মঙ্গলকাব্যSLST বাংলাপ্রাক আধুনিক বাংলাবাংলা সাহিত্য

মঙ্গলকাব্য কী, সংজ্ঞা, বৈশিষ্ট্য, গঠনরীতি, বিভিন্ন মঙ্গলকাব্য


Last Updated on : June 11, 2024

মঙ্গলকাব্য 

মঙ্গলকাব্য কী ?

উ: খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত পৌরাণিক, লৌকিক, লৌকিক-পৌরাণিক সংমিশ্রিত দেবদেবীর পূজা প্রচার ও লীলামাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে যে আখ্যান কাব্যগুলি রচিত হয়েছে, সেই কাব্যগুলিকে বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য বলে আখ্যায়িত করা হয়।

মঙ্গলকাব্য-এর নামকরণ ‘মঙ্গলকাব্য’ কেন ?

  • এ কাব্য রচনা করলে, পাঠ করলে, শুনলে কবির, পাঠকের বা শ্রোতার মঙ্গল হয়।
  • দেবদেবীর বিজয়মহিমা এ কাব্যে বর্ণিত।
  • এক মঙ্গলবার থেকে পরবর্তী মঙ্গলবার পর্যন্ত গাওয়া হয়। এজন্য এগুলিকে ‘অষ্টমঙ্গলা’ নামেও অভিহিত করা হয়।
  • ‘মঙ্গল’ – নামে এক বিশেষ রাগে এর পালাগান গীত হয়—আশুতোষ ভট্টাচার্য।
  • এ কাব্য ঘরে রাখলে গৃহস্থের মঙ্গল হয়।
আরো পড়ুন :  কি মােহিনী জান বঁধু কি মােহিনী জান, চণ্ডীদাস, আক্ষেপানুরাগ

** রাত জেগে গাওয়া হত বলে বলা হয়—রয়ানী  [রজনী] বা জাগরণ পালা।

** তামিল ভাষায় ‘মঙ্গল’ অর্থ = বিবাহ

মঙ্গলকাব্য-এর গঠনরীতি / মঙ্গলকাব্যের কয়টি অংশ

  • বন্দনাখণ্ডের উপস্থিতি
  • গ্রন্থৎপত্তির কারণ সংযোজন
  • দেবখন্ড
  • নরখন্ড

বন্দনাখণ্ড ?

উ: দেবদেবীর বন্দনা ও পিতামাতা ও গুরুজনের স্তুতি এই অংশে স্থান পায়।

গ্রন্থোৎপত্তি ও আত্মবিবরণী ?

উ: এই অংশে কবির আত্মপরিচয় ও গ্রন্থ রচনার কারণ বর্ণিত হয়।

দেবখণ্ড ?

উ: সৃষ্টিতত্ত্ব, লৌকিক ও পৌরাণিক ঘটনার সমন্বয়, স্বর্গের দেবদেবীর শাপভ্রষ্ট হয়ে মর্ত্যে আগমন ইত্যাদি ঘটনা।

আরো পড়ুন :  এ ঘোর রজনী মেঘের ঘটা, চণ্ডীদাস, অভিসার (রসোদ্‌গার)

নরখণ্ড ?

উ: পুজো প্রচারের বর্ণনা, কাব্যের মূল অংশ এই খণ্ড।

মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য

  1. ভণিতা ব্যবহার
  2. বারমাস্যা সংযোজন
  3. পাঁচালি রীতি
  4. পতিনিন্দা
  5. রন্ধন প্রণালী
  6. চৌতিশা স্তব
  7. অলৌকিকতা
  8. সাধভক্ষণ প্রসঙ্গ
  9. নায়িকা-নায়িকার রূপ বর্ণনা
  10. স্ত্রী-আচার বর্ণনা

মঙ্গলকাব্যের ছন্দ

  1. পয়ার ছন্দ ৮+৬
  2. লঘু ত্রিপদী ৬+৬+৮
  3. দীর্ঘ ত্রিপদী ৮+৮+১০
  4. একাবলী [বিজয়গুপ্তের কাব্যে লক্ষণীয়]

** ধুয়া বা ধ্রুবপদের ব্যবহার লক্ষণীয়।

প্রাক্‌-চৈতন্য ও চৈতন্য-পরবর্তী মঙ্গলকাব্যের পার্থক্য

  • প্রাক্‌-চৈতন্যে আদিম সংস্কৃতির উগ্রতার পরিচয়
  • প্রাক্‌-চৈতন্যে মনসা চরিত্রের হিংস্রতা
  • প্রাক্‌-চৈতন্যে চাঁদ চরিত্রের উগ্রতা।
আরো পড়ুন :  সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, জ্ঞানদাস, আক্ষেপানুরাগ (প্রেমবৈচিত্ত্য)

  • চৈতন্য পরবর্তী সময়ে বেহুলার নারীসুলভ কোমলতা
  • চৈতন্য পরবর্তী উদার মনোভাবের পরিচয়

কোন সামাজিক পটভূমিতে মঙ্গলকাব্যের উদ্ভব ?

  • তুর্কি আক্রমণ
  • পৌরাণিক ও লৌকিক সংস্কৃতির সমন্বয়
  • হিন্দু ধর্মের অবক্ষয় রোধ
  • বাংলার আধিভৌতিক ও আধিদৈবিক পরিবেশ

বিভিন্ন মঙ্গলকাব্য

  • মনসামঙ্গল
  • চণ্ডীমঙ্গল
  • ধর্মমঙ্গল
  • শিবমঙ্গল/শিবায়ন
  • অন্নদামঙ্গল
  • দুর্গামঙ্গল
  • কালিকামঙ্গল
  • শীতলামঙ্গল
  • রায়মঙ্গল
  • ষষ্টীমঙ্গল
  • সারদামঙ্গল
  • সূর্যমঙ্গল
  • বাশুলীমঙ্গল

মঙ্গলকাব্যের কবিদের সম্বন্ধে জানতে নিচের পোস্টের লিঙ্কে গিয়ে দেখুন

 
আরো পড়ুন – মনসামঙ্গল কাব্যের চরিত্র আলোচনা
আরো পড়ুন – চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র আলোচনা
আরো পড়ুন – ধর্মমঙ্গল কাব্যের চরিত্র আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!