একাদশ শ্রেণি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার মডেল প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত


Last Updated on : June 8, 2024

প্রিয় একাদশের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একাদশ বাংলা কবিতা “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”, কবি মাইকেল মধুসূদন দত্ত ||  প্রশ্ন ও উত্তর | Class 11 XI Bengali Question and Answer  | 11th Bengali Examination – একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমেস্টার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।  প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে |

তোমাদের  একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার বাংলা কবিতা “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”  প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হবে । আমাদের আশা এই গুলি তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে।



ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার নমুনা প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত, Iswar Chandra Vidyasagar Poem Sample Question Set

✅ Join Our Telegram Channel ✅


Sample Question Set



ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা নমুনা প্রশ্ন সেট ১

১) “সেই জানে কত গুণ ধরে কত মতে / গিরীশ”—কে জানে? [যে সুবর্ণ চরণে আশ্রয় নেয়/ যে সুখ-সদনে আশ্রয় পায়/ যে সুখ নিদ্রা যায়/ যে সঙ্গসুধা লাভ করে]

আরো পড়ুন :  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার উৎস, নামকরণ, প্রকৃতি, শব্দার্থ

২) সঠিক বিকল্প নির্ণয় : i. দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী ii. হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে iii. করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে iv. যে জন আশ্রয় লয় সুবর্ণ-চরণে । পাঠ্যাংশ অবলম্বনে ক্রম অনুযায়ী সাজালে হবে—iv–iii–i–ii/ iv–ii–i–iii/ iii–ii–iv–i/ iv–i–ii–iii

৩) বিদ্যাসাগরের পদবি ছিল—চক্রবর্তী/ চট্টোপাধ্যায়/ বন্দ্যোপাধ্যায়/ গঙ্গোপাধ্যায়।

৪) নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা নয়? —ব্রজাঙ্গনা/ মেঘনাদ বধ/ বর্ণপরিচয়/ তিলোত্তমাসম্ভব।

-------------------------------------------------------
-------------------------------------------------------


-------------------------------------------------------
-------------------------------------------------------

৫) বাংলা ভাষায় প্রথম সনেট লিখেছেন? —রবীন্দ্রনাথ ঠাকুর/ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর/ কাজী নজরুল ইসলাম/ এঁদের কেউ নন

৬) সঠিক বানান হলো—মধুসুদন/ মধূসূদন/ মধুসূদন/ মধূসুদন।

৭) ঈশ্বরচন্দ্রের বিদ্যাকে তুলনা করা হয়েছে কীসের সঙ্গে? —ভারতের সঙ্গে/ নদীর সঙ্গে/ সমুদ্রের সঙ্গে/ কোনোটিই নয়।

8) বিদ্যাসাগরকে দীনবন্ধু বলা হয়েছে, কারণ—দিনের বেলা তিনি সকলের বন্ধু/ দীন নামক ব্যক্তির বন্ধু ছিলেন/ দীনদের তিনি বন্ধু বলে মনে করতেন না/ দীনদারিদ্র্যের বন্ধু ছিলেন তিনি

৯) হেমাদ্রি শব্দের অর্থ : ক. সোনার পর্বত খ. সুমেরু পর্বত গ. সোনার মতো উজ্জ্বল পর্বত —সঠিক বিকল্পটি হলো : শুধুমাত্র ক সঠিক/ ক ও গ সঠিক/ খ ও গ সঠিক/ সবগুলিই সঠিক

আরো পড়ুন :  একাদশ শ্রেণির প্রকল্প ২০২২ পিডিএফ ডাউনলোড | WB Class 11 Project 2022 PDF Download

১০) বিদ্যাসাগরের চরণকে তুলনা করা হয়েছে—পদ্মের সঙ্গে/ সুবর্ণের সঙ্গে/ পর্বতের সঙ্গে/ হিমালয়ের সঙ্গে।

১১) “যোগায় ————— পরম আদরে” —শূন্যস্থান পূরণ : সুন্দর তরুদল/ সুশান্ত নিদ্রা/ পরিমলে/ অমৃত ফল

১২) স্তম্ভ মেলো :

ক. সুশান্ত নিদ্রা

খ. আশ্রয়স্থান

গ. গুণবান

ঘ. হেম-কান্তি

অ. গিরীশ

আ. হেমাদ্রি

ই. নিশাকাল

ঈ. সুবর্ণ চরণ


ক-অ, খ-আ, গ-ই, ঘ-ঈ/ ক-ঈ, খ-আ, গ-ই, ঘ-অ/ ক-ই, খ-ঈ, গ-অ, ঘ-আ/ ক-ই, খ-অ, গ-আ, ঘ-ঈ

১৩) বিদ্যাসাগরের সম্বন্ধে বলা হয়েছে—দীনের বন্ধু/ করুণার সিন্ধু/ গিরীশতুল্য/ সবগুলিই

১৪) কবিতায় উল্লিখিত একমাত্র সংখ্যাবাচক বিশেষণ শব্দটি হলো—সুবর্ণ/ সুশান্ত/ দীন/ দশ

১৫) “চতুর্দশপদী কবিতাবলী”র কতসংখ্যক সনেট “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর” কবিতাটি? —৮৫/ ৮৬/ ৮৭ / ৮৮।

———————————————-

পিডিএফ লিঙ্ক নিচে 

✅ Go Home Now ✅

আরো পড়ুন :  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা, মাইকেল মধুসূদন দত্ত, Class 11



আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে যুক্ত হোন




————————————————————-

File Name : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার নমুনা প্রশ্ন


File Format : পিডিএফ

File Language : বাংলা

File Location : গুগল ড্রাইভ

Download Link :  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার নমুনা প্রশ্ন

————————————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!