সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর, 30+ প্রশ্নের উত্তর
সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর : শচীন্দ্রনাথ সেনগুপ্তের (১৮৯২ – ১৯৬১) লেখা উল্লেখযোগ্য একটি নাটক হল ‘সিরাজদ্দৌলা’। নাটকটি ঐতিহাসিক নাটক, কারণ এর বিষয়বস্তু ইতিহাসের। দশম শ্রেণির পাঠ্যাংশ নাটক ‘সিরাজদ্দৌলা’এর উৎস হল – মূল ‘সিরাজদ্দৌলা’ নাটকের দ্বিতীয় অংকের প্রথম দৃশ্য।
নাটকটি মূল চরিত্র অবশ্যই সিরাজদ্দৌলা। পলাশির যুদ্ধের প্রাক্-মূহুর্তের একখণ্ড চিত্র ফুটে উঠেছে এই নাট্যাংশে। অনেকগুলি চরিত্র এখানে ঘুরেফিরে এসেছে, যথা – সিরাজদ্দৌলা, মিরজাফর, রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎশেঠ, মীরমদন, মোহনলাল, লুৎফা, ঘসেটি বেগম, গোলাম হোসেন, মঁসিয়ে লা, ওয়াটসন প্রমুখ।
যাইহোক, এখানে গুরুত্বপূর্ণ প্রায় ৩০টি প্রশ্নের নমুনা উত্তর দেওয়া হলো।
সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর, 30+ প্রশ্নের উত্তর
প্রশ্নগুলির নমুনা উত্তর
১. ‘সিরাজদ্দৌলা’ নাটকের লুৎফা চরিত্রটি আলোচনা করো?
- ‘সিরাজদ্দৌলা’ নাটকটি শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। এই নাট্যাংশের মূল নারী চরিত্র হল লুৎফা। তাঁর প্রকৃত নাম লুৎফউন্নিসা, ঘসেটি বেগমের কন্যা। তিনি বাংলার নবাব সিরাজদ্দৌলার প্রিয়তমা পত্নী ।
- ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশে তাকে দেখা যায় একেবারে শেষ পর্যায়ে, যখন নবাবের সঙ্গে মাসি ঘসেটি বেগমের কথোপকথন চলছিল। এই পরিস্থিতিতে ঘসেটি লুৎফাকেও নানা কূট কথা বলেন। কিন্তু লুৎফা প্রতিবাদ করে বলেছে, “ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয়, ওর নিশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ-সঞ্চালনে ভূমিকম্প!” এর মধ্য দিয়ে তার চরিত্র প্রকাশিত হয়ছে।
- ইংরেজদের সঙ্গে যুদ্ধ নিয়ে চিন্তিত নবাবকে ঘসেটি বেগম যখন বিভিন্ন রকম অপমান বা অভিশাপ দিতে থাকেন, নবাবের পাশে থেকে নবাবকে সাহস জুগিয়েছেন বা সান্ত্বনা দিয়েছেন লুৎফা। এই ধরনের আচরণের মধ্য দিয়ে লুৎফার পতিপ্রেম এবং দেশপ্রেমের পরিচয় ফুটে উঠেছে।
২. “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না” — কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তাঁর এ আবেদন?
- ‘সিরাজদ্দৌলা’ নাটকটি শচীন্দ্রনাথ সেনগুপ্ত’র লেখা। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলা সিপাহ্সালার মিরজাফর ও তাঁর অনুগামীদের উদ্দেশ্য করে উক্ত কথাটি বলেছেন।
- সিংহাসনে বসার পর সিরাজদ্দৌলা মসনদ প্রাপ্তিকে কেন্দ্র করে ঘরে-বাইরে তাঁকে ক্ষতবিক্ষত হতে হয়েছে। তাঁর আত্মীয়-পরিজন গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তা সত্ত্বেও মিরজাফর ও তাঁর অনুগামী জগৎশেঠ, রাজা রাজবল্লব প্রমুখদের সঙ্গে সৌহার্দ্য স্থাপন করার বিনীত আবেদন জানিয়েছেন নবাব।
- পরবর্তী পর্যায়ে নবাব উপলব্ধি করেছিলেন, মসনদ নিয়ে নিজেদের বিবাদের চেয়ে আশু প্রয়োজন সম্মিলিতভাবে শত্রু ইংরেজদের দমন করা। ওয়াটসকে লেখা অ্যাডমিরাল ওয়াটসনের লেখা চিঠির মাধ্যমে সামরিক অভুখ্যান ও কলকাতায় দুর্গ স্থাপনের কথা নবাব জানতে পারেন। সেই পরিস্থিতিতে বাংলার নবাব শত্রুতা ভুলে একযোগে লড়াইয়ের পাশে থাকার জন্য মিরজাফরসহ অনুগামীদের কাছে আবেদন জানিয়েছেন।
৩. “বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয় — মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।” — কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন্ চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে?
- ‘সিরাজদ্দৌলা’ নাটকটি শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। নবাব সিরাজদ্দৌলা সিপাহশালার মীরজাফর ও তাঁর অনুগামী রাজবল্লভ, জগৎশেঠ, রায়বল্লভদের উদ্দেশ্য করে এই কথাগুলি বলেছেন।
- নবাব সিরাজদ্দৌলা বাংলাকে ভালোবাসেন, বাংলার মানুষকে ভালোবাসেন। আর তাই ইংরেজ কোম্পানির সৈন্য সমাবেশের সমস্যাকে ব্যক্তিগতভাবে না নিয়ে দেশের ও জাতির বিপদ বলেই মনে করেছেন। এই পরিস্থিতিতে বাংলার মান-মর্যাদা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সমস্ত ন্যায়-অন্যায় বিচার ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে নিয়ে চলার সংকল্প করেন।
- মিরজাফর, জগৎশেঠ কিংবা রায়দুর্লভ যেন এই বাংলাকে হিন্দু কিংবা মুসলমানের বাংলা হিসেবে না দেখে। তাই নবাব তাঁদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন। নবাব নিজেকে মুসলমান হিসাবে না দেখে সকলের অংশীদার হিসেবে প্রতিপন্ন করতে চান। ইংরেজ শত্রুর হাত থেকে এই স্বদেশভূমিকে রক্ষার জন্য সকলকে সমস্ত ভেদাভেদ ভুলে এগিয়ে আসতে বলেছেন।
দশম শ্রেণির বাংলা অন্যান্য লেখা
- জ্ঞানচক্ষু [প্রশ্ন উত্তর]
- অসুখী একজন [প্রশ্ন উত্তর]
- আয় আরো বেঁধে বেঁধে থাকি [প্রশ্ন উত্তর]
- আফ্রিকা [প্রশ্ন উত্তর]
- হারিয়ে যাওয়া কালি কলম [প্রশ্ন উত্তর]
- বহুরূপী [প্রশ্ন উত্তর]
- অভিষেক [প্রশ্ন উত্তর]
- সিরাজদৌল্লা [প্রশ্ন উত্তর]
- প্রলয়োল্লাস [প্রশ্ন উত্তর]
- পথের দাবী [প্রশ্ন উত্তর]
- সিন্ধুতীরে [প্রশ্ন উত্তর]
- অদল বদল [প্রশ্ন উত্তর]
- অস্ত্রের বিরুদ্ধে গান [প্রশ্ন উত্তর]
- বাংলা ভাষায় বিজ্ঞান [প্রশ্ন উত্তর]
- নদীর বিদ্রোহ [প্রশ্ন উত্তর]
- কোনি [প্রশ্ন উত্তর]
- দশম শ্রেণির বাংলার অন্যান্য লেখা
- একাদশ শ্রেণির বাংলার অন্যান্য লেখা
- দ্বাদশ শ্রেণির বাংলার অন্যান্য লেখা