NET SET বাংলাSLST বাংলামঙ্গলকাব্য

চণ্ডীমঙ্গল কাব্য থেকে প্রশ্ন, খুঁটিনাটি জিজ্ঞাসা


Last Updated on : June 6, 2024

চণ্ডীমঙ্গল কাব্য বাংলা সাহিত্যের প্রাক-আধুনিক সময়ের কাব্যধারার একটি উল্লেখযোগ্য দিক। এই কাব্য অনেকসময় অভয়ামঙ্গল, সারদামঙ্গল প্রভৃতি বিভিন্ন নামে অভিহিত হয়েছে কবিদের দ্বারা। যাইহোক এই চণ্ডীমঙ্গল কাব্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তরের সম্ভার প্রকাশিত হলো।

চণ্ডীমঙ্গল কাব্য থেকে প্রশ্ন, খুঁটিনাটি জিজ্ঞাসা

চণ্ডীমঙ্গল কাব্য থেকে প্রশ্ন, খুঁটিনাটি জিজ্ঞাসা

 

চণ্ডীমঙ্গল কাব্য খুঁটিনাটি জিজ্ঞাসা


চন্ডীমঙ্গল কাব্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সংকলন দেওয়া হলো—-

 ১। মুকুন্দের চণ্ডীমঙ্গল গ্রন্থটির প্রকৃত নাম কি?

👉 👉চণ্ডীমঙ্গল গ্রন্থটির প্রকৃত নাম ‘অভয়ামঙ্গল’।

২। মুকুন্দের জন্মস্থান কোথায়?

👉👉মুকুন্দের জন্মস্থান বর্ধমান জেলার রত্না নদীর তীরে দামুনা গ্রামে।

৩। মুকুন্দের কাব্যের প্রথম খণ্ডের নাম কি?

👉👉মুকুন্দের কাব্যের প্রথম খণ্ডের নাম ‘ব্যাধখণ্ড’ বা ‘আখেটিক খণ্ড’।

৪। কত খ্ৰীষ্টাব্দে চণ্ডীমঙ্গল কাব্য প্রথম ছাপা হয়?

👉👉১৮২৩-২৪ খ্রীষ্টাব্দে।

৫। কালকেতুর পূর্বজন্মের নাম কি ছিল?

👉👉কালকেতুর পূর্বজন্মের নাম ছিল নীলাম্বর।

-------------------------------------------------------
-------------------------------------------------------


-------------------------------------------------------
-------------------------------------------------------

৬। আনুমানিক কত খ্রীষ্টাব্দে মুকুন্দের অভয়ামঙ্গল লেখা হয় ?

👉👉সুকুমার সেনের মতে ১৫৫৫-১৫৫৬, কিন্তু সুখময় মুখোপাধ্যায় ১৫৯৪ থেকে ১৬০৬ খ্রীষ্টাব্দকে মুকুন্দের অভয়ামঙ্গলের কাল হিসাবে উল্লেখ করেছেন।

৭। পূর্বজন্মে ফুল্লরা কি নামে পরিচিত ছিল?

👉👉পূর্বজন্মে ফুল্লরা ‘ছায়া’ নামে পরিচিত ছিল।

৮। চণ্ডী শব্দটি কোন ভাষাসূত্র থেকে এসেছে?

👉👉‘চণ্ডী’ শব্দটি দ্রাবিড় অস্ট্রিক ভাষা গোষ্ঠী থেকে এসেছে। কেউ বলেন, অনার্য দেবী চাণ্ডী দেবী থেকে চণ্ডী শব্দটির উৎপত্তি।

৯। কালকেতুর পিতার নাম কি?

👉👉কালকেতুর পিতার নাম ধর্মকেতু।

১০। কালকেতুর মাতার নাম কি?

👉👉কালকেতুর মাতার নিদয়া।

১১। চণ্ডীমঙ্গলের ধূর্ত বনিক চরিত্রটির নাম কি?

👉👉চণ্ডীমঙ্গলের ধূর্ত বনিক চরিত্রটির নাম হল মুরারি শীল।

১২। ভাড়ু দত্তের পিতামহের নাম কি?

👉👉ভাড়ুদত্তের পিতামহের নাম জয় দত্ত।

১৩। কার পৃষ্ঠপোষকতায় অভয়ামঙ্গল কাব্যটি লেখা হয়?

👉👉আবড়া গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের পৃষ্ঠপোষকতায় অভয়ামঙ্গল কাব্যটি লেখা হয়।

১৪। কবি মুকুন্দ কোন শতাব্দীর কবি?

👉👉কবি মুকুন্দ ষোড়শ শতাব্দীর কবি।

১৫। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে?

👉👉চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হলেন মানিক দত্ত।

১৬। মুকুন্দ চর্চায় প্রথম সার্থক বিদেশী পণ্ডিত কে?

👉👉ই. বি. ফাউয়েল।

১৭। মুকুন্দকে জন্ম ভিটা ত্যাগ করতে হয়েছিল কেন?

👉👉ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে মুকুন্দকে জন্ম ভিটা ত্যাগ করতে হয়েছিল।

১৮। ভাড়ু দত্তের পিতার নাম কি?

👉👉ভাড়ু দত্তের পিতার নাম হরিদত্ত।

১৯। শিশু কাঁদে ওদনের তরে’ – শব্দের অর্থ কি?

👉👉‘ওদন’ শব্দের অর্থ হল ভাত।

২০। কত বছর বয়সে কালকেতুর কর্ণভেধ হয়?

আরো পড়ুন :  400+ বাংলা শব্দের উৎস ও বিবর্তন pdf download

👉👉পাঁচ বছর বয়সে কালকেতুর কর্ণভেধ হয়।

২১। কালকেতু-ফুল্লরার বিবাহের তিথিটি কি ছিল?

👉👉ত্রয়োদশী তিথিতে, রেবতী নক্ষত্রে কালকেতু ফুল্লরার বিবাহ হয়।

২২। ফুল্লরার পিতা-মাতার নাম কি?

👉👉ফুল্লরার পিতার নাম সঞ্জয় কেতু, মাতা হীরাবতী।

২৩। ‘নেউগি চৌধুরী নই না রাখি তালুক’ – উক্তিটি কার?

👉👉উক্তিটি ভালুকের।

২৪। ‘আপনার দস্ত হৈল আপনার বৈরী’ উক্তিটি কার?

👉👉উক্তিটি হাতির।

২৫। ‘কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে – এখানে ষোড়শী কন্যা কে?

👉👉এখানে ষোড়শী কন্যা হলেন দেবী চণ্ডী।

২৬। দেবী চণ্ডী প্রদত্ত অঙ্গুরীরর মূল্য কত ছিল?

👉👉দেবী চণ্ডী প্রদত্ত অঙ্গুরীর মূল্য ছিল সাত কোটি টাকা।

২৭। চণ্ডীমঙ্গল কাব্য থেকে দুটি ফার্সি শব্দের উল্লেখ কর ?

👉👉‘জবাই’ ও ‘রোজা’।

২৮। চণ্ডীমঙ্গল কাব্য থেকে একটি প্রবাদ প্রবচন উল্লেখ কর ?

👉👉পিপিডার পাখা উঠে মরিবার তরে।

২৯। ভাঁড় দত্তের জ্যেষ্ঠ ভাইয়ের নাম কি?

👉👉শিবা দত্ত।

৩০। ‘বীরের পাকাল্যা দেখি রাজা হইলা বড় সুমি’—’পাকাল্যা’ শব্দের অর্থ কি?

👉👉পাকাল্যা শব্দের অর্থ হল ‘সাহস’।

৩১। ভাডু দত্ত নিজেকে কোন বংশজাত বলে প্রচার করতেন?

👉👉ভাড়ু দত্ত নিজেকে কায়স্থ বংশজাত বলে প্রচার করতেন।

৩২। কালকেতুর পুত্রের নাম কি?

👉👉কালকেতুর পুত্রের নাম পুষ্পকেতু।

৩৩। ‘দেখিয়াছ খুড়া হে তোমার ঠাকুরালি’—কথাটি কার ?

👉👉উক্তিটি ফুল্লরার।

৩৪। ‘দুঃখ করো অবধান দুঃখ করো অবধান’—উক্তিটি কার ?

👉👉উক্তিটি ফুল্লরার।

৩৫। কালকেতুর গৃহনির্মাণে কারা নিযুক্ত ছিল?

👉👉কালকেতুর গৃহনির্মাণে দেবী চণ্ডী বিশ্বকর্মা ও হনুমানকে পাঠান।

৩৬। ‘তুমি খুড়া হইলে বন্দী অনুক্ষণ আমি কান্দি’ –‘খুড়া বলতে কাকে বোঝানো হয়েছে?

👉👉খুড়া বলতে কালকেতুকে বোঝানো হয়েছে।

৩৭। বিষণা ধারণাবতী ধেয়ানে ধারিনী’ –  এখানে কোন অলঙ্কার প্রযুক্ত হয়েছে?

👉👉এখনে ‘ধ’ বর্ণটি পরপর চারবার ধ্বনিত হয়ে অনুপ্রাস অলঙ্কার সৃষ্টি করেছে।

৩৮। ‘হাতে বাঘ হাতা ছিল, গলাতে জিঞ্জির’—জিঞ্জির শব্দের অর্থ কি?

👉👉’জিঞ্জির’ শব্দের অর্থ হল শিকল।

৩৯। ‘ঘরেতে নাহিকো পোত দার’ একথা কে বলেছে?

👉👉একথা বলেছে মুরারি শীলের স্ত্রী।

৪০। চণ্ডীমঙ্গল কাব্য থেকে দুটি তৎসম শব্দ উল্লেখ কর?

👉চণ্ডীমঙ্গল কাব্যের দুটি তৎসম শব্দ হল – সৌদমিনী, মঙ্গল ধ্বনি।

৪১। ষোড়শ শতকের আর একজ উল্লেখযোগ্য কবির নাম কর।

👉👉দ্বিজ মাধব

৪২। সপ্তদশ শতকের বিশিষ্ঠ চণ্ডীমঙ্গল রচয়িতার নাম কি?

👉👉দ্বিজ রামদেব।

৪৩। “পোলি অস্ত্র লোফে বীর মারে মালশাট”—পোলি ও মালশাট শব্দ দুটির অর্থ লেখ।

👉👉পোলি শব্দের অর্থ ফেলা এবং মালশাট শব্দের অর্থ মল্লের আস্ফালন।

আরো পড়ুন :  500+ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, প্রায়-সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, তালিকা, PDF

৪৪। “খিলভূমি লিখে লাল”—“খিলভূমি’ ও ‘লাল’ শব্দ দুটির অর্থ কি?

👉👉খিলভূমি শব্দের অর্থ অনাবাদি জমি এবং লাল শব্দের অর্থ হল ঊর্বর চাষযোগ্য জমি।

৪৫। “গঙ্গা বড় আউঞ্জালি সদাই পাড়য়ে গালি” –বক্তা কে? আউঞ্জালি শব্দের অর্থ কি?

👉👉উদ্ধৃত অংশটির বক্তা হলেন ছদ্মবেশিনী দেবী চণ্ডী। আউঞ্জালি শব্দটির অর্থ হল দুর্বিনীতা বা ঝগড়াটে।

৪৬। ‘তৈল লবণের কড়ি ধারি দেড়বুড়ি”— কড়ি ও দেড়বুড়ি শব্দদুটির অর্থ কি কি?

👉👉কড়ি শব্দের অর্থ হল মূল্য এবং দেড়বুড়ি শব্দের অর্থ হল সাড়ে সাত গণ্ডা।

৪৭। “বড়ই দানিশ বন্দ কাহারে না দ্বন্দ্ব – ‘দানিশ বন্দ’ শব্দের অর্থ কি? এটি কোন জাতীয় শব্দ ?

👉👉দানিশ বন্দ শব্দটির অর্থ হল বিচক্ষণ। এটি একটি ফার্সী শব্দ।

৪৮। “যখন পাকিবে খন্দ পাতিবে বিষম দ্বন্দ্ব” –খন্দ ও দ্বন্দ্ব শব্দ দুটির অর্থ লেখ ?

👉👉খন্দ শব্দের অর্থ ফসল এবং দ্বন্দ্ব শব্দের অর্থ হল কৌশল বা ফাঁদ।

৪৯। কবিকঙ্কণ চণ্ডী মঙ্গলকাব্যের দুটি ফার্সী শব্দের উল্লেখ কর।

👉👉মোকাম এবং নিকা শব্দ দুটি হল ফার্সী শব্দ।

৫০। “সুধন্য বাঁকুড়া বায় — কৈল নিয়োজিত – কবিকঙ্কন চণ্ডীর কোন অংশের উদ্ধৃতি? বাঁকুড়া রায় কে?

👉👉উদ্ধৃতিটি কবিকঙ্কন চণ্ডীর “গ্রন্থোৎপত্তির কারণ” অংশে। বাঁকুড়া রায় ছিলেন ব্রাহ্মণ বূমি আরড় জমিদার।

৫১। চণ্ডীমঙ্গল কাব্যে কটি বিবাহচিত্র আছে?

👉👉চণ্ডীমঙ্গল কাব্যে দুইটি বিবাহচিত্র আছে। এদের মধ্যে প্রথমটি হল হর-গৌরির বিবাহ, দ্বিতীয়টি হল কালকেতু-কুল্লরার বিবাহ।

৫২। “বিহস বাটুলে বধে লতাতে জড়ায়ে বান্ধে” –বিহঙ্গ ও বাটুল শব্দ দুটির অর্থ কি?

👉👉বিহঙ্গ শব্দের অর্থ হল পক্ষী এবং বাটুল শব্দের অর্থ হল গুলতি জাতীয় শিকারের অস্ত্র।

৫৩। কবি মুকুন্দ কার তালুকে বাস করতেন? তিনি কোন ধর্মমতে বিশ্বাসী ছিলেন?

👉👉কবি মুকুন্দ গোপীনাথ নন্দীর তালুকে বাস করতেন। তিনি বৈষ্ণব ধর্মমতে বিশ্বাসী ছিলেন।

৫৪। “বড় নাম বড় গ্রাম বড় কলেবর লুকাইতে স্থল নাহি অরণ্যে ভিতর”। উক্তিটি কার? কার প্রতি এই উক্তি করা হয়েছে? 

👉👉উক্তিটি হাড়ির।  “পশুগণের ক্রন্দন” অংশে দেবী চণ্ডীর উদ্দেশ্যে সে নিজের দুঃখ নিবেদন করেছে।

 ৫৫। কবি মুকুন্দ যে সংস্কৃত জানতেন তার কি পরিচয় আমরা পাই?

👉👉চণ্ডাঙ্গলের অনেক জায়গায় কবি সংস্কৃত কাব্যের এবং অলঙ্কার শাস্ত্রের উল্লেখ করেছেন। এটাই প্রমাণ করে যে কবি সংস্কৃত জানতেন।

৫৬। কবি মুকুন্দ দামিন্যা ত্যাগ করে কোন কোন স্থান হয়ে আবড়ায় পৌঁছলেন?

👉👉কবি মুকুন্দ দামিন্যা ত্যাগ করে প্রথমে তেউটাতে এলেন, তারপর দ্বারকেশ্বর পেরিয়ে বার্তনগিরি হয়ে কোচড়িয়া পৌঁছান। অবশেষে শিলাই নদী বেয়ে আবড়া উপনীত হন।

আরো পড়ুন :  চন্ডীমঙ্গল কাব্যে প্রবাদ সেকাল একাল

৫৭। “আনিয়াচে তোর স্বামী বান্ধি নিজ গুণে” কার উক্তির ‘গুণে’ শব্দটিতে কোন অলংকার প্রযুক্ত হয়েছে?

👉👉এ উক্তিটি ছদ্মবেশিনী দেবী চণ্ডীর। এখানে শ্লেষ অলংকার প্রযুক্ত হয়েছে।

৫৮। শাশুড়ি ননদী নাহি নাহি তোর সতা / কার সঙ্গে দ্বন্দ্ব করি চক্ষু কৈলি রাতা” – কে কাকে একথা বলেছে? রাতা শব্দের অর্থ কী?

👉👉কালকেতু তার স্ত্রী ফুল্লরাকে এ কথাটি বলেছে। রাতা শব্দের অর্থ হল রক্তবর্ণ।

৫৯। মুকুন্দের পূর্বপুরুষের উপাধি কি ছিল? মুকুদের প্রাপ্ত উপাধিটি কি?

👉👉মুকুন্দের পূর্বপুরুষের উপাধি ছিল মিশ্র। মুকুন্দের প্রাপ্ত উপাধিটি হল কবিকঙ্কন।

৬০। মুকুন্দের চণ্ডীমঙ্গল কটি খণ্ডে বিভক্ত ও কি কি?

👉👉মুকুলের চণ্ডীমঙ্গল তিনটি খণ্ডে বিভক্ত যথা—দেবখণ্ড, আথেটিক খণ্ড, বনিক খণ্ড।

৬১। চণ্ডীমঙ্গলের আদি কবি কে? মুকুন্দ কার কাব্য অবলম্বনে চণ্ডীমঙ্গল রচনা করেন?

👉👉চণ্ডীমঙ্গলের আদি কবি হলেন মানিক দত্ত। কবি মুকুন্দ তাঁর কাব্যে উল্লেখ করেছেন যে, তিনি মানিক দত্তের কাব্য অবলম্বনে অভয়ামঙ্গল রচনা করেন।

৬২। মুকুন্দের চণ্ডীমঙ্গল কাব্যের ভনিতায় কি কি নাম পাওয়া যায় ?

👉👉অম্বিকামঙ্গল, অভয়ামঙ্গল, চণ্ডীকামঙ্গল, নূতনমঙ্গল ইত্যাদি।

৬৩। চণ্ডীমঙ্গল কাব্য থেকে যে কোন দুটি প্রবাদ উল্লেখ কর।

👉👉(ক) পিপিড়ার পাখা উঠে মরিবার তরে। (খ) হরিন ভুবন বৈরি আপনার মাসে।

৬৪। “এক চক্ষে নিদ্রা যায় এক চক্ষে জাগে” –কার সম্পর্কে একথা বলা হয়েছে? কেন বলা হয়েছে?

👉👉কালকেতু সম্পর্কে একথা বলা হয়েছে। দুঃখ ও দারিদ্র্যের সংসারে কালকেতু নিদ্রা নিঃশঙ্ক নয়। তা গভীর নিদ্রা কালেও দুঃখের চিন্তায় একটি চোখে নিদ্রা গেলেও অপর চোখটি সচেতন থাকে।

৬৫। সপ্তদশ শতকের একজন বিশিষ্ট চণ্ডীমঙ্গল রচয়িতার নাম কর। তার কাব্যের নাম লেখ।

👉👉দ্বিজ রামদেব। তার কাব্যের নাম সারদাচরিত।

৬৬। মুকুন্দ নামে অপর একজন চণ্ডীমঙ্গল রচয়িতার নাম কি? তার কাবোর নাম কি?

👉👉শঙ্কর কবিচন্দ্র। তার কাব্যের নাম বাসুলীমঙ্গল।



আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে যুক্ত হোন

👇👇👇👇

Join Telegram

Join Facebook


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!