Schoolদ্বাদশ শ্রেণিবাক্যতত্ত্ব-দ্বাদশভাষাবিজ্ঞান-দ্বাদশ

বাক্যতত্ত্ব থেকে বড়ো প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন ২০২২ | দ্বাদশ শ্রেণি | Bakkotatto Syntax Class 12 Samuho 2022 | Long Question Answer | PDF Download


বাক্যতত্ত্ব থেকে বড়ো প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন ২০২২  | দ্বাদশ শ্রেণি | Bakkotatto Syntax Class 12 Samuho 2022 | Long Question Answer | PDF Download

[১] গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী? যে-কোনো এক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো। অথবা, গঠনগত দিক থেকে বাক্য শ্রেণিবিভাগ করে প্রতিটি ভাগের একটি করে উদাহরণ দাও। [২০১৬]

[উ] গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার— ক. সরল বাক্য, যৌগিক বাক্য ও জটিল বাক্য।

ক. সরল বাক্য : যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় অংশ থাকে তাকে সরল বাক্য বলে।

সরল বাক্যের বৈশিষ্ট্য : অ এই বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। আ. কর্তা উহ্য থাকতে পারে।

উদাহরণ : মা শিশুকে ভালোবাসে।

বিশ্লেষণ : এই বাক্যটিতে একটিমাত্র উদ্দেশ্য [মা], একটি মাত্র বিধেয় [শিশুকে ভালোবাসে] এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া [ভালোবাসে] আছে। অর্থাৎ এটি একটি সরল বাক্য।

খ. যৌগিক বাক্য : একাধিক সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে বা জুড়ে থাকে, তখন তাকে যৌগিক বাক্য বলে।

উদাহরণ : রতন এখন বাজারে যাবে এবং অতনু পড়তে বসবে।

বিশ্লেষণ : উদাহরণটিতে ‘রতন এখন বাজারে যাবে’ আর ‘অতনু পড়তে বসবে’–এই দুটি সরল বাক্য সংযোজক অব্যয় ‘এবং’ দ্বারা যুক্ত হয়ে রয়েছে। অর্থাৎ, এটি একটি যৌগিক বাক্য।

গ. জটিল বাক্য : যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বাক্য বলে।

যেমন : যে যায় লঙ্কায় সেই হয় রাবণ।

বিশ্লেষণ : এখানে ‘সেই হয় রাবণ’ প্রধান খণ্ডবাক্য এবং ‘যে যায় লঙ্কায়’ অপ্রধান খণ্ড বাক্য। অর্থাৎ, এখানে একটি প্রধান বাক্যের সঙ্গে একটি অপ্রধান খণ্ডবাক্য জুড়ে রয়েছে। অর্থাৎ এটি জটিল বাক্য।

————————————
————————————
————————————
————————————
শব্দার্থতত্ত্ব থেকে প্রশ্ন
————————————
————————————–
——————————————
PDF নিচে

 



আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে যুক্ত হোন

👇👇👇👇

Join Telegram (demo)

Join Facebook (open)


আরো পড়ুন :  WB HS XII Education Previous Year Question Papers pdf download | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান বিগত বছরের প্রশ্নপত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!