি ভাষা নিয়ে তিনি কাজ করেছেন। ‘এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা তার উল্লেখযোগ্য কীর্তি।

১৬. কলম আজ তাদের কাছে আস্পৃশ্য – কাদের কাছে কলমা অস্পৃশ্য?
[উ] হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক কৃপন্থ জানিয়েছেন যে, কলম সস্তা ও সর্বজ্ঞের হওয়ায় পকেটমারদের কাছে তা অস্পৃশ্য হয়ে উঠেছে।

১৭.জন্ম নিল ফাউন্টেন পেন। — ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত টি উল্লেখ করো?
[উ] লুইস অ্যান্ডারসন ওয়াটার ম্যান দোয়াতের কালি বিভ্রান্তের জন্য বাণিজ্যিক চুক্তি করতে ব্যর্থ হয়ে আধুনিক কলম সৃষ্টি করতে চেয়ে ফাউন্টেন পেন আবিষ্কার করেন ।

১৮. তখন মনে কষ্ট হয় বৈকি? — কি কারনে মনে কষ্ট হয়?
[উ] কালি ও কলমের সঙ্গে প্রবন্ধকারের অশৈশবের আন্তরিক সম্পর্ক। কিন্তু সময়ের ধারায় কলমের উপযোগিতা কমতে কমতে প্রায় শেষ হয়ে এসেছে। এখন কলমের সঙ্গে লেখকের সম্পর্ক নেই। এ কথা ভেবে প্রবন্ধকারের কষ্ট হয়।

আরো পড়ুন :  দশম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় অধ্যায় | সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর [মান ২] pdf download |

১৯.হোম টাস্ক মাস্টার মশাই কে দেখানোর পরে কেন পুকুরে তা ফেলা হতো কেনো?
[উ] কলাপাতার ওপর লেখা হোম টাস্ক, গরু খেলে পাপ হবে ভেবে লেখকরা শৈশবে তা পুকুরে ফেলে দিতেন ।

২০. বড়োরা শিখিয়ে দিয়েছিলেন—- কি শিখিয়ে দিয়েছিলেন?
[উ] গ্রামের বড়োরা শিখিয়ে দিয়েছিলেন কঞ্চি কেটে সূচালো করে তৈরি কলমের মুখটা ছিড়ে দিলে কালি চুইয়ে পড়বে ধীরে ধীরে।

২১. দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা?
[উ] নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে বিখ্যাত লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ফাউন্টেন পেন সংগ্রহ করার নেশার কথা বলা হয়েছে ।

২২. অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম —- বক্তা কি ভেবেছিলেন?
[উ] বক্তা শ্রীকান্ত দাওয়াত কালীর অস্তিত্ব সংকট দেখে ভেবেছিলেন যে দোয়াত কালি দিয়েই শেক্সপিয়া, মিলটন, কালিদাস বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র তাদের সমস্ত অমর রচনা লিখে গেছেন।

২৩. শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা কে বাঁচিয়ে রেখেছিলেন?
[উ] শ্রীপান্থ এই হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লিখেছেন যে শেষ পর্যন্ত নিজের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়।

২৪.ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা —কেন?
[উ] কম্পিউটারের কাছে পরাজিত হয়ে কলমের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়লেও ইতিহাসে তার স্থান পাকা। তার কারণ শিক্ষা, শিল্প এবং সংস্কৃতির সৃজন, সমৃদ্ধিতে সুদূর অতীত থেকে কলমের অবদান রেখে এসেছে।

২৫. সেসব ফাঁকি মাত্র – সেসব বলতে কী বুঝিয়েছেন লেখক?
[উ] এই প্রবন্ধে কোনো কোনো অফিসের টেবিলে দোয়াত কলম সাজানো দেখা যায়। আসলে ছদ্মবেশী ডটপেন। কলমের দ্বারা এই ছলনাকে বুঝিয়েছেন লেখক ‘সেসব ফাঁকি মাত্র ‘কথাটির মাধ্যমে ।

২৬. তখন বেশ ভালো লাগে —- ভালো লাগার কারণ কী?
[উ] শ্রীপান্ত স্বয়ং কালিকলমের ভক্ত। সময়ের ধারায় কালি কলমের অস্তিত্ব বিপন্ন হচ্ছে দেখে নিন ব্যতীত হয়। তাই শত পরিবর্তনের মত যখন কাউকে কলম আঁকড়ে পড়ে থাকতে দেখেন তখন তিনি আনন্দ পান ।

২৭.পকেট মারেরা কলম নিয়ে হাত সাফায়ের খেলা দেখায় না কেন?
[উ] তার কারণ কলম এতই সস্তা হয়ে পড়েছে যে পকেটমারাও লাভ নেই দেখে কলম নিয়ে হাত কাটা এর খেলা দেখায় না।

২৮. তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি — কি কি নিয়ে প্রথম লেখালেখি?
[উ] হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক জানিয়েছিলেন যে, বাঁশের কলম, মাটির দোয়াত,ঘরে তৈরি কালি আর কলাপাতা নিয়ে তাদের প্রথম লেখালেখি শুরু হয়েছিল।

২৯. লেখার পাত কী?
[উ] লেখক শৈশবে হোক টাস্ক করার জন্য কাগজ সাইজে যে কলাপাতা কাটবেন লেখক তাকে লেখার পাত বলা হয়েছে।

৩০. তারা হয়তো বুঝবেন — কারা কি বুঝবেন?
[উ] এই প্রবন্ধে কবি ৫০-৬০ বছর আগে লেখকের মতো যারা বাংলার আজ পাড়া গায়ে জন্মেছিলেন তারা কলমের সঙ্গে সেকালের সম্পর্কে গভীরতা বুঝবেন পড়ুয়াদের।

৩১. তাদের দোয়াতে বোঝা পালকের কলম — কাদের দোয়াতে পালকের কলম গোজা থাকতো?
[উ] উইলিয়াম জোন্স বা কেরি সাহেবের মুন্সির ছবিতে দেখা যেত তাদের সামনে রাখা দোয়াতে পলকের কলম গোজা থাকতো।

৩২. কালগুনে বুঝিয়ে আজ আমরাও তাই — তাই বলতে কি বুঝিয়েছেন লেখক?
[উ] কালি কলমের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তি নিজেকে মুন্সি বলে দাবি করলে যেমন হাস্যকর শোনাই তেমনি বর্তমানে লেখকদের অবস্থা । তারা লেখক কিন্তু কালি কলমের সঙ্গে তাদের সম্পর্ক নেই।

৩৩. লেখক শ্রীপান্থ ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন?
[উ] লেখক শ্রীপান্থ অর্থাৎ নিখিল সরকার হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে ছোটবেলায় কাগজের সাইজের কলাপাতা কেটে তার উপরে হোম টাস্ক করতেন।

৩৪. কাসকা কে ছিলেন?
[উ] জুলিয়ার সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন ছিলেন কাসকা। উনি রোমের সেনেটে সিজার কে প্রথম আঘাত করেন। এবং সিজার তাকে স্টাইলাস দিয়ে আঘাত করেছিলেন।

৩৫. কে না জানেন –কি জানার কথা বলা হয়েছে?
[উ] হাতে লেখা পান্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে রচিত হয়ে যাওয়া ছন্দোবদ্ধ সাদা-কালো ছবিগুলির জন্য রবীন্দ্রনাথ চিত্রশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন এ কথা সবাই জানে। এই জানার কথা এখানে বলা হয়েছে।

৩৬. লেখক শ্রীপান্থ ছোটবেলায় কেমন করে কলম তৈরি করতেন?
[উ] লেখক শ্রীপান্থ জানিয়েছিলেন ছোটবেলায় প্রত্যন্ত গ্রামে থাকার সময় রোগা বাশের কঞ্চি কেটে কলম তৈরি করতেন।

৩৭.যন্ত্রটা এক ধরনের পেন্সিল সাপনারের মতো। — কোন যন্ত্র?
[উ] পেন্সিল সাপনারের মতো যন্ত্রের সাহায্য পালক কেটে কলম বানানোর যন্ত্র।

৩৮. লেখে তিনজন — এই তিনজনের নাম লেখ লেখো।
[উ] শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের থেকে উদ্ধৃত এই অংশে লেখে তিনজন বলতে যে তিনজনের কথা বলা হয়েছে তারা হলো — ১. কালি ২. কলম ৩. মন।

৩৯. ফাউন্টেন পেনকে কিভাবে দামি করা হলো?
[উ] দোয়াত আর কলমকে হাটিয়ে বাজারে আসা ফাউন্ট পেন কে দামী করার জন্য তাকে সোনা দিয়ে মুড়ে দেওয়া হতো।

৪০. সেই আঘাতেরই পরিনতি নাকি তার মৃত্যু। — কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে?
[উ] সাহিত্যিক এৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর বুকে নাকি তারই কলমের নিব অসাধারনে বিঁধে গিয়ে তার মৃত্যুর কারণ হয়।

৪১. ফাউন্টেন পেন আসার পর কি ধরনের কলম হারিয়ে যায়?
[উ] ফাউন্টেন পেন আসার পর কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম ইত্যাদি হারিয়ে যায়।

৪২. কারও সঙ্গে কলম নেই — কেনো?
[উ] সবাই কম্পিউটারের সামনে বসে কি বোর্ডের সাহায্যে লেখে বলে কারওর কলম নেয়।

৪৩.সোনার দোয়াত কলম যে সত্যই হতো — তা লেখক কিভাবে জেনেছিলেন?
[উ] সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াতে সংগ্রহ দেখে।

৪৪. কেরি সাহেব কে ছিলেন?
[উ] কেরি সাহেব ছিলেন উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কেরি সাহেব বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বিশেষ অবদান রেখেছিলেন।

আরো পড়ুন :  পথের দাবী গল্পের MCQ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ২০২৪ | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Pather Dabi Galper MCQ SAQ Question 2024 Answer pdf download

৪৫. জুলিয়াস সিজার কে ছিলেন?
[উ] জুলিয়াস সিজার ছিলেন রোমের সম্রাট। তিনি রণনিপুন সেনানায়ক। যুদ্ধে তিনি ইংল্যান্ড ও ফ্রান্সকে পরাজিত করেন।

৪৬. লেখক শ্রীপান্থ যদি জুলিয়াস সিজার হতেন তাহলে কি করতেন?
[উ] লেখক শ্রীপান্থ যদি জুলিয়া সিজার হতেন তাহলে ব্রঞ্জের শালাকা বা স্টাইলাস হাতে তুলে নিতেন ।

৪৭. কত রকমের দোয়াতের উল্লেখ করেছেন লেখক?
[উ] লেখক এই প্রবন্ধে অনেক রকমের দোয়াতের কথা উল্লেখ করেছেন সেগুলি হল – পিতল, জেড, কাচ,শ্বেত পাথর, ব্রোঞ্জ, সোনা ইত্যাদি দিয়ে তৈরি হতো কালি রাখার নানা ধরনের দোয়াত।

৪৮. শুভ ঠাকুর কে?
[উ] শুভ ঠাকুর হলেই দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রাপৌত্র শুভ ঠাকুর বা সুভেন্দ্রনাথ ঠাকুর, চিত্রশিল্পী, কবি পত্রিকা সম্পাদক শিল্প সংগ্রাহক।

৪৯. প্রাচীন ফিনিসীয় সভ্যতায় বাস করলে কি করতেন লেখক শ্রীপান্থ?
[উ] প্রাচীন ফিনিসীয়তে লেখক বাস করলে লেখক বনপ্রান্ত থেকে হার কুড়িয়ে নিয়ে তাকে কলম বানিয়ে লিখতেন।

৫০. কথায় বলে — কথায় কি বলে?
[উ] শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লিখেছিলেন কথাই বলে — কালি কলম মন /লেখে তিনজন।

৫১. ওয়াটার ম্যান কালিশ সন্ধানে আবার ছুটলেন কেনো?
[উ] ওয়াটারম্যান কালির সন্ধানে আবার ছুটলেন তার কারণ ব্যবসায়িক চুক্তিপত্র তৈরি সময় দোয়াতে উল্টে কালি পড়ে গেলে পুনরায় কালির জন্য ছুটলেন।

৫২. দার্শনিক তাকেই বলি — কাকে লেখক দার্শনিক বলেন?
[উ] লেখক মজা করে দার্শনিক বলতে তাকেই বলেছেন যার কানে কলম গোজা থাকে।

৫৩. কার কোন গ্রন্থ থেকে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি সংগৃহীত হয়েছে?
[উ] শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি সংগৃহীত হয়েছে তার হারিয়ে যাওয়া কালি কলম মন শীর্ষক সব গ্রন্থ থেকে।

৫৪. আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল?
[উ] আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন । একেই অনেকে উন্নত করে ওয়াটারম্যান ফাউন্টেন পেন তৈরি করেন।

৫৫. প্রাচীনেরা বলতেন — কি বলতেন?
[উ] প্রাচীনেরা বলতেন “তিন ত্রিফলা শিমুল ছালা/ছাগ দুগ্ধে করি মেলা / লৌহ পাত্রে লোহায় ঘাসি /ছিঁড়ে পত্র না ছাড়ে মাসি। ”

৫৬. দারোগাবাবু কলম কোথায় রাখতেন?
[উ] দারোগাবাবু কলম পকেটে না রেখে পায়ের মোজাই গুজে রাখতেন।

৫৭. শৈলজানন্দ পেন সংগ্রহের নেশা কার কাজ থেকে পেয়েছিলেন ?
[উ] শৈলজানন্দ তার সংগ্রহের নেশা পেয়েছিলেন বিখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে।

৫৮. সোনার দোয়াত কলম লেখক শ্রীপান্থ কোথায় দেখেছিলেন?
[উ] লেখক শ্রীপান্থ শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহশালায় গিয়ে দেখেছিলেন সোনার দোয়াত কলমটিকে।

৫৯. হারিয়ে যাওয়া কালি কলম –এ দামি কলমটির দাম কত?
[উ] হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ শ্রীপান্তের সবচেয়ে দামি যে কলমটির কথা বলা হয়েছে তার দাম ছিল আড়াই হাজার পাউন্ড। অর্থাৎ( ২৫০০×৭৫)=১৮২৫০০ টাকা।

৬০. মুঘল দরবারের একদিন তাদের কত না খাতির কত না সম্মান – কাদের কথা বলা হয়েছে?
[উ] যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি-কুশলী। এই লিপি কুশলীদের মোঘল দরবারে একসময় খুব খাতির ও সম্মান ছিল।

৬১. না দেখলে বিশ্বাস করা শক্ত – কি না দেখলে বিশ্বাস করা শক্ত?
[উ] হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কালির দোয়াতের প্রকারভেদ সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে। দোয়াতে যে কত রকমের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা অসম্ভব।

৬২. তা লেখককে নেশাগ্রস্ত করে – লেখক কে কি নেশাগ্রস্ত করে?
[উ] শ্রীপান্থের মতে, ফাউন্টেন এবং ফাউন্টেনের পেন সংগ্রহের শখ তাকে নেশাগ্রস্ত করে।

৬৩. এক সময় বলা হত — কি বলা হতো একসময়?
[উ] শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে জানিয়েছিলেন যে, এক সময় বলা হত – কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত।

৬৪. গ্রাম অঞ্চলে খাগের কলম কখন দেখা যায়?
[উ] সরস্বতী পুজোর সময় গ্রাম অঞ্চলে একমাত্র খাগের কলম দেখা যায়।

৬৫. শৈশবে লেখক শ্রীপান্থ কালি তৈরি করতেন কাদের সাহায্যে ?
[উ] নিখিল সরকার ওরফে শ্রীপান্থ শৈশবে মা, পিসি ও দিদিদের সাহায্য কালী তৈরি করতেন।

৬৬. বাবু কুুইল ড্রাইভারস – কে বলতেন?
[উ] লর্ড কার্জন বাঙ্গালী সাংবাদিকদের গরম গরম ইংরেজি লেখা দেখে কথাগুলি বলতেন।

৬৭. কলেজ স্ট্রিটের দোকানে লেখক শ্রীপান্থ গিয়েছিলেন কেনো?
[উ] লেখক কলেজ স্ট্রিটের একটি নামি দোকানে, একটা ফাউন্টেন পেন কিনতে।

৬৮. বাংলায় একটা কথা চালু ছিল – কী কথা চালু ছিল?
[উ] শ্রীপান্থের মতে বাংলায় একটা কথা চালু ছিল সেটি হল — ‘কালি নেই কলম নেই বলে আমি মুনসি’।

দশম শ্রেণির বাংলা অন্যান্য লেখা

পিডিএফ লিঙ্ক নিচে

আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে যুক্ত হোন

————————————————————-
File Name : হারিয়ে যাওয়া কালিকলম [শ্রীপান্থ] প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

File Format : পিডিএফ

File Language : বাংলা

File Location : গুগল ড্রাইভ

Download Link : হারিয়ে যাওয়া কালিকলম [শ্রীপান্থ] প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
————————————————————-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!