Last Updated on : July 3, 2024
বৈষ্ণব পদাবলি : প্রিয় শিক্ষার্থীরা, বৈষ্ণব পদাবলীর মূল পদ ব্যাখ্যাসহ পোস্ট এখানে দেওয়া হলো।
৩০টিরও অধিক বৈষ্ণব পদের ব্যাখ্যা ও অর্থ আলোচনা করা হোল।
বৈষ্ণব পদাবলির উল্লেখযোগ্য পদসমূহের ব্যাখ্যা-আলোচনা
ব্যাখ্যা / আলোচনা
গৌরাঙ্গবিষয়ক / গৌরচন্দ্রিকা
[১] নীরদ নয়নে নীরঘন সিঞ্চনে
[২] আজু হাম কি পেখলুঁ নবদ্বীপচান্দ
[৩] চম্পক শোন-কুসুম কনকাচল
বাল্যলীলা
[১] দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে
[২] শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম
[৩] আমার শপতি লাগে না যাইও ধেনুর আগে
পূর্বরাগ
[১] সই কেবা শুনাইল শ্যামনাম
[২] ঘরের বাহিরে দন্ডে শতবার
[৩] রূপ লাগি আঁখি ঝুরে গুনে মন ভোর
[৪] আলো মুঞি জানো না
[৫] এমন পিরিতি কভু নাহি দেখি শুনি
[৬] নহাই উঠল তীরে রাই কমলমুখী
অনুরাগ
[১] সখি কি পুছসি অনুভব মোয়
আপেক্ষানুরাগ
[১] কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান
[২] সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
[৩] বঁধু কি আর বলিব তোরে
অভিসার
[১] কণ্টক গাড়ি কলম সম পদতল
[২] কুল মরিযাদ কপাট উদ্ঘাঁটলু
[৩] মন্দির বাহির কঠিন কপাট
[৪] মাধব কি কহব দৈব বিপাক
[৫] এ ঘোর রজনী মেঘের ঘটা
[৬] গগনে অব ঘন মেহ দারুণ
নিবেদন
[১] বধুঁ তুমি সে আমার প্রাণ
[২] তাতল সৈকত বারিবিন্দু সম
[৩] বঁধু কি আর বলিব আমি
মাথুর
[১] ‘অঙ্কুর তপন তাপে যদি জারব’
[২] এ সখি হামারি দুঃখের নাহি ওর
[৩] অব মথুরাপুর মাধব গেল
ভাবোল্লাস (ভাব সম্মিলন)
[১] বহুদিন পরে বঁধুয়া এলে
[২] আজু রজনী হাম ভাগে পোহায়লুঁ
[৩] পিয়া যব আওব এ মঝু গেহে
[৪] কি কহব রে সখি আনন্দ ওর
প্রার্থনা
[১] মাধব বহুত মিনতি করি তোয়
বৈষ্ণব সাহিত্য সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন
আরও প্রয়োজনীয় পোস্ট
- চম্পক শোন-কুসুম কনকাচল, গোবিন্দদাস, গৌরাঙ্গ বিষয়ক পদ
- ১২০+ প্রশ্ন উত্তরে বৈষ্ণব পদাবলি PDF
- দাঁড়াইয়া নন্দের আগে গােপাল কান্দে অনুরাগে, বলরাম…
- শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম, বলরাম দাস, বাৎসল্য রসের পদ
- নীরদ নয়নে নীরঘন সিঞ্চনে, গোবিন্দদাস, গৌরাঙ্গবিষয়ক পদ
- আমার শপতি লাগে না ধাইও ধেনুর আগে, যাদবেন্দ্র, বাল্যলীলা
- নহাই উঠল তীরে রাই কমলমুখী, বিদ্যাপতি, পূর্বরাগ
- এমন পিরিতি কভু নাহি দেখি শুনি, চণ্ডীদাস, পূর্বরাগ
- ঘরের বাহিরে দন্ডে শতবার, চণ্ডীদাস, পূর্বরাগ
- রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভাের, জ্ঞানদাস, পূর্বরাগ